Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. Today I am again among you. Since I was busy for a few days. I will share a little night travel story from a few days back. Which I'm doing a bit of market wandering. And how hard the people of this winter are doing business here.
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যেহেতু কয়দিন ব্যস্ত ছিলাম। আমি কয়েকদিন আগে একটি ছোট্ট একটি রাতের ভ্রমন গল্প শেয়ার করব। যা আমি বাজারে একটু ঘোরাফেরা করছি। আর এই শীতকালির মানুষ কত কষ্ট করে এখানে তারা ব্যবসা করছে।
We will have a few months of winter. And for that we need to wear winter clothes. So anyway I went traveling a few days ago. Our city and I love to travel mostly at night. So my trip that day was very good. So you can see the winter. How hard people work to make a living. Here they are sitting with vegetables. In fact, if people do not make a living. Then they will never be able to lift food into their stomach.This is why you have to make a living even if it's hard. Then the man will buy food again and take it to his family.That's what I'm aiming for here. Only these people are working so hard for his family. So much so that the family can stay very well. Their smile can see the mind. And for that they look so beautiful on the side of the road in this winter. He is making a living by doing business with the shop. To feed his family well. And this winter can gift them some good clothes.
আমাদের মাঝে কয়েক মাস শীত থাকবে। আর তার জন্য আমাদের শীতের কাপড় পড়তে হবে। তো যাই হোক আমি কয়েকদিন আগে ভ্রমণ করতে গিয়েছিলাম। আমাদের শহর আর আমি রাতের বেলায় বেশিরভাগ ভ্রমণ করতে অনেক ভালোবাসি। তো আমার সেই দিনের ভ্রমণটি অনেক ভালো ছিল। তো শীতকালীন দেখতে পাচ্ছেন। মানুষ কত কষ্ট করে জীবিকা নির্বাহ করার জন্য। এখানে তারা সবজি নিয়ে বসে আছেন। আসলে মানুষ যদি জীবিকা নির্বাহ না করে। তাহলে তারা কখনোই নিজের পেটে খাবার তুলে ধরতে পারবে না।এইজন্য কষ্ট করে হলেও জীবিকা নির্বাহ করতে হবে। এরপর সে মানুষ আবার খাবার কিনবে তারপর নিজের পরিবারের জন্য নিয়ে যাবে।আমি এখানে যা লক্ষ্য করতেছি। শুধুমাত্র এই মানুষগুলো তার পরিবারের জন্য এত পরিশ্রম করতেছে। এত রাত পর্যন্ত যা পরিবার যেন খুব ভালোভাবে থাকতে পারে। তাদের হাসি মন গুলো দেখতে পারে। আর তার জন্য এত সুন্দর ভাবে তারা এই শীতের ভেতর রাস্তার পাশের। দোকান দিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেছে। যেন তার পরিবারকে ভালোভাবে খাওয়া তুলে দিতে পারে। এবং এই শীতকালীন তাদের ভালো কিছু কাপড় উপহার দিতে পারে।
Here I have collected more pictures. As you can see there are street stalls which are very popular with winter people. But there is a lot being sold here. I also ate from here. Which I like very much. They are earning a lot of money by doing business. When this winter is gone other business will do.People can go far if they work hard. Only people need patience and if a small business can continue that business for a long time. But surely he can earn very well from there. Gradually he has to earn money from there and deposit it.Don't belittle people in any business. You will trade with any money. Just like how many helpless and poor people are here on the side of the road. But here they are doing business. But they have slowly progressed far. Just as I also work at Inverta. Once my salary was very low.
এখানে আমি আরো ছবি সংগ্রহ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তার পাশে লোকটি পিঠা দোকান রয়েছে যা শীতকালীন মানুষের খুবই পছন্দ। এখানে কিন্তু প্রচুর বিক্রি করা হচ্ছে। আমিও এখান থেকে খেয়েছিলাম। যা আমার অনেক ভালো লাগছে। ব্যবসা করে তারা অনেক ভালো টাকা উপার্জন করে যাচ্ছে। যখন এই শীতকাল চলে যাবে অন্য ব্যাবসা করবে।মানুষ কিন্তু পরিশ্রম করলে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। শুধু মানুষের ধৈর্য প্রয়োজন আর ছোট্ট একটি ব্যবসা করে সেই ব্যবসার যদি দীর্ঘদিন চালিয়ে যায়। তবে অবশ্যই সেখান থেকে তিনি অনেক ভালো উপার্জন করতে পারবে। ধীরে ধীরে ধীরে ধীরে তাকে সেখান থেকে অর্থ উপার্জন করে জমা রাখতে হবে।কোন ব্যবসায় মানুষের কাছে ছোট মনে করবেন না। যেকোনো একটা অর্থ দিয়ে আপনি ব্যবসা করবেন। ঠিক যেমন এখানে রাস্তার পাশে কত অসহায় এবং অনেক গরীব মানুষ। এখানে কিন্তু তারা ব্যবসা করে খাচ্ছেন। তারা কিন্তু ধীরে ধীরে অনেক দূর পর্যন্ত এগিয়েছেন। ঠিক যেমন আমিও ইনভার্টাতে কাজ করি। একসময় আমার বেতন অনেক কম ছিল।
But then my salary started increasing slowly. I have come a long way since then. Just like this but a man has to go far. Never be left behind.I think that the people who are doing business with shops on the street. Just one day they will be able to fulfill their heart's desire. Because they work hard here to make a living. And their hopes will surely be fulfilled, no human being will be left behind. All they need is a little trouble and effort. Only then can you achieve success. Many people I have seen have come a long way.The tea shop looks like a beautiful environment. It seems quieter than winter. And no matter how cold it is. What a beautiful environment I think. Still wearing winter clothes and drinking tea here.If people get a nice environment shop like this. Then people need nothing else. Here they will find many loved ones.When we develop such a beautiful love in this city. All people develop loving relationships with each other. Many shopkeepers do business here. Will develop very well. And people will love people. And a very good relationship will develop with each other. And many poor people are doing business here. They will have many advantages.This is our pure gold Bangladesh. How much more beautiful a golden bangla will become. People want to live here in a beautiful environment. The people of foreign countries will think that the people of our country are very good. And we have to accept this good. And like this we have to go on for the rest of our lives. I can continue like this. Gradually, a more beautiful Sonar Bangla will develop in the future.If we want to build such a beautiful golden Bangladesh. But we have to build this city in a beautiful environment. And we should always keep the city clean. And such a beautiful crowd of people in such a beautiful winter. And with such a crowd, the city should always be kept clean. Then the people of the country will be very healthy.
এরপর কিন্তু আমার ধীরে ধীরে বেতন বাড়তে শুরু করেছিল। তারপর থেকে আমি অনেক দূর পর্যন্ত আসতে পেরেছি। ঠিক এভাবেই কিন্তু একটা মানুষকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে হবে। কখনোই পিছনে পড়ে থাকা যাবে না।মনে করি যে রাস্তায় যেসব মানুষগুলো দোকান দিয়ে ব্যবসা করতেছেন। ঠিক একদিন তারা তাদের মনের ইচ্ছে পূরণ করতে পারবে। কারণ তারা এখানে অনেক পরিশ্রম করে তারা জীবিকা নির্বাহ করতেছে। আর তাদের আশা অবশ্যই পূরণ হবে পৃথিবীতে কোন মানুষই পিছিয়ে থাকবে না। তাদের একটু প্রয়োজন শুধু কষ্ট এবং পরিশ্রম। তাহলেই সেই সফলতা অর্জন করতে পারবে। আমার চোখে দেখা অনেক মানুষ অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে।চায়ের দোকান দেখা যাচ্ছে কত সুন্দর একটি পরিবেশ। নিরিবিলি দেখা যাচ্ছে যতই শীতকাল হোক। আর যতই ঠান্ডা হোক। কত সুন্দর একটা পরিবেশ আমার মনে হচ্ছে। এখানে তবুও শীতের কাপড় গায়ে দিয়ে চা খাচ্ছে।এভাবে মানুষ যদি সুন্দর একটা পরিবেশের দোকান পায়। তাহলে মানুষের অন্য কিছুই লাগবে না। এখানে তাদের অনেক ভালোবাসার মানুষ পাবে।আমাদের এই শহরে এত সুন্দর একটি ভালবাসা গড়ে উঠলে। সমস্ত মানুষ একে অপরের সঙ্গে ভালোবাসার সম্পর্কের গড়ে তুললে। এখানে অনেক দোকানদারের ব্যবসা করে। অনেক ভালোভাবে গড়ে উঠবে। আর মানুষ মানুষকেই তো ভালবাসবে। এবং একে অপরের সঙ্গে অনেক ভালো একটি সম্পর্ক গড়ে উঠবে। আর এখানে অনেক গরিব মানুষেরা ব্যাবসা করছে। তাদের অনেক সুবিধা হবে।আমাদের এই খাঁটি সোনার বাংলাদেশ। আরও কত সুন্দর একটি সোনার বাংলা হয়ে উঠবে। যে মানুষ কত সুন্দর ভাবে এখানে সুন্দর একটি পরিবেশে মানুষ বসবাস করতে চাই। বাইরের দেশের মানুষ আসলেও মনে করবে আমাদের দেশের মানুষরা অনেক ভালো ভালো। আর এই ভালোটাই আমাদের মানতে হবে। আর এভাবে আমাদের চলতে হবে যেন সারা জীবন। এভাবে যেন চলতে পারি। ধীরে ধীরে ভবিষ্যতে আরো সুন্দর একটি গড়ে উঠবে সোনার বাংলা।আমরা যদি এত সুন্দর একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই। তবে আমাদের এই শহরটা সুন্দর একটা পরিবেশে গড়ে তুলতে হবে। এবং শহর আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আর এত সুন্দর শীতকালীন মানুষের এত সুন্দর ভিড়। আর এই রকম ভিড় থাকলে শহরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা উচিত। তাহলে দেশের মানুষ অনেক ভালো সুস্থ থাকবেন।
I have come this far for your love. And today I am one of my favorite travel stories. I have highlighted to you. You like it though. Definitely let me know through comments. And I have come here with my faith and I want to keep this faith in you for the rest of my life. And I am with my complete confidence. Got to work here well here. You will be well and stay healthy.I will try my best in every way. Here to tell more people about this platform. And if they know about this platform. Surely they will be interested to work on this platform. But the platform will be developed more beautifully. Let it grow up more beautifully. Everyone can do something good by working here.If all come together Ari takes the platform a long way. Then all the people on this platform will be very happy. That we have brought so far with great difficulty. And many people will happily do well here.
আপনাদের ভালোবাসার জন্যই আমি এত দূর পর্যন্ত এসেছি। আর আজকে আমি আমার পছন্দের একটি ভ্রমন গল্প। আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। যদিও আপনাদের ভালো লাগে। অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি এখানে আমার বিশ্বাস অর্জন নিয়ে আমি এখানে এসেছি আর আমার এই বিশ্বাসটি আপনাদের মাঝে সারা জীবন রাখতে চাই। আর আমি আমার সম্পূর্ণ আস্থা দিয়ে। এখানে ভালো ভাবে এখানে কাজ করতে যায়। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন।আমি সব দিক দিয়ে চেষ্টা করব আমার পক্ষ থেকে। এখানে আরো মানুষকে এই প্লাটফর্ম সম্পর্কে তাদের জানাবো। এবং এ প্লাটফর্মের সম্পর্কে তারা যদি জানতে পারে। অবশ্যই এ প্লাটফর্মে তারা কাজ করার জন্য আগ্রহ জাগবে। তবে প্ল্যাটফর্মকে আরো সুন্দরভাবে গড়ে উঠবে। আরো সুন্দরভাবে বড় করে গড়ে উঠুক। এখানে সবাই কাজ করে ভালো কিছু করতে পারবে।যদি সবাই একত্রিত হয় আরি প্লাটফর্মকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। তাহলে এই প্লাটফর্মের সমস্ত মানুষ অনেক খুশি হবে। যে আমরা অনেক কষ্ট করে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছি। এবং অনেক মানুষ এখানে খুশি হয়ে ভালো কাজ করবে।