Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. Today I am back among you. A short travel story. I went on a trip from here. Railway station is about 8 km away.
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি। ছোট্ট একটি ভ্রমণ গল্প নিয়ে। আমি ভ্রমন করতে গিয়েছিলাম আমাদের এখান থেকে। প্রায় ৮ কিলোমিটার দূরে রেল স্টেশন রয়েছে।
The day was Friday for us. This Friday feels very good. So time passed very nicely since morning. Then Friday prayer. I went to pay. I met Rafi and then told him. Have to go for a trip in the afternoon. He agreed and then we had dinner.We both walk slowly. I started going to the railway station. Then we saw some beautiful scenery around. In the village, through the village environment. If you go for a walk somewhere. This environment can never be forgotten.Two of us took a long walk for an hour. I did a lot of photography inside the village. Which I have shared with you. What a beautiful environment. Then I found my railway station. We both collected many pictures there too. Then we are waiting for the train for a long time.
দিনটি ছিল শুক্রবার আমাদের কাছে। এই শুক্রবার দিনটা অনেক ভালো লাগে। তাই খুব সুন্দরভাবে সকাল থেকে সময় কেটে গিয়েছে। তারপর জুমার নামাজ। আদায় করেতে যাই। রাফি সঙ্গে দেখা করেছিলাম তারপর তাকে বললাম। বিকেলে ভ্রমণ করতে যেতে হবে। সে রাজি হয়ে গেছে এরপর খাওয়া দাওয়া করেছি।আমরা দুইজন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে। রেলওয়ে স্টেশনে যেতে শুরু করলাম। তারপর আমরা আশেপাশে অনেক সুন্দর কিছু দৃশ্য দেখলাম। গ্রামে আসলে গ্রামের পরিবেশের ভিতর দিয়ে। যদি কোথাও হেঁটে চলে ভ্রমন করতে যাওয়া হয়। এ পরিবেশ টাকে কখনো ভোলা যায় না।দুইজন দীর্ঘ সময় নিয়ে এক ঘন্টা হাঁটাচলা করেছি। গ্রামের ভিতর দিয়ে অনেক কিছু ফটোগ্রাফি করেছি। যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কত সুন্দর একটি পরিবেশ। তারপর আমার রেল স্টেশন পেয়ে গেলাম। সেখানেও আমরা দুইজন অনেক ছবি সংগ্রহ করেছি। এরপর আমরা অনেকটা সময় নিয়ে রেলের জন্য অপেক্ষা করছি।
Finally the wait is successful. Then we saw the train. Then we stood here on the edge. Then the train passed between us. We took a picture. But it's a little blurry because the train is going so fast. But it doesn't matter. But I like it a lot. That I saw a train up close after a long time.I have never traveled by train in my life. But I have a desire. I will definitely travel by train one day. Every time I come to this station for a little stroll.That's when I regret that I will never forget that happy moment when traveling on this train. Because the person has never traveled by train. Desires must be awakened within him. That he must travel by train one day. In fact, it seems that the fun of train travel is different.
অবশেষে অপেক্ষা সম্পন্ন সফল হয়েছে। তারপর আমরা ট্রেন দেখতে পেলাম। তারপর আমরা এখানে এক ধারের দাঁড়িয়েছিলাম। তারপর আমাদের মাঝে দিয়ে ট্রেনটি চলে গেল। আমরা একটি ছবি উঠেছি। কিন্তু ট্রেন অনেক জোরে যাওয়ার কারণে একটু ঝাপসা হয়েছে। তবে কোন ব্যাপার না। তবে আমার অনেক ভালো লাগতেছে। যে আমার অনেকদিন পর কাছ থেকে ট্রেন দেখলাম।আমার জীবনের আমি কখনো কিন্তু ট্রেন ভ্রমন করিনি। তবে আমার ইচ্ছে রয়েছে। আমি অবশ্যই একদিন ট্রেন ভ্রমণ করব। আমি যখনই এই স্টেশনে একটু ঘোরাফেরা করার জন্য আসি।সেই সময়েই আমার আফসোস হয় যে কবে এই ট্রেন ভ্রমণ করব তখন সেই আনন্দ মুহূর্তটা আমি কখনোই ভুলতে পারবো না। কারণ যে ব্যক্তি কখনো ট্রেন ভ্রমন করেনি। তার ভিতরে অবশ্যই ইচ্ছা জাগ্রত হয়। যে সে অবশ্যই একদিন ট্রেন ভ্রমণ করবে। আসলে মনে হচ্ছে ট্রেন ভ্রমন করার মজাই আলাদা।
A visit to the railway station fascinated me as the afternoon atmosphere was cool and relaxing. Which has awakened many happy moments in the mind. I will like it very much. Because we have come a long way. It felt so good for him.
রেলস্টেশন ভ্রমণ আমাকে মুগ্ধ করে হয়েছি কারণ বিকেলের পরিবেশটা ঠান্ডা শিথিল ছিল। যা মনের ভিতর অনেক আনন্দ মুহূর্ত যার জাগ্রত হয়ে উঠেছে। অনেক ভালো লাগবে। কারণ অনেক দূর পর্যন্ত আমরা এখান পর্যন্ত হেঁটে এসেছি। তার জন্য এত ভালো লাগতেছে।
You will be well and be healthy. Later of course I again nicely. I will come with a travel story or other post. You will be well and be healthy. And take care of yourselves. I will try my whole life with this platform. Nice to work with you.
আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। পরবর্তীতে অবশ্যই আমি আবার সুন্দরভাবে। আমার একটি ভ্রমণ গল্প কিংবা অন্যরকম পোস্ট নিয়ে উপস্থিত হবো। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং নিজেদের খেয়াল রাখবেন। আমি এই প্লাটফর্মের সঙ্গে সারা জীবন ভরে চেষ্টা করব। ভালোভাবে আপনাদের সঙ্গে কাজ করা।
শুক্রবারের দিনটা প্রতিটা মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটা আমরা অনেক সুন্দর ভাবে পালন করার চেষ্টা করি। আপনি যেহেতু রেলওয়ে স্টেশনের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছেন, আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে।
আপনি জমি চাষ করার দুইটা ফটোগ্রাফি শেয়ার করেছেন। যেখানে তালগাছ গুলো অসাধারণ লাগছে। আপনার সুন্দর দিনের জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার প্রতিটা দিন এভাবেই ভালো কাটুক।