Beautiful photography in the nature of the village.

in blurt-188398 •  last month 

Hello friends hope you all are well. Alhamdulillah I am also very well. I am here with you with my photography post. I am among you again about some nature of my village. I will show through photos. Actually I grew up in the village since childhood. I love the village very much. Don't want to leave at all.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভাল আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।আমার ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আমি আপনাদের মাঝে আবারও আমার গ্রামের কিছু প্রাকৃতিক সম্পর্কে। ফটোর মাধ্যমে তুলে ধরব। আসলে আমি গ্রামে বড় হয়েছে ছোটবেলা থেকে। গ্রামকে আমি খুবই ভালোবাসি। একদমই ছাড়তে ইচ্ছে করে না।

IMG_20241011_071455.jpg

I will take some beautiful pictures today. This is why I woke up early in the morning. Then I went out. As I live in the village and took very beautiful pictures of the village. Early morning photography looks very beautiful. I have to work a little harder for those pictures. For that I went to land. There was no good sight.

আজকে অনেক সুন্দর কিছু ছবি উঠাবো। এই জন্য আমি খুব সকালেই ঘুম থেকে উঠেছি। এরপর আমি বাহিরে গেলাম। আমি যেহেতু গ্রামে থাকি আর গ্রামের খুব সুন্দর ছবি উঠালে। খুব সকালে ফটোগ্রাফি করলে খুব সুন্দর দেখায়। সেই ছবিগুলো জন্য আমাকে একটু পরিশ্রম করতে হবে। তার জন্য আমি জমির দিকে গেলাম। কোন ভালো দৃশ্য চোখে পড়লো না।

IMG_20241011_071513.jpg

It is very nice to see the sunrise in the morning. I just noticed. The creature is slowly coming out. Then I looked at the ground. I wonder if any of the smaller types get any flowers. Then after some searching I found a flower. I took that flower in my hand and took a picture with the sunrise. I think this picture is very beautiful. I have never taken such beautiful photography before.

সকালের সূর্যোদয় দেখতে অনেক ভালো লাগে। আমি শুধু দেখে লক্ষ্য করলাম। সৃয্য ধীরে ধীরে বের হচ্ছে। তারপর আমি মাটির দিকে লক্ষ্য করলাম। আমি কোন ছোট ধরনের কোন ফুল পায় কিনা। তারপর একটু খোঁজাখুঁজির পরে আমি একটি ফুল পেলাম। সে ফুলটি হাতে নিয়ে সূর্যোদয়ের সঙ্গে ছবি উঠালাম। আমার মনে হচ্ছে এই ছবিটি অনেক সুন্দর হয়েছে। আমি এর আগে কখনোই এত সুন্দর ফটোগ্রাফি করতে পারিনি।

IMG_20241011_070732.jpg

The peace of living in the village is different. Getting along with the people of the village. It is very nice to live in the village with the love of the village people. And the people of the village also like to plant these trees around. Because trees are our true friends. When we go outside when it's hot, the weather takes a lot of comfort. The reason for this peace is that the tree is my true friend. Let's all plant more trees together. A lot of peace will benefit the people of our country.

গ্রামের থাকার শান্তি আলাদা। গ্রামের মানুষের সঙ্গে মিলেমিশে থাকা। গ্রামের মানুষের ভালোবাসা নিয়ে গ্রামে বসবাস করতে অনেক ভালো লাগে। এবং গ্রামের মানুষ চার পাশে দিয়ে এই গাছপালা লাগাতেও অনেক পছন্দ করে। কারণ গাছ আমাদের প্রকৃত বন্ধু। আমাদের যখন গরম লাগে বাহিরে বের হলে আবহাওয়া জন্য অনেক শান্তি লাগে। এই শান্তির কারণ হচ্ছে গাছ আমার প্রকৃত বন্ধু। আসুন সবাই মিলে বেশি বেশি গাছপালা লাগায়। আমাদের দেশের মানুষের জন্য অনেক শান্তি উপকারে আসবে।

IMG_20241011_070941.jpg

I have uploaded another picture here. It has water on rice leaves very nicely. I tried to photograph the water by making it very small. It took me a long time to take this picture. Then I can take this picture. Actually when you try any work. Then you will definitely succeed in that. You have to work hard at that. I am very happy to be among you. I can present a post through such a beautiful picture.

আমি এখানে আরও একটি ছবি উঠিয়েছি। এটা ধানের পাতার ওপর খুবই সুন্দর ভাবে পানি রয়েছে। আমি পানিকে খুব সুন্দর ছোট্ট আকার করে আমি ছবি তোলার চেষ্টা করেছি। এই ছবি তুলতে আমার অনেকটা সময় লাগছে। তারপর আমি এই ছবিটি তুলতে পারছি। আসলে আপনি যখন কোন কাজ চেষ্টা করবেন। তখন সেটাতে আপনি অবশ্যই সফল হবেন। সেই কাজটিতে আপনাকে পরিশ্রম করতে হবে। আমি অনেকটা খুশি যে আপনাদের মাঝে। এত সুন্দর ছবির মাধ্যমে একটা পোস্ট উপস্থাপন করতে পারছি।

IMG_20241011_071409.jpg

Let the smile come on the faces of every people of village Bengal. Do they enjoy what they do. And because of them we live so beautifully. Because they plant rice very nicely with their own hands. The paddy comes to the house then it becomes rice from the paddy. And from there we get rice. I live in village let us learn something which will be useful in our life in future. No work in this world is small. We have to try everything. May you be well, be healthy, take love.

গ্রাম বাংলার মানুষের প্রতিটি মানুষের মুখে যেন হাসি আসুক। তারা কি যে কাজ করে অনেক আনন্দ পায়। আর তাদের জন্যই আমরা এত সুন্দরভাবে বেঁচে আছি। কারণ তারা নিজেদের হাতে খুব সুন্দর ভাবে ধান লাগায়। সে ধান ঘরে আসে তারপর সে ধান থেকে চাউল হয়। আর সেখান থেকে আমরা ভাত পেয়ে থাকি। আমি তো গ্রামে থাকি আসুন আমরা কিছু শিখি ভবিষ্যতে আমাদের জীবনে কাজে আসবে। এই পৃথিবীতে কোনো কাজই ছোট্ট না। সব কাজই আমাদের চেষ্টা করতে হবে। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নিন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!