Chilli garden photography talks about the farmer.

in blurt-188398 •  2 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am again among you. With photography of chilli garden.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভাল আছি। আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। মরিচ বাগানের ফটোগ্রাফি নিয়ে।

IMG_20241009_170914.jpg

Today I went out in the afternoon. I meant to get out. For some good photography. I walked a long way. Then I saw a small pepper garden. Although the pepper garden is small, there are many pepper plants here. has Where the farmers have planted trees here in a very beautiful way. There are many farmers all over the country who earn their livelihood by growing vegetables.

আজকে আমি বিকেলে বাহিরে বের হয়েছিলাম। আমার বের হওয়ার উদ্দেশ্য ছিল। কিছু ভালো ফটোগ্রাফি করার জন্য। আমি হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত পৌছালাম। তারপর আমি দেখলাম একটি মরিচের ছোট্ট বাগান। মরিচের বাগান ছোট হলেও এখানে অনেকগুলো মরিচের গাছ। রয়েছে। যেখানে কৃষকেরা অনেক সুন্দর ভাবে এখানে গাছ রোপন করেছে। সারাদেশে অনেক কৃষকেরা আছে সবজি চাষ করে জীবিকা নির্বাহ করেন।

IMG_20241009_170915.jpg

IMG_20241009_170953.jpg

The biggest identity of the village people is a farmer who gets success from agriculture. He makes a lot of living. Can grow crops well. And we are moving forward like this. And if we are clean like this. If we grow crops like this in the garden. Then we will be able to export vegetables and peppers throughout the country, so we must do well with this in mind. We have to tend to the garden. So the people of our village cultivate very well.

গ্রামের মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো একজন কৃষক সে সফলতা অর্জন করে কৃষি থেকে। অনেক জীবিকা নির্বাহ করে সে। ভালোভাবে ফসল চাষ করতে পারে। আর আমরা এভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমরা যদি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। বাগানে এভাবে যদি আমরা ফসল চাষ করি। তাহলে সারা দেশে আমরা সবজি মরিচ রপ্তানি করতে পারবো তাই আমরা এদিকে লক্ষ্য রেখে অবশ্যই ভালো করতে হলে। আমাদের বাগানের দিকে লক্ষ্য রাখতে হবে। তাই আমাদের গ্রামের মানুষ অনেক সুন্দর চাষ করেন।

IMG_20241009_171026.jpg

IMG_20241009_171044.jpg

It is seen that there are many farmers. Most of them cultivate pepper. Because without this pepper we can never cook and eat food. So there are many people who earn a lot of money by cultivating this pepper. Many times it is seen that the price of pepper increases a lot. For that, the demand of so many people is on pepper cultivation.

দেখা যায় অনেক কৃষকেরা রয়েছে। বেশিরভাগই মরিচ চাষ করে থাকেন। কারণ এই মরিচ ছাড়া আমরা কখনো রান্না করে খাবার খেতে পারি না। তাই অনেক অনেক রয়েছে এই মরিচ চাষ করে অনেক বেশি টাকা উপার্জন করে থাকেন। অনেক সময় দেখা যায় মরিচের অনেক দাম বেড়ে যায়। তার জন্য এত মানুষের চাহিদা মরিচ চাষের ওপর।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!