Ramadan Mubarak everyone hope you are all well. May everyone be healthy this Ramadan. And take care of yourselves. Then we will be very healthy. Let's start today's topic among you without delay. I hope you understand. I am trying to convey something to you. In this month of Ramadan, we are busy in worship. And through it I am working among you. So I did Dub's photography. In fact, in this summer, Dub is very beneficial for the body.This summer and this month of Ramadan. I will drink as much water as you can. Then our body will be more healthy. Because in this heat, the body sweats. And if we drink more water. Then there will be no shortage of any kind of water in our body. And dubbing in particular has many benefits for the body.seen many times. When our dub wants to eat too much. We go to the market to buy any products. Then if the price of the dub meal time is heard. But then you have to listen to the price of that dub in a large amount. But there is no way we eat almost. But if we plant very nicely at home than buying it with more quantity. Then this thing is very good.But if we plant the tree we will get the fruit from it. But it cannot be like that. But it will take time. Take care of that tree. It is not enough to plant only two trees. But if we have more space. More and more trees should be planted in a very beautiful manner. You will see that you will get a lot of dub from here if you give time. You will see that you don't need to eat so many cans. You can earn money by selling in the market if you want. But to go so far, but that person has to be patient. And that person is us.You will see the people of foreign countries. But how careful they are if they have a small amount of space. Any kind of fruit tree is planted to give that space. Because he has patience that man has his interest. He thinks to himself of course that one day. But will produce orchards. Ours is a box tree. We have been waiting for a long time to catch dab on this dab tree.
Photography of our Dubber tree.
সবাইকে রমজান মোবারক আশা করি আপনারা সবাই ভাল আছেন। এই রমজানের সবাই সুস্থ থাকবেন। এবং নিজেদের উপর খেয়াল রাখবেন। তাহলে আমরা অনেক সুস্থ থাকবো। আজকের বিষয়টি আপনাদের মাঝে শুরু করা যাক বেশি দেরি না করে। আমি আশা করব আপনারা বুঝতেই পারতেছেন। আমি কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। এই রমজান মাসে কিন্তু আমরা ইবাদতে ব্যস্ত থাকি। আর এর ভিতর দিয়ে কিন্তু আপনাদের মাঝে আমি কাজ করতেছি। তো আমি ডাবের ফটোগ্রাফি করেছি। আসলেই এই গরমে কিন্তু ডাব শরীর জন্য খুবই উপকার।এই গরমে আর এই রমজান মাসে। আপনার যত বেশি বেশি পানি পান করব। তাহলে আমাদের শরীরটা আরো বেশি সুস্থ থাকবে। কারন এই গরমে কিন্তু শরীর থেকে কিন্তু ঘাম ঝরে। আর পানি যদি আমরা বেশি বেশি পান করি। তাহলে পানির কোন রকমের আমাদের শরীরে কোন ঘাটতি থাকবে না। আর বিশেষ করে ডাবের শরীলের জন্য অনেক উপকারিতা রয়েছে।অনেক সময় দেখা যায়। যখন আমাদের ডাব খুব খেতে ইচ্ছে করতেছে। আমরা হাট বাজারে কোন বাজার কেনা কোন পণ্য কিনতে যায়। তখন যদি ডাব খাবারের সময়ের যদি দাম শোনা হয়। তখন কিন্তু প্রচুর পরিমানে সেই ডাবের দাম শুনতে হয়। কিন্তু কোন উপায় নাই আমরা প্রায় খেয়ে থাকি। কিন্তু এর বেশি পরিমাণ দিয়ে কেনার চেয়ে যদি আমরা খুব সুন্দরভাবে বাড়িতে যদি গাছ লাগানো হয়। তাহলে এই বিষয়টা কিন্তু অনেক ভালো।কিন্তু আমরা গাছ লাগালে যে আমরা সেখান থেকে ফল পাব। কিন্তু সেই রকমই হতে পারে না। কিন্তু এর জন্য সময় দিতে হবে। সেই গাছের যত্ন নিতে হবে। শুধু দুই একটা গাছ লাগালে হবে না। তবে যদি আমাদের বেশি পরিমাণে জায়গা থাকে। খুব সুন্দর ভাবে শাড়ি বন্ধভাবে বেশি বেশি গাছ লাগানো উচিত। দেখবেন আপনি সময় দিয়েছেন এখান থেকে আপনি অনেক পরিমাণে ডাব পাবেন। দেখবেন যে আপনার এতগুলো ডাব আপনার খেতে লাগবে না। আপনি ইচ্ছে করলে বাজারে বিক্রয় করে টাকা উপার্জন করতে পারবেন। কিন্তু এত দূর পর্যন্ত যেতে হলে কিন্তু সেই মানুষটা ধৈর্য ধরতে হবে। আর সেই মানুষটা কিন্তু আমরা।বাহিরের দেশের মানুষদেরকে দেখবেন। তারা কিন্তু কত যত্নবান তাদের যদি সামান্য পরিমাণ জায়গা থাকে। যে কোন রকমের ফলের গাছ কিন্তু সেই জায়গা দিতে রোপন করে। কারণ তার ধৈর্য রয়েছে সেই মানুষ তার আগ্রহ রয়েছে। সে নিজেকে মনে করে অবশ্যই সে একদিন। কিন্তু ফলের বাগান তৈরি করবে। আমাদের কিন্তু এই একটা ডাবের গাছ। আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি এই ডাবের গাছে ডাব ধরার অপেক্ষায়।
আপনার পোস্টে নারিকেল গাছের পিক দেখে বেশ ভালো লাগলো। গ্রাম অঞ্চলে নারিকেল গাছ অনেক বেশি থাকে। এই নারিকেলের কচি টাকে বলা হয় ডাব। গ্রাম অঞ্চল থেকে মানুষ এগুলো অল্প টাকায় কিনে নিয়ে শহরাঞ্চলে গিয়ে বেশ চওড়া টাকায় বিক্রি করে থাকে।