I went to the market to buy a goat for my niece's Akika.

in blurt-188398 •  2 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am here again today. About my beautiful post. Today I went to buy Akika goat for my nephew.

fotor_1730381079484.jpg

IMG_20241031_095726.jpg
A few days ago my niece was born in this world. It's been a long time since I saw you. But he has to do Akika. Then name it. And I will put a name that looks good. For that we have to do aqeeqah first. Today we have a big market here. I reached my father at the market.Then gradually we started liking goat. Since there is a lot of crowd here. And we have to buy goats from here. Because there are many brokers and many thieves. So we have to be careful and buy a goat here.

কয়েকদিন আগে আমার ভাতিজির এই পৃথিবীতে জন্ম হয়েছে। দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল। কিন্তু তার আকিকা করতে হবে। তারপরে তার নাম রাখতে হবে। এবং দেখেশুনে ভালো একটি নাম আমি রাখবো। তার জন্য আগে আমাদের আকিকা করতে হবে। আজকে আমাদের এখানে বড় একটি হাট রয়েছে। আমি আমার বাপ সে হাটে পৌছালাম।এরপর ধীরে ধীরে আমরা ছাগল পছন্দ করতে শুরু করলাম। যেহেতু এখানে অনেক মানুষের ভিড়। এবং আমাদেরকে দেখে শুনে এখান থেকে ছাগল কিনতে হবে। কারণ এখানে অনেক দালাল এবং অনেক চোর থাকে। তাই আমাদেরকে সতর্ক মেনে এখানে ভালো দেখে একটি ছাগল কিনতে হবে।

IMG_20241031_101445.jpg

IMG_20241031_101451.jpg
In any work we have to be careful. So we watch slowly for a long time. A goat is chosen and the cost of this goat is 7 thousand rupees.When the goat was killed, we took a rent of 300 taka. Since when we get out of this market. Then we will be caught. Because we bought this thing. I'm going to steal it. For which we will be checking. And if we show the paper then we will not have any problem.But there is a security system in the market since long ago. For which people have benefited a lot. If there is no such security then how will people earn money by buying and selling here. So I think there should be such security.Slowly we came out of the market. At that time we were given a check post. After we show you this paper. I left and came back to my house. Anyway you all pray for my Vasti. And if a man is born in this world. Aqeeqah is required for that.

যে কোন কাজেই আমাদেরকে সতর্ক মেনে করতে হবে। তাই আমরা অনেকটা সময় ধীরে ধীরে দেখে দেখে। একটি ছাগল পছন্দ হল এই ছাগলটির দাম হল ৭ হাজার টাকা।ছাগল কিনা হয়ে গেলে আমরা ৩০০ টাকা দিয়ে একটি খাজনা নিলাম। যেহেতু আমরা যখন এই হাট থেকে বের হব। তখন আমাদের ধরবে। কারণ আমরা কি এই জিনিসটা কিনে নিয়েছি। না চুরি করে নিয়ে যাচ্ছি। যার জন্য আমাদের চেকিং করা হবে। আর আমরা যদি কাগজটি দেখায় তাহলে আমাদের আর কোন সমস্যা হবে না।হাটে কিন্তু অনেক আগে থেকেই নিরাপদের ব্যবস্থা আছে। যার জন্য মানুষের অনেক সুবিধা হয়েছে। যদি এরকম নিরাপত্তা না থাকে তাহলে মানুষ কিভাবে এখানে বেচা কেনা করে টাকা উপার্জন করবে। তাই আমি মনে করি এরকমই নিরাপত্তা যেন থাকে।ধীরে ধীরে আমরা হাট থেকে বের হয়ে আসলাম। সেই সময় আমাদের চেকপোস্ট দিল। আমরা আমাদের এই কাগজটি দেখানোর পর। ছেড়ে দিল আমার বাড়িতে ফিরে আসলাম। যাইহোক আমার ভাস্তির জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং একজন মানুষ যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। তার জন্য আকিকা করা প্রয়োজন।

IMG_20241031_105805.jpg

I have presented it to you. For my niece. Akikar went to buy a goat. I have told you about that. However, let me follow your rules. I can stay with the platform for the rest of my life. And move forward very nicely. Because this platform will give a lot of good for every person, I think let's move forward more beautifully.To do something good from a place. Of course you have to do this with patience. Only then will you be strong from there. I think I will definitely succeed from here. Because if I work with their faith for a long time.

আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আমার ভাতিজির জন্য। আকিকার দেওয়ার ছাগল কিনতে গিয়েছিলাম। সেই সম্পর্কে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। যাইহোক আমি যেন আপনাদের এই নিয়ম অনুযায়ী। প্লাটফর্মের সঙ্গে সারা জীবন থাকতে পারি। এবং খুব সুন্দর ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কারণ এই প্লাটফর্মটি প্রতিটা মানুষের জন্য অনেক ভালো কিছু দিবে তার জন্য আমি মনে করি আরো সুন্দরভাবে আরো উপর দিকে এগিয়ে যাক।একটা জায়গা থেকে ভালো কিছু করতে হলে। অবশ্যই সেখানে ধৈর্য ধরে এ কাজ করতে হবে। তবেই আপনি সেখান থেকে সবল হবেন। আমি মনে করি আমাকে এখান থেকে অবশ্যই সফলতা অর্জন করতে দিবে। কারণ আমি যদি দীর্ঘদিন তাদের বিশ্বাসের সঙ্গে কাজ করবো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!