I did my niece's aqika today.

in blurt-188398 •  2 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you today. Again with a nice post. My niece Akika finished today. I will tell you about that. I hope you like today's post.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আবার একটি সুন্দর পোস্ট নিয়ে। আমার ভাতিজি আকিকা আজকে সম্পন্ন শেষ করলাম। সেই সম্পর্কে আপনাদের মাঝে আমি তুলে ধরব। আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের এই পোস্ট।

IMG_20241101_082331.jpg

Alhamdulillah I woke up early today like every day. As today is my niece's birthday. And this goat must be slaughtered very quickly. Took all the process and everything for that. Then I bathed the goat. Then after some time the water dries up from the goat's body.Then the goat was prepared for slaughter. Here was my elder brother and my father and my uncle. Then they were slaughtered and then hung from a rope. Then the skin of the goat was gradually separated. I also helped at work. And also during my time I am doing a photography.

আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই আজকেও অনেক সকালেই ঘুম থেকে উঠলাম। যেহেতু আজকে আমার ভাতিজির আকিকা। এবং খুব দ্রুত করে এই ছাগলটি জবাই করতে হবে। তার জন্য সমস্ত প্রক্রিয়া এবং সবকিছু জোগাড় করে নিলাম। তারপর ছাগল গোসল করিয়ে দিলাম। তারপর কিছু সময় পরে ছাগলের গা থেকে পানি শুকিয়ে গেলে।এরপর ছাগল জবাই করার জন্য প্রস্তুতি নিলো। এখানে আমার বড় ভাই এবং আমার বাপ এবং আমার কাকা ছিল। তারপর জবাই করা হলো এরপর দড়ি দিয়ে উঁচু জায়গায় ঝোলানো হল। এরপর ধীরে ধীরে ছাগলের চামড়া আলাদা করা শুরু করা হলো। আমিও কাজে হেল্প করলাম। এবং সেই সঙ্গে আমার সময়ের ভিতর দিয়ে আমি একটি ফটোগ্রাফি করছি।

IMG_20241101_084826.jpg

IMG_20241101_085645.jpg

Then slowly the meat was started to be separated from the body of the goat. All these meats were then combined and weighed. After weighing all the meat there was eight and a half kilos of meat. Then from there we moved into three parts. Then a portion was donated to the poor and needy. and were given to their own relatives.Poor people are our neighbors. How to give meat to those who. Here we share them one by one. Count the number of houses we have here. Share it here then well after giving the meat here. I distributed this meat to every house.
Then we gave meat to my relatives. And We gave them what was left over. And so today was my activity and a very busy day. Which I liked a lot. And may my Vasti be a human being on earth. May Allah Taala grant him a good life. The name of the niece was Mahbuda Yasmin Chara.

এরপর ধীরে ধীরে ছাগলের শরীর থেকে মাংস আলাদা করতে শুরু করা হলো। তারপর এই সমস্ত মাংসগুলো একত্রিত করে ওজন করা হয়েছিল। মাংস সমস্ত ওজন করার পর সেখানে সাড়ে আট কেজি মাংস হয়েছিল। এরপর সেখান থেকে আমরা তিন ভাগে স্থানান্তর করলাম। তারপর একভাগ গরিব মিসকিন কে দান করা হলো। এবং নিজেদের আত্মীয়দের দেওয়া হয়েছিল।মিসকিন বলতে আমাদের প্রতিবেশী যারা রয়েছে। যাদেরকে যেভাবে মাংস দিতে হবে। এখানে আমরা একে একে ভাগ করে নিলাম। আমাদের এখানে যতগুলো বাড়ির রয়েছে সেগুলো গুনা গননা করে। এখানে ভাগ করে নিলাম তারপর ভালোভাবে এখানে মাংস দেওয়ার পর। আমি প্রতিটা বাড়িতে এ মাংস বিতরণ করে আসলাম।এরপর আমার আত্মীয় স্বজনদের আমরা মাংস দিয়ে আসলাম। এবং আরও বাকি যা ছিল তাদেরকেও আমরা দিয়ে এসেছি। এবং এইভাবে আজকে আমার কার্যক্রমটি এবং অনেক ব্যস্ত একটি দিন ছিল। যা আমার অনেক ভালো লেগেছিল। এবং আমার ভাস্তি যেন পৃথিবীতে মানুষ হয় এ।বং আল্লাহতালা তাকে যেন ভালো জীবন দান করেন। ভাতিজির নাম রাখা ছিল মাহবুদা ইয়াসমিন ছারা।

IMG_20241101_094914.jpg

IMG_20241101_095808.jpg

You will be well and be healthy. This is my post today. If you like it a lot. But definitely let me know through comments.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!