Handcrafted brooms and twig head hats market.

in blurt-188398 •  28 days ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. Today with another post. I hope this is my story of the day. You will like it very much. Handmade broom made of twigs.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আরও একটি পোস্ট নিয়ে। আমি আশা করব আমার আজকের দিনের গল্পটি। আপনাদের মাঝে অনেক ভালো লাগবে। হাতের তৈরি ঝাড়ু ডালি বাশ দিয়ে বানানো।

IMG_20241121_100702.jpg

You can see here. What a beautiful shop. A wide variety of brooms and brooms can be seen here in the shop. All these things are handmade. But they take a lot of time to make these products. And how hard they work to make these things. Because a lot of good money is earned from here. Because of which they work hard here.Products that can be seen. But they have worked hard to create this product. But they had to collect the bash first. From a village. But they have to buy this bus first. He then collected the remains and brought them home. The buses have to be cut and made in a very nice and thin way.Then slowly they started working. Then slowly he makes the products. And I think they work hard. And as a result of his hard work, they progress very quickly. But then they make head hats. And this hat is useful for many people.When farmers are far away. They go to work in agriculture. But then to get rid of the sun. This hat is on the head. And because of putting this hat on the head. But they get many benefits. And this hat is sold in large quantities. When these people take to the market. After making these products. But they also earn money by selling in large quantities.

আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কত সুন্দর ভাবে দোকান রয়েছে। এখানে দোকানে দেখা যাচ্ছে অনেক রকমের ঝাড়ু এবং ডালি। এইসব কিছুই কিন্তু ও হাতে তৈরি জিনিস। এই পণ্য তৈরি করতে কিন্তু ও তাদের অনেক সময় লাগে। এবং তারা কিন্তু এই জিনিসগুলো বানাতে কত পরিশ্রম করে থাকেন। কারণ এখান থেকে অনেক ভালো টাকা উপার্জন হয়। যার কারণে এখানে তারা অনেক পরিশ্রম করে থাকেন।যে পণ্যগুলো দেখতে পাচ্ছি। এই একটা পণ্য তৈরি করতে তাদের কিন্তু কঠোর পরিশ্রম হয়েছে। তাদেরকে কিন্তু আগে বাশ সংগ্রহ করতে হয়েছে। কোন এক গ্রাম থেকে। তাদের কিন্তু এই বাস আগে প্রথমে কিনে নিতে হয়। এরপর সে বাশগুলো সংগ্রহ করে বাড়িতে এনেছে। বাসগুলো কেটে খুব সুন্দর ভাবে চিকন ভাবে খিলোল তৈরি করতে হয়।এরপর ধীরে ধীরে তারা কাজ শুরু করে দেয়। তারপর ধীরে ধীরে সে পণ্যগুলো তৈরি করে থাকেন। আর আমি মনে করি তারা অনেক পরিশ্রম করে। আর তার পরিশ্রমের ফল অনেক দ্রুত তারা কাজ এগিয়ে যায়। তারপর কিন্তু তারা মাথার টুপি বানায়। আর এই মাথার টুপি কিন্তু অনেক মানুষের কাজে লাগে।যখন কৃষকেরা অনেক দূর-দূরান্ত। তারা কৃষি কাজ করতে যায়। তখন কিন্তু রোদ থেকে মুক্তি পাওয়ার জন্য। এই টুপি কিন্তু মাথায় দেয়। আর এই টুপি মাথায় দেওয়ার কারণে। তারা কিন্তু অনেক উপকার পেয়ে থাকে। আর এই টুপি কিন্তু প্রচুর পরিমাণে বিক্রয় হয়। যখন এই মানুষগুলো বাজারে নিয়ে যায়। এই পণ্যগুলো তৈরি করার পর। তারা কিন্তু প্রচুর পরিমাণে বিক্রয় করে টাকাও উপাজন করেন।

IMG_20241121_100708.jpg

IMG_20241121_100712.jpg

But here I can see a lot of brooms made. But we know how this broom is made. But we are all familiar with daub tree. And the leaves of the right tree. But from there this broom is made. And with this game. But many more can be made.To make a broom, you have to make a lot of toys. And many dab leaves have to be collected. Then these brooms can be made. However, the price of these brooms is very high. Many people have needs. And far to many countries these brooms reach.But life never stops. This business is also very beautiful. If you do business, that success will surely come one day. This business seems very good to me. Brooms are very easy to make. Making a broom is not a difficult task. Only the leaves of the dab tree should be collected. Then you have to collect Khilal from there. Then the work can be done.

এখানে কিন্তু অনেক পরিমাণে তৈরি করা ঝাড়ু দেখতে পাচ্ছি। এই ঝাড়ু কিন্তু আমরা কিন্তু জানি কিভাবে তৈরি হয়। আমরা কিন্তু সবাই ডাব গাছের সঙ্গে পরিচিত। আর ডান গাছের যে পাতা রয়েছে। সেখান থেকে কিন্তু এই ঝাড়ু তৈরি হয়। আর এই খিলোল দিয়ে। কিন্তু আরো অনেক পরিমাণে বানানো যায়।একটা ঝাড়ু তৈরি করতে গেলে অনেক পরিমাণে খেলোল তৈরি করতে হয়। এবং অনেক ডাব গাছের পাতা সংগ্রহ করতে হয়। তারপর এই ঝাড়ুগুলো তৈরি করা যায়। তবে এই ঝাড়ুগুলোর দাম কিন্তু অনেক পরিমাণে। অনেক মানুষের চাহিদা রয়েছে। এবং অনেক দেশ দুরন্ত পর্যন্ত কিন্তু এই ঝাড়ুগুলো পৌছে যায়।জীবন কিন্তু কখনো থেমে থাকে না। এই ব্যবসাটি ও কিন্তু অনেক সুন্দর। ব্যবসা করলে সেই সফলতা অবশ্যই একদিন আসবে। এই ব্যবসাটি আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। ঝাড়ু কিন্তু খুব সহজে তৈরি করা যায়। ঝাড়ু তৈরি করতে এমন কঠিন কোন কাজই না। শুধুমাত্র ডাব গাছের পাতা সংগ্রহ করতে হবে। তারপর সেখান থেকে সংগ্রহ করতে হবে খিলল। তাহলে সেই কাজ সম্পন্ন করা যাবে।

IMG_20241121_100729.jpg

If you work patiently, you will definitely be able to do it one day. And that work can be carried forward. I present to you a very nice post. You will like it very much. I hope I look good on this platform. This is how I work. And this is how I will work. And I love a lot.I have many dreams and many hopes. Will take this platform far. I will work here as long as I want. And everyone's love will be with me. And I will also give love to everyone. And I will call everyone to work patiently.I am looking at this platform. The users are gradually increasing here. And this is how I want to work with the users here. I am working as a moderator of this community and I will help everyone. May they work very well here.In today's era, people have many talents. They go a long way with small actions. We will learn them by watching those people. How are they moving forward? And how they are learning those small tasks. And we will try to meet them. But after we earn money from that small job. We will see because we have to continue like this.

ধৈর্য ধরে কাজ করলে সে কাজ অবশ্যই একদিন পারবেন। এবং সে কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আমি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে একটি পোস্ট উপস্থাপন করছি। আপনাদের অনেক ভালো লাগবে। আমি আশা করি আমি এই প্লাটফর্মে অনেক সুন্দর ভাবে। এভাবে আমি কাজ করে যাচ্ছি। আর এভাবে আমি কাজ করে যাব। আর আমি অনেক ভালবাসি।আমার অনেক স্বপ্ন এবং অনেক আশা রয়েছে। এই প্ল্যাটফর্মকে নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাব। আমি যতদিন ইচ্ছে এখানে আমি কাজ করবো। এবং সবার ভালোবাসা আমার কাছে থাকবে। এবং আমিও সবাইকে ভালোবাসা দিয়ে যাবে। এবং সবাইকে আমি ধৈর্য ধরে কাজ করার আহবান করবো।আমি এই প্লাটফর্মে দেখতেছি। যে এখানে ধীরে ধীরে ইউজার বাড়ছে। আর আমি চাই এখানে এভাবেই ইউজার তাদের সঙ্গে আমি কাজ করবো। আমি এই কমিউনিটির মডারেটর হয়ে কাজ করতেছি।এবং আমি সবাইকে সহযোগিতা করব। তারা যেন খুব ভালোভাবে এখানে কাজ করে।এখনকার যুগে মানুষের অনেক মেধা রয়েছে। ছোট ছোট কাজ দিয়ে তারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। আমরা তাদের সেই মানুষদের দেখেই শিখবো। তারা কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং তারা কিভাবে সে ছোট কাজ শিখতেছে। এবং তাদের দেখাদেখি আমরা করা চেষ্টা করব। তবে সে ছোট কাজ থেকে আমরা টাকা উপার্জন করার পর। দেখতে পাবো কারণ আমাদেরও এভাবে চলতে হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord