The story of an uncle in a coconut business.

in blurt-188398 •  14 days ago 

Hello friends hope you all are well Alhamdulillah I am very well. I've been away for a long time. I am present among you. I am sincerely sorry for taking so long. So today I will share with you. About a coconut merchant.

হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি অনেকদিন যাবত পর। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এতদিন ব্যাস্ত থাকার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। একজন নারকেল ব্যবসায়ী সম্পর্কে।

IMG_20241128_152007.jpg

Here you can see. An old uncle is selling coconuts. In fact, business does not depend on age. If you think that I will do this business one day I will achieve success. Then you can move towards success with any business.One acquires one's own intelligence and knowledge. You have to understand yourself. Doing any business can lead you to success. And move forward in that direction. And coconut business is not small. And this uncle is very old. But he has been doing business here for many years. And now it's winter. And that's why this man is starting the narcole business here in such a beautiful way. But you can do a lot of good things from there. And he is sitting here with that goal in mind.During these winter months, coconuts are sold in abundance. But there are many coconut trees in our country. And from there but these businessmen. Coconuts are bought at very low prices. And when we have a big heart sitting here during the week. Then these traders sit there with these coconuts. And besides, we have the city here. Coconuts are available there every day. There they are seen sitting with coconuts.

এখানে আপনারা দেখতে পাচ্ছেন। একজন বয়স চাচা নারকেল বিক্রি করছে। আসলে ব্যবসা কিন্তু বয়স দেখে হয় না। যদি আপনি চিন্তা ভাবনা করে দেখেন যে আমি এই ব্যবসা করবো একদিন সফলতা অর্জন করব। তাহলে আপনি যেকোনো ব্যবসা নিয়ে সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন।নিজের বুদ্ধি এবং জ্ঞান নিজেকে অর্জন করে। নিজেকে বুঝতে হবে। যে কোন ব্যবসা করলে নিজেকে সফলতা দিকে অর্জন করা যায়। আর সেই দিকে এগিয়ে যেতে হবে। আর নারকেলের ব্যবসাও কিন্তু ছোট না। আর এই চাচার কিন্তু অনেক বয়স হয়েছে। তবে অনেক বছর ধরে এখানে কিন্তু তিনি ব্যবসা করে আসতেছেন। আর এখন কিন্তু শীতকাল। আর তার জন্যই এই মানুষটি এত সুন্দর ভাবে এখানে নারকোলের ব্যবসা শুরু করছেন। সেখান থেকে কিন্তু অনেক ভালো কিছু করতে পারবে। আর সেই লক্ষ্য করে এখানে তিনি কিন্তু বসে রয়েছে।এই শীতের কয়েক মাস কিন্তু নারকেল কিন্তু প্রচুর বিক্রি হয়। আমাদের দেশে কিন্তু অনেক অনেক নারকেল গাছ আছে। আর সেখান থেকে কিন্তু এই ব্যবসায়ীরা। নারকেল খুব কম দামে কিনে নিয়ে আসে। আর যখন আমাদের এখানে সপ্তাহে বড় হার্ট বসে। তখন এই ব্যবসায়ীরা সেখানে এই নারকেল নিয়ে বসে থাকে। আর তাছাড়া কিন্তু আমাদের এখানে শহর রয়েছে। সেখানে কিন্তু প্রত্যেক দিনই নারকেল পাওয়া যায়। সেখানে তাদের দেখা যায় নারকেল নিয়ে বসে থাকতে।

IMG_20241128_152008.jpg

IMG_20241128_152009.jpg

I think the people of our country are very good. And they are making a good living. They will do better in the future. Because I have seen those people who are old. But many like to work in agriculture. And besides, they are often seen occasionally. There are many types of vegetables in the market. Moreover, there are many other types of products. He sits with them. And for that the people of our country are living very well.In order to survive in the world, life must be led towards struggle. How to live our lives. And how do we make a living? We have to live that way. Because if we work well. Then our body health will be very good through that activity. Always keep your body in shape, your body will be healthy.By looking at a person you have to choose to live that life. Because no one will come to help you all the time. Because you also have to learn from those people. That's how you make a living. So we should learn all kinds of work. Then we can do something better in the future. And especially in our life many things will go towards suffering.To do something good in life. Of course first we have to suffer and toil. Later, success in our life will surely come. And for that we have to suffer first. Just like this age uncle. As they work harder than before. Now maybe they are reducing the cycle. This is exactly how our life will go like this.

আমি করি আমাদের দেশের মানুষ অনেক ভালো আছে। আর তারা অনেক ভালো কিছু করে জীবিকা নির্বাহ করতেছে। ভবিষ্যতে তারা আরো ভালো কিছু করে দেখাবে। কারন আমি দেখেছি অনেক বয়সে গিয়েছে সেই মানুষগুলো। কিন্তু কৃষি কাজ করতে অনেক পছন্দ করে। আর তাছাড়াও কিন্তু তাদেরকে অনেক সময় মাঝে মাঝে দেখা যায়। যে বাজারে অনেক ধরনের সবজি। তাছাড়া আরো অনেক ধরনের পণ্য রয়েছে। সেইসব নিয়ে বসে থাকে। আর তার জন্য আমাদের দেশের মানুষ অনেক ভালোভাবে বেঁচে আছেন।পৃথিবীতে বেঁচে থাকতে হলে জীবনকে লড়াইয়ের দিকে এগিয়ে নিয়েযেতে হবে। কিভাবে আমাদের জীবনকে বেঁচে রাখব। আর কিভাবে আমরা জীবিকা নির্বাহ করব। সেই পথ আমাদেরকে বেঁচে নিতে হবে। কারণ যদি আমরা ভালোভাবে কাজকর্ম করি। তাহলে সে কাজকর্মার ভিতর দিয়ে আমাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। সব সময় নিজেদের শরীলকে দৌড়ে ওপর রাখতে হবে শরীর সুস্থ থাকবে।একটা মানুষকে দেখে আপনাকেও সেই জীবিকা নির্বাহ করা বেছে নিতে হবে। কারণ কেউ আপনাকে সব সময় সহযোগিতা করতে আসবে না। কারণ সেই মানুষের দেখে আপনাকেও শিখে নিতে হবে। যে আপনি কিভাবে জীবিকা নির্বাহ করবেন। তাই আমাদের উচিত সব রকমের কাজ শিখে রাখা উচিত। তাহলে ভবিষ্যতে আমরা ভালো কিছু করতে পারবো। আর বিশেষ করে আমাদের জীবনে অনেক কিছু কষ্টের দিক দিয়ে যাবে।জীবনে ভালো কিছু করতে হলে। অবশ্যই প্রথম প্রথম আমাদেরকে কষ্ট এবং পরিশ্রম করতে হবে। পরবর্তীতে অবশ্যই আমাদের জীবনের সফলতা অর্জন আসবে। আর তার জন্যই প্রথমে আমাদের কষ্ট করতে হবে। ঠিক যেমন এই বয়স চাচারা। তারা যেমন আগে পরিশ্রম বেশি করে। এখন হয়তো তারা পরিক্রম কম করতেছে। ঠিক এইরকমই আমাদের জীবনে এভাবে চলে যাবে।

IMG_20241128_152014.jpg

After a long time I have appeared among you. I shared my post. I hope you like my post very much. You will be healthy and well. I will definitely share my post again nicely later on. And in good health I will be with this platform. I hope this platform will surely bring us something good.We are slowly working with this platform. Surely success will come for us. And to do something good in one place. There is a bit of work to be done. And I think this platform is very good for me. And here many people will come slowly. And when more people will know about this platform. Then surely they will happily engage with the platform. And with faith they will work like us here.I am a moderator in a community on this platform because I have been given responsibility here. I will honor that trust. Because to gain faith there must be good. Gotta work and I'll do well here. As I have a responsibility here. Because of which I will tell everyone there that I will do something I will try my best. Bringing more people here. And tell them about this platform. That we can make some money here if we work like this. And we can do better from here in the future. And I from my own responsibility. I request all the users here to work well. As if here they work with faith.

অনেকদিন পর আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার পোস্ট শেয়ার করেছি। আমি আশা করব আমার পোস্টটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে। আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন। আমি অবশ্যই পরবর্তীতে আমি আবার সুন্দরভাবে আমার পোস্টটি শেয়ার করব। এবং সুস্থ শরীরে আমি এই প্লাটফর্মের সঙ্গে থাকবো। আমি আশা করি এই প্লাটফর্মটি অবশ্যই আমাদের মাঝে ভালো কিছু নিয়ে আসবে।এই প্লাটফর্মের সঙ্গে আমরা ধীরে ধীরে কাজ করতে থাকি। অবশ্যই আমাদের জন্য সফলতা আসবে। এবং একটা জায়গায় ভালো কিছু করতে হলে। সেখানে একটু পরিশ্রম করতে হয়। আর আমি মনে করি এ প্লাটফর্মকে আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আর এখানে অনেক মানুষ ধীরে ধীরে আসবে। আর এই প্লাটফর্মের সম্পর্কে যখন বেশি মানুষ জানবে। তখন অবশ্যই তারা খুশি হয়ে প্লাটফর্মের সঙ্গে জড়িত হয়ে পড়বে। এবং বিশ্বাসের সঙ্গে তারাও এখানে আমাদের মত কাজ করবে।আমি এই প্লাটফর্মের একটা কমিউনিটিতে মডারেটর দায়িত্বে রয়েছে কারণ আমাকে বিশ্বাস করে এখানে দায়িত্ব দেয়া হয়েছে। আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখবো। কারণ বিশ্বাস অর্জন করতে হলে সেখানে অবশ্যই ভালো হবে। কাজ করতে হবে আর আমি এখানে ভালো কিছু করব। যেহেতু আমাকে এখানে দায়িত্ব দেওয়ার রয়েছে। যার কারণে আমি সেখানে সবাইকে আমি ভালো কিছু করার কথা বলবোআমি নিজের চেষ্টার দিক দিয়ে চেষ্টা করবো। এখানে আরো মানুষকে আনার। এবং এই প্লাটফর্ম সম্পর্কে তাদের বলব। যে এখানে এইভাবে কাজ করলে আমরা এখান থেকে কিছু অর্থ উপার্জন করতে পারব। এবং ভবিষ্যতে এখান থেকেও আমরা ভালো কিছু করতে পারবো। এবং আমি আমার নিজের দায়িত্ব থেকে। এখানে যতই ইউজার রয়েছে তাদেরকে ভালোভাবে কাজ করার অনুরোধ করবো। যেন এখানে তারা বিশ্বাসের সঙ্গে কাজ করে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  12 days ago  ·  

অনেক সুন্দরভাবে নাইকেল ছলছে তো। বিষয়টা দেখে অনেক ভালো লাগলো। এবং আপনার পোস্টটা পড়েও অনেক ভালো লাগলো।

  ·  12 days ago  ·  

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর মন্তব্য করছেন। আমাদের সাথে অবশ্যই ডিসকটে যুক্ত থাকবেন। আপনাদের সবার পাশে থেকে সহযোগিতা করতে চাই।