I went to the market for poultry, sheep and goats.

in blurt-188398 •  29 days ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. Today with another new post. I hope this is my story of the day. You will like it very much. About poultry sheep and goats. I will show it to you.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে। আমি আশা করব আমার আজকের এই দিনের গল্পটি। আপনাদের মাঝে অনেক ভালো লাগবে। হাঁস মুরগি ভেড়া এবং ছাগল সম্পর্কে। আপনাদের মাঝে আমি তুলে ধরবো।

IMG_20241121_100929.jpg

I went to a market two days ago. But there are animals. Where many kinds of animals and birds come. People come from far and wide to buy these animals. Some come to buy chickens, some goats. And for comes here but you see a lot of things. And you can see the crowd of people. The people of the village keep the care. And from here they earn a lot of money. He takes care of them with great difficulty.How many thousands of people are seen here in the market. All these people are from the village. And most appear to be here to sell chickens. Because they come to this market one day every week to sell. Because there may be many laughing chickens in their house. And from there they make a lot of money. They keep so many poultry. But a lot of money can be earned from there. But there is a lot of work to be done.If money can be earned from Hansmurke. But it has a special function. But your home should be in rural area. And to have a very large space in the village house. It means that there should be space with a very large area inside the house. Where poultry can eat very well. And in this enclosed space they will roam and natural environment. Where Haas chickens will be able to roam around and eat insects. If this environment is needed, it is possible to raise Haas chickens. Another thing is that a big pond is needed for laughter. Because they live in ponds.

আমি গত দুদিন আগে একটি বাজারে গিয়েছিলাম। সেখানে কিন্তু পশুপাখির রয়েছে। যেখানে অনেক ধরনের পশু পাখি আসে। অনেক দূরত্ব থেকে মানুষ এই পশুপাখি কেনার জন্য আসেন। কেউ হাস কেনার জন্য আসে কেউ মুরগির কেউ ছাগল। এবং জন্য আসে এখানে কিন্তু আপনার অনেক কিছুই দেখতে পাচ্ছেন। এবং অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন।গ্রামের মানুষ লালন পালন করে থাকে। আর এখান থেকে কিন্তু তারা অনেক টাকা উপার্জন করে থাকে। তার জন্য অনেক কষ্ট করে এসব লালন পালন করে থাকেন।বাজারে এখানে কত হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে। এ সমস্ত মানুষ কিন্তু গ্রাম থেকে এসেছে। এবং বেশিরভাগ দেখা যাচ্ছে এখানে আস মুরগি বিক্রয় করার জন্য এসেছে। কারণ তারা প্রতি সপ্তাহে একদিন এই বাজারে আসে বিক্রয় করার জন্য। কারণ তাদের বাসায় হয়তো অনেক হাস মুরগি হয়েছে। এবং সেখান থেকে তারা অনেক টাকা উপার্জন করার জন্য। এতগুলো হাঁস মুরগি লালন পালন করে থাকেন। সেখান থেকে কিন্তু অনেক টাকা উপার্জন করা যায়। তবে সেখানে অনেক পরিশ্রম করতে হবে।যদি হাঁসমুরকে থেকে টাকা অর্জন করা যায়। তবে এর বিশেষ একটা কাজ রয়েছে। তবে আপনার গ্রাম অঞ্চলে বাড়ি হতে হবে। এবং গ্রামের বাড়িতে অনেক বড় একটি জায়গা থাকতে। মানে বাড়ির ভিতর অনেক বড় এরিয়া নিয়ে জায়গা থাকতে হবে। যেখানে হাঁস মুরগি অনেক ভালো ভাবে খাবার খেতে পারবে। এবং এই ঘেরা জায়গায় তারা ঘোরাফেরা করবে এবং প্রাকৃতিক পরিবেশ। যেখানে হাস মুরগি ঘোরাঘুরি সুবিধা হবে পোকামাকড় খেতে পারবে।এই পরিবেশ দরকার তাহলে হাস মুরগি পালন করা সম্ভব। আর একটা কথা হাসের জন্য বড় পুকুর প্রয়োজন। কারন তারা পুকুরে থাকে।

IMG_20241121_100930.jpg

IMG_20241121_101042.jpg

Here I am among you. Shared some more photos. Here you can see sheep and goats. If you like us. If goat rearing can earn good money. But raising goats can do a lot of good.People who come here to sell sheep and goats. Its stars also come from the village. But they also earn money by rearing these sheep and goats. I think you can earn good money from sheep rearing. Because the problem of goats is appearing a little too much.But I saw especially. Our area and most of the people. Goat rearing. Because when these people are reared. Goes to the market to sell. But then the demand on this goat is more than many people. Because of which, even though there is a little more trouble, this goat is cherished. But I also like goat a lot. Because when this goat is taken outside it runs. But then it goes back. But that time is very good.I like the village people very much for this. Because these people love animals and birds very much. And when the animals are bought. To cherish. Those animals are really cared for very carefully. Just like I nurture like this. Because I also have a cow at home. I love him very much.God is creating these creatures. We will cherish them. And we slaughter them and eat them. And when we bought from the market. Not to make them suffer but to feed them well and nurture them well. And when we need to sell, we get money by selling them. And this is why we will never hurt them. They should be nurtured very carefully.

এখানে আমি আপনাদের মাঝে। আরও কিছু ছবি শেয়ার করেছে। এখানে ভেড়া ছাগল দেখতে পাচ্ছেন। যদি আপনি আমাদের মনে হয়। যদি ছাগল লালন পালন করে ভালো টাকা ইনকাম করা যায়। তবে ছাগল লালন পালন করলেও অনেক ভালো কিছু করা যায়। এখানে যে মানুষগুলো ভেড়া ছাগল বিক্রয় করার জন্য এসেছে। এর তারাও কিন্তু গ্রাম থেকে এসেছে। তারাও কিন্তু এই ভেড়া ছাগল লালন পালন করে টাকা উপার্জন করে থাকেন। আমার মনে হয় ভেড়া লালন পালন করলেই সেখান থেকে অনেক ভালো টাকা উপার্জন করা যায় । কারণ ছাগলের ঝামেলা একটু বেশি অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে।কিন্তু আমি বিশেষ করে দেখেছি। আমাদের এলাকা ও অনেক বেশিরভাগ মানুষই। ছাগল লালন পালন করে থাকে। কারণ যখন এই মানুষগুলো লালন পালন করার পর। বাজারে বিক্রি করার জন্য যায়। তখন কিন্তু এই ছাগলের ওপরে চাহিদা অনেক মানুষের বেশি। যার কারণে একটু ঝামেলা বেশি হলেও এই ছাগলই কিন্তু লালন পালন করে থাকেন। তবে আমিও অনেক বেশি পছন্দ করি ছাগল। কারণ এ ছাগলকে যখন বাইরে নিয়ে দৌড়ে যায়। তখন কিন্তু পিছে পিছে যায়। সেই সময় কিন্তু অনেক ভালো লাগে।গ্রামের মানুষকে এই জন্য আমার অনেক ভালো লাগে। কারণ এই মানুষগুলো পশু পাখিদের কে অনেক ভালবাসেন। এবং প্রাণীদেরকে যখন কিনে নিয়ে আসে। লালন পালন করার জন্য। সেই প্রাণীদেরকে সত্যিই খুবই যত্নশীল ভাবে লালন পালন করে থাকেন। ঠিক যেমন আমিও এইভাবে লালন পালন করে থাকি। কারণ আমার বাড়িতেও একটি গরু আছে। আমি তাকে অনেক ভালোবাসি।সৃষ্টিকর্তা এই প্রাণীদেরকে সৃষ্টি করছেন। আমরা তাদেরকে লালন পালন করব বলে। এবং তাদেরকে কিন্তু জবাই করে আমরা খেয়ে থাকি। আর আমরা যখন বাজার থেকে কিনে আনি। তাদেরকে কষ্ট দেওয়ার জন্য না তাদেরকে ভালোভাবে খাবার খাইয়ে ভালোভাবে লালন পালন করার জন্য। আবার যখন বিক্রি করার দরকা র তখন কিন্তু তাদেরকে বিক্রয় করে আমরা কিন্তু টাকা পেয়ে থাকি। আর এই জন্যই আমরা তাদেরকে কখনোই কষ্ট দিব না। তাদেরকে খুব যত্নশীল ভাবে লালন পালন করা উচিত।

IMG_20241121_101045.jpg

IMG_20241121_101138.jpg

IMG_20241121_101329.jpg

IMG_20241121_101555.jpg

IMG_20241121_101607.jpg

If you love animals. He will also be your true friend. That's how I can be a true friend. I don't know, but I will try to make real friends with animals. Maybe I can meet one day.I am very good at animals among you. I have presented it to you. If I have any mistakes. Then surely forgive me. You must when you nurture animals. Be sure to take care of them. But you can do much better. Because if you nurture them well, you can definitely achieve success from there. And I have tried to present it to you in a very beautiful way. I will try my best.I love this platform so much. And I have a big dream about this platform. I will go far. And as many users and members and people here with me. We want to do something good with them. We will work here together. And if we work together, we can do something good. And I will work here in faith. And try to get them to believe here. Because everyone loves me here. And with this love of mine. I will work with you all my life here.

যদি আপনি প্রাণীদেরকে ভালবাসেন। সেও কিন্তু আপনার প্রকৃত বন্ধু হবে। আমি এইরকমই একজন প্রকৃত বন্ধু হতে পারব। কিনা জানিনা তবে আমি চেষ্টা করব আমার থেকে এরকম প্রকৃত বন্ধু যেন প্রাণীদের সঙ্গে হয। আমি একদিন মিলিত হতে পারবো হয়তো।আমি আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে প্রাণীদেরকে সম্পর্কে। আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আমার যদি কোন ভুল-কুটি হয়ে থাকে। তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা অবশ্যই যখন প্রাণীদেরকে লালন পালন করবেন। অবশ্যই তাদের যত্নশীল হবেন। তবে আপনি অনেক ভাল কিছু করতে পারবেন। কারণ তাদেরকে ভালোভাবে লালন পালন করলে অবশ্যই সেখান থেকে সফলতা অর্জন করা যায়। আর আমি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আমি আমার সাফল্যের দিক দিয়ে চেষ্টা করবো।আমি এই প্লাটফর্মকে অনেক ভালোবাসি। আর এই প্ল্যাটফর্ম নিয়ে আমার অনেক বড় একটি স্বপ্ন রয়েছে। অনেক দূর পর্যন্ত আমি এগিয়ে যাব। আর আমার সঙ্গে যত এখানে ইউজার এবং সদস্য এবং মানুষ রয়েছে। তাদেরকে নিয়ে অনেক ভালো কিছু করার ইচ্ছে রয়েছে আমরা একসঙ্গে এখানে কাজ করবো।আর মিলেমিশে কাজ করলে অনেক ভালো কিছু করা যাবে। আর আমি এখানে বিশ্বাসের সঙ্গে কাজ করব। এবং তাদেরকে এখানেই বিশ্বাসের অর্জন করার চেষ্টা করাবো। কারণ এখানে আমাকে অনেক ভালবাসেন সবাই। আর আমার এই ভালোবাসা দিয়ে। আমি আপনাদের সঙ্গে সারা জীবন এখানে কাজ করবো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!