Hello friends hope how are you all. I hope you are all well. I am here today to present you a very nice post. Let's not delay what is hidden inside my post. I will tell you openly.
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই কেমন আছেন। আমি আশা করব আপনারা সবাই ভাল আছেন। আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত আছি খুব সুন্দর ভাবে একটি পোস্ট উপস্থাপন করার জন্য। চলুন দেরি না করে আমার পোষ্টের ভিতর কি এমন লুকিয়ে আছে। আপনাদের সকলের সঙ্গে প্রকাশ করে বলবো।
A few days ago I collected these pictures. I haven't been able to post because I've been a bit busy. I am very sorry for that. All these pictures but I have collected from the vegetable garden. In fact, winter is upon us now. Due to which many people have grown vegetables in their land. And to earn something good from it. Going so far with so much effort.The image that appears first. Cauliflower is planted here. This cauliflower is very tasty to eat during winter. And it has many benefits for our body. And contains many vitamins. They sell in our village. These farmers are also far away. They sell wholesale.
কয়কদিন আগে আমি এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম। আমি একটু ব্যস্ত থাকার জন্য কোন পোস্ট করতে পারিনি। তার জন্য আমি খুবই দুঃখিত। এ সমস্ত ছবি কিন্তু আমি সবজির বাগান থেকে সংগ্রহ করেছি। আসলে এখন আমাদের মাঝে শীতকাল এসে গিয়েছে। যার কারণে অনেক মানুষ নিজেদের জমিতে সবজি চাষ করেছে। এবং সেখান থেকে ভালো কিছু উপার্জন করার জন্য। এত পরিশ্রম করে এতদূর পর্যন্ত এগিয়ে যাচ্ছে।প্রথমে যে ছবিটি দেখা যাচ্ছে। এখানে কিন্তু ফুলকপি লাগানো হয়েছে। শীতকালের সময়ে এ ফুলকপি খেতে কিন্তু অনেক সুস্বাদু। এবং আমাদের শরীরের জন্য অনেক উপকার রয়েছে। এবং অনেক ভিটামিন রয়েছে। আমাদের গ্রামে বিক্রি করে থাকেন। এই কৃষকেরা তাছাড়াও কিন্তু তারা অনেক দূর-দূরান্ত পর্যন্ত। পাইকারি ভাবে বিক্রি করে থাকেন।
But here I have collected more garden pictures. Here two people are collecting chillies from the garden. This garden is their own land, many pepper trees have been planted here. And because they have been taking care of it for a long time, the pepper plant has grown so quickly. Then collecting from there.Besides, there are brinjal trees and fim trees. All but these are winter vegetables. Which we love to eat. And the winters are really wonderful because of the new vegetables that are available. The people of the village after the farmers cultivate the land. When staying in the morning while walking around the village and selling. But then we can collect. From those people.To make life easier, you have to put in the hard work. But success can be achieved from there. As I can see here. The two people here are very old. But they know a lot about agricultural work. And because of that, they could grow so many crops on their land. I think our country is for these farmers. The smile on the faces of the farmers is so beautiful.I myself like to do agricultural work. I want to know about agricultural work like these people. I have to proceed with this work. Then I can do something good one day. And how to plant any crops. And how to take care but get a good harvest from it. I have to be patient and do something good.
এখানে কিন্তু আমি আরো বাগানের ছবি সংগ্রহ করেছি। এখানে দুইজন মানুষ বাগান থেকে মরিচ সংগ্রহ করতেছে। এ এই বাগান কিন্তু তাদেরই জমি এখানে অনেকগুলো মরিচের গাছ লাগানো হয়েছে। এবং তারা দীর্ঘদিন এখানে যত্ন করছেন তার কারণে এত তাড়াতাড়ি মরিচের গাছ বড় হয়েছে। এরপর সেখান থেকে সংগ্রহ করছে।এছাড়া রয়েছে এখানে বেগুনের গাছ ফিমের গাছ। সমস্তই কিন্তু এই শীতকালীন সবজি। যা আমরা খেতে খুব পছন্দ করি। আর শীতকালীন আসলে অসাধারণ লাগে নতুন নতুন যে সবজি যেগুলো ও পাওয়া যায়। গ্রামের যে মানুষেরা কৃষকেরা জমিতে চাষ করার পর। যখন সকালবেলা থাকতে থাকতে যখন গ্রামে ঘুরে ঘুরে বিক্রয় করে। তখন কিন্তু আমরা সংগ্রহ করতে পারি। সেই মানুষদের কাছ থেকে।জীবনকে সহজ করতে হলে কঠিন পরিশ্রমে আপনাকে নামতে হবে। তবে সেখান থেকে সফলতা অর্জন করা যায়। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে দুইজন মানুষের কিন্তু অনেক বয়স হয়ে গেছে। তারা কিন্তু কৃষি কাজ সম্পর্কে অনেক ভালো জানেন। আর তার কারণে তাদের জমিতে এত কিছু ফসল ফলাতে পারতেন। আমি মনে করি এই কৃষকদের জন্যই আমাদের দেশটা। এত সুন্দর ভাবে আছে কৃষকদের মুখে হাসি।আমি নিজেও কিন্তু কৃষি কাজ করতে অনেক পছন্দ করি। আমি এই মানুষদের মতো কৃষি কাজ ভালোভাবে সম্পর্কে জানতে হলে। আমাকে এইভাবে কাজ করে এগিয়ে যেতে হবে। তাহলে আমিও একদিন ভালো কিছু করতে পারবো। এবং কোন ফসল কিভাবে লাগাতে হবে। এবং কেমন যত্ন নিতে হবে তবে সেখান থেকে ভালো ফসল পাবো। আমাকে ধৈর্য ধরে একটি ভালো কিছু করতে হবে.।
You also see such a path. Agriculture is one such thing. You never have to look back. When you get to know the farmer well. But you will be very interested in this. When you have more land. There you will plant more and more crops. And there when the harvest will fill your mind. Then you will be very happy with the sale.Alhamdulillah for your love and support. Got the first dolphin very quickly. For the second time I achieved the Dolphin. I will continue my hard work. Today I have presented my post to you in a very beautiful way. Please forgive me if there is any mistake. Later on I will definitely try to present my post nicely again. And everyone here will try to move forward by working together.To keep my faith and trust. I have come this far. And the biggest reason. This platform has supported me very well. I hope you will support me better. Then I can move forward faster.
আপনারাও এরকম একটা পথ দেখেন। কৃষিকাজ এমন একটা জিনিস। কখনো আপনাকে ফিরে তাকাতে হবে না। যখন আপনি ভালোভাবে কৃষিকার সম্পর্কে জানতে পারবেন। তবে আপনি এদিকে অনেক আগ্রহ হয়ে পড়বেন। যখন আপনার জমি বেশি বেশি হবে। সেখানে আপনি বেশি বেশি ফসল লাগাবেন।এবং সেখানে যখন ফসল আপনার মন ভরিয়ে দেবে। তখন আপনি বিক্রি করে অনেক খুশি হবেন।আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ায়। খুব দ্রুতই প্রথম ডলফিন অর্জন করেছি। আমি দ্বিতীয়বারের মতো ডলফিন অর্জন করার জন্য। আমি আমার কষ্টের পরিশ্রম চালিয়ে যাব। আজকে আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে আমার পোস্ট তুলে ধরেছে। যদি কোন ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। পরবর্তীতে অবশ্যই আবারো সুন্দরভাবে আমার পোস্ট উপস্থাপন করার চেষ্টা করব। এবং সবাই এখানে মিলেমিশে কাজ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো।আমার বিশ্বাস এবং আস্থা রাখার জন্যই। আমি এত দূর পর্যন্ত পৌঁছাতে পারিছি। আর তার সবচেয়ে বড় কারণ।এই প্ল্যাটফর্ম আমাকে অনেক ভালোভাবে সাপোর্ট দিয়েছে। আমি আশা করি আরো ভালোভাবে আমাকে সাপোর্ট করবে। তাহলে আরো দ্রুত সামনের দিক এগিয়ে যেতে পারবো।
The pictures are very beautiful.
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ভাই।