Alhamdulillah how are you all? I hope you are very well. I have come to you after a long time. I apologize to you for my absence. Because my phone is broken. I was unable to post any of the submissions. Finally I raised the money. I bought a phone of my own choice. But for this I was able to appear among you. Hope this is my photography of the day. I will like it very much. Actually our village is very beautiful. This is the flower photography you see first. In fact, its flowers are very familiar to you. But now the mango season has come. And has arrived because of which we see flowers. That's why I'm so beautiful. I have such beautiful photography among you.Our Ramadan month is going on. But we ate four meals that morning. Then after the Fajr call. But our fasting begins. Since then no more food can be taken. At the end of the day, we can eat food if you give the Maghrib Azan. But today I enjoyed a lot of time all day. In the afternoon I went out to collect photography. I have always loved nature so much. So let's try to photograph some natural and natural beautiful environment. We must remember one thing. Whenever a person tries to make a beautiful photo. Then that person must be patient. I was just as patient as I was. Because if you do beautiful photography, you have to travel a lot. Otherwise, you will never see this beautiful etc.When I did the photography of mango blossoms. I didn't let the hand move very nicely. Whenever your hand moves. Never then you will not be able to take good photography. I've done a lot of long-speed photography. Here you can also see the sun. But I like the sun since long. I always want to share some beautiful photography on this platform. Because this platform has photography posts and many types of posts. For those who like it, I want this platform to like something nicer. I can present all that.
আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন। আমি আশা করব আপনারা অনেক ভাল আছেন। আমি দীর্ঘদিন পর আপনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি এতদিন না থাকার কারণে আপনাদের কাছে আমি দুঃখিত। কারণ আমার ফোন নষ্ট হয়ে যাওয়ার কারণে। আমি উপস্থাপন কোনভাবে কোন পোস্ট করতে পারিনি। অবশেষে আমি টাকা জোগাড় করে। আমি আমার নিজের পছন্দমত একটি ফোন কিনেছি। এই জন্য কিন্তু আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। আশা করব আমার আজকের এই দিনের ফটোগ্রাফি। অনেক ভালো লাগবে। আসলে আমাদের গ্রামটি অনেক সুন্দর। আপনারা এই প্রথমে যে ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। আসলে আপনাদের সঙ্গে এর ফুল অনেক পরিচিত। এখন কিন্তু আমের মৌসুম এসে গিয়েছে। আর এসে গিয়েছে যার কারণে আমরা ফুল দেখতে পাচ্ছি। এইজন্য কিন্তু আমি অনেক সুন্দর ভাবে। আমি আপনাদের মাঝে এত সুন্দর ফটোগ্রাফি করেছি।আমাদের রমজান মাস চলতেছে। আমরা কিন্তু সেই ভোরবেলা সময় চারটা খাবার খেয়ে। তারপর ফজরের আযান পর থেকেই। কিন্তু আমাদের রোজা শুরু হয়ে যায়। তারপর থেকে কিন্তু আর কোন খাবার গ্রহণ করা যাবে না। আবার সারাদিন শেষে কিন্তু মাগরিবের আজান দিলে আমরা খাবার খেতে পারি।। আজকে আমি কিন্তু সারাদিন অনেকটা সময় উপভোগ করার পর। বিকেল বেলা আমি ফটোগ্রাফি সংগ্রহ করার জন্য বের হলাম। আমি সবসময়ই প্রকৃতিকে অনেক ভালোবাসি। তাই কিছু ন্যাচারাল এবং প্রাকৃতিক সুন্দর পরিবেশ ফটোগ্রাফি করার চেষ্টা করি। একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যখনই কোন মানুষ সুন্দর ফটোটা করার চেষ্টা করবে। তাহলে সেই মানুষকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ঠিক আমিও এইরকম ভাবে ধৈর্য ধরে ছিলাম। কারণ সুন্দর ফটোগ্রাফি করলে অনেক ঘোরাফেরা করতে হয়। না হলে কখনো এই সুন্দর প্রকৃতি কখনো আপনার চোখে পড়বে না।আমের ফুলের ফটোগ্রাফি যখন আমি করেছিলাম। খুব সুন্দরভাবে হাত আসতে ধীরে কোনোভাবে আমি নড়াচড়া করতে দেইনি। যখনই আপনার হাত নড়াচড়া করবে। কখনোই তাহলে আপনি ভালো ফটোগ্রাফি করতে পারবেন না। আমি অনেক দীর্ঘ গতিতে আমি ফটোগ্রাফি করেছি। এখানে আপনারা সেই সঙ্গে সূর্য দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অনেক আগে থেকেই সূর্য পছন্দ করি। আমি সব সময় চাই এই প্লাটফর্মের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। কারণ এই প্লাটফর্মটি ফটোগ্রাফি পোস্ট এবং অনেক ধরনের পোস্ট রয়েছে। যেসব পছন্দ করে আমি চাই যেন এই প্লাটফর্মটি আরো সুন্দর কিছু পছন্দ করে। সেই সব যেন আমি উপস্থাপন করতে পারি।
আমি আরো ছবি সংগ্রহ করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলাম তারপর আরো অনেকটা সময় ঘোরাফেরা করলাম আমার বিকেল বেলা ঘুরতে অনেক ভালো লাগতেছিল কারণ আমাকে ঘোরাফেরা করে এ সময় কাটিয়ে দিতে হবে এরপর আমি ফুল কুড়িয়ে পেলাম। এই ফুলটি অন্যরকম দেখতে যা আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম। এই সুন্দর ফুলটি আমি গাছ থেকে সংগ্রহ করে হাতে নিয়ে খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করলাম। আসলে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই ফুল টি কারণ ছোট ছোট বাচ্চাদের সঙ্গে। ও আমি কিন্তু একসময় এইরকমই বাচ্চা ছিলাম। যাদের সঙ্গে আমি কিন্তু খেলাধুলা করতাম। ছোটবেলার মায়া এবং স্মৃতিগুলো কেউ কখনোই ভুলতে পারে না। আর যার কারণে আজকে আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। যখনই আমি কোন ছোট বাচ্চা তাদেরকে খেলাধুলা করতে দেখি। প্রতিটা মানুষের জীবনে কিন্তু সেই ছোটবেলা দিনগুলো মনে পড়ে যায়। আসলে পৃথিবীটা এরকমই চলে।আমার বিকেল বেলা এই সুন্দর প্রকৃতির মাঝে অনেক সুন্দর ছিল। যা আমি এই বিকেলবেলা কখনোই ভুলতে পারবো না।আসলে চারপাশে শুধুই গাছপালা সবুজ দিয়ে ভরে গিয়েছে। আসলে গ্রামের পরিবেশটাই এরকম গ্রামের মানুষ সব সময় সুন্দর পরিবেশটাকেই পছন্দ করে। আর সব সময় তারা চারপাশ দিয়ে গাছপালা লাগানোর চেষ্টা করে। আসলেই গাছপালার বেশি বেশি লাগানো উচিত। আমরা কিন্তু গাছপালা থেকেই অক্সিজেন পেয়ে থাকি। তাই আমরা গ্রামের মানুষ সব সময় গাছপালা লাগাতে পছন্দ করি। আর যখন গ্রীষ্মকাল আসে তখন কিন্তু প্রচণ্ড গরম হয়। আর সেই গরমের কারণে কিন্তু আমরা কিন্তু বাহিরে গিয়ে বসে থাকি। আর সেই গাছপালা কিন্তু যখনই নড়াচড়া করে। সেই গাছ থেকে কিন্তু আমরা বাতাস পেয়ে থাকি। সেই সময়ে কিন্তু আমাদের শরীরের প্রশান্তি আসে। কারণ আমরা অনেকটা আবহাওয়া এবং শরীরকে অনেক ঠান্ডা প্রবাহিত করতে পারি। আমরা গাছপালা থেকে কতটা উপকার পেয়ে থাকি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জানি কতটা উপকার করে আমাদের এই গাছপালা।আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে। যদি গ্রামের এই সুন্দর পরিবেশটাকে আরো ভালো কিছু করি। তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক শান্তিতে এমন বেঁচে থাকবে। কারণ আমরা কখনো এভাবে গাছপালা কেটে কখনো নষ্ট না করা উচিত । তাহলে পৃথিবীতে আরো মানুষ আছে সেই মানুষগুলো কত সুন্দর ভাবে বেঁচে থাকবে। আমরা সব সময় চাই। যেন আমাদের পৃথিবীটা আরো সব সময় যেন। সুন্দর পরিবেশ থাকে আর বিশেষ করে গ্রামের পরিবেশটা। যেন আরো সুন্দর থাকে গ্রামের কৃষকেরা তো সবসময় গাছপালায় লাগায়।
I started moving forward to collect more pictures and then wandered around for more time. I loved walking around in the afternoon because I got to spend this time wandering around and then I picked up the flowers. This flower looks different from the one we used to sport as kids. I collected this beautiful flower from the tree and photographed it very beautifully. Actually I remembered that childhood. This flower is because of small children. And I was once a child like this. With whom I used to play sports. One can never forget childhood illusions and memories. And because of which I remember those memories today. Whenever I see a small child they are playing. But those childhood days are remembered in every person's life. In fact, this is how the world works.My afternoon was very beautiful in this beautiful nature. Which I will never forget this afternoon. In fact, the surrounding is just filled with greenery. In fact, the environment of the village is such that the people of the village always like the beautiful environment. And all the time they try to plant trees around. Actually more plants should be planted. But we get oxygen from plants. So we village people always like to plant trees. And when summer comes, it is very hot. And because of that heat, we sit outside. And those plants but whenever they move. But we get air from that tree. But at that time our body calms down. Because we are exposed to a lot of weather and the body can flow a lot of cold. How many benefits do we get from plants? Every person in the world knows how much these plants benefit us.We are in harmony with each other. If we make this beautiful environment of the village better. Then every person will live like this in peace. Because we should never cut trees like this and never waste them. If there are more people in the world, how beautifully those people will live. We want all the time. As if our world were always more. There is a beautiful environment and especially the environment of the village. Village farmers always plant trees to make it more beautiful.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.