My childhood story.

in blurt-188398 •  9 days ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. Again with a nice post from me. In those lost days of my childhood. How I used to ride a bike will tell the story of riding a dirt road bike when I was a child.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আবারও আমার একটি সুন্দর পোস্ট নিয়ে। আমার সেই শৈশবকালের হারিয়ে যাওয়া দিনে। আমি কিভাবে সাইকেল চালায়তাম ছোট্ট বেলায় মাটির রাস্তা সাইকেল চালানোর গল্প তুলে ধরবো।

IMG_20241112_142415.jpg

IMG_20241112_142347.jpg

The childhood when we were young. What a beautiful time it was. I want to go back to my childhood. But that time will never come for us. But there was a time when we are here now. I often miss a lot. When we were a little older. Then we used to insist to our parents for cycling.Because of our stubbornness not to stop. He used to buy us bicycles. Then we used to run and learn to ride that bike. But at that time there was a dirt road between us. That road is crooked on the way to the village. How beautiful the trees were at that time.It took a long time to learn to ride a bicycle. Because some of our boys are smart. He learned very quickly. But there is no such boy left to be hurt anywhere. Blood was coming out from there. That's how I learned to ride that bike.

আমরা যখন ছোট ছিলাম সেই শৈশবকালের। সময়টা কত সুন্দর ছিল। ইচ্ছা করে সেই ছোটবেলায় আবার ফিরে যেতে। কিন্তু সেই সময়টা আমাদের জন্য কখনো আসবে না। কিন্তু একটা সময় ছিল সেই সময়টা আমরা এখন এসে। প্রায়ই অনেকটা মিস করে থাকি। যখন আমরা ছোট থেকে একটু বড় হয়েছিলাম। তারপর আমরা সাইকেল চালানোর জন্য বাবা মার কাছে জেদ করতাম।আমাদের জেদ না থামানোর কারণে। আমাদের সাইকেল কিনে দিত। এরপর আমরা সেই সাইকেল নিয়ে দৌড়ে গিয়ে চালানো শিখতাম। কিন্তু সেই সময়টা আমাদের মাঝে মাটির রাস্তা ছিল। সেই রাস্তা আঁকাবাঁকা গ্রামের মেঠো পথে। সেই সময়টা কত সুন্দর ছিল চারপাশ দিয়ে গাছপালা।সাইকেল চালানো শিখতে অনেকটা সময় লাগছিল। আমাদের কোন কোন ছেলে বুদ্ধিমান হওয়ার কারণে। সে খুব দ্রুত শিখে গিয়েছিল। কিন্তু এমন কোন ছেলে নেই কোন স্থানে আঘাত পাবার বাকি নেই। সেখান থেকে রক্ত বের হতো। এই ভাবে সেই সাইকেল চালানো শিখেছি।

IMG_20241112_142355.jpg

IMG_20241112_142415.jpg

When it's time to go to school. I got permission to take the bicycle. Then how beautifully I spent that time with my friends. Bringing the school bike back to school. Then when I got the afternoon time. Then cycle around. Only we roamed the dirt road at that time. But that time will never come again, that crooked road will never return between us.In this childhood but the dust of this earthen road. Our lives were dear. But once we played again and again in that dust. Even after our parents got angry. Because at that time I only understood dust and sand. And I didn't want to understand anything else. Because they were the joy of our life with sports.

যখন স্কুলে যাওয়ার সময়। সাইকেল নিয়ে যাওয়ার অনুমতি পেলাম। তারপর বন্ধুদের সঙ্গে সেই সময় টা কত সুন্দরভাবে কাটিয়েছি। স্কুলের সাইকেল নিয়ে যাওয়া আবার আসা। এরপর যখন বিকেলের সময় পেয়েছি। তখন সাইকেল নিয়ে ঘোরাফেরা। শুধুমাত্র আমরা সেই সময়ে মাটি রাস্তা ঘোরাফেরা করেছি। কিন্তু সেই সময়টা চাইলেও আর কখনো আসবে না সেই মাটির আঁকাবাকা রাস্তা আমাদের মাঝে আর ফিরবে না।এই শৈশবকালে কিন্তু এই মাটির রাস্তার ধুলাবালি। আমাদের প্রাণ প্রিয় ছিল। সেই ধুলোবালিতেই কিন্তু একসময় আমরা বারবার করেও আমরা খেলেছি। আমাদের মা-বাবার রেগে যাওয়ার পরেও। কারণ সেই সময়টা আমার শুধু ধুলো বালুকে বুঝতাম। আর অন্য কোন কিছুকে বুঝতে চাইতাম না। কারণ সেগুলো খেলাধুলা নিয়ে আমাদের জীবনের আনন্দ ছিল।

IMG_20241112_142425.jpg

IMG_20241112_142426.jpg

There are many people like me. Remembers that childhood. But even if you remember that day. The words of that day may still be memorable. He has his own chest. Just like I have inside. There is exactly one other person in life. And for having such words inside me. I have presented it to you. That was how my life happened.But there were no smartphones during that childhood. Because of that, no pictures or any kind of collection were kept. Those memories remain inside us after seeing the dirt road. That childhood incident will stay with us forever. You will be well and be healthy. Definitely some good posts from you next.

আমার মত হতো এরকম অনেকে আছে। সেই শৈশবকালের কথা মনে রাখে। কিন্তু সেই দিনের কথা মনে করলেও। সেই দিনের কথাগুলো হয়তো এখনো স্মৃতিময় হয়ে। তার নিজের বুকে রয়েছে। ঠিক যেমন আমার ভিতরে রয়েছে। ঠিক অন্য একটি মানুষের জীবনেও রয়েছে। আর আমার ভেতরে এরকম কথাগুলো থাকার জন্যই। আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। যে আমার জীবনের ঘটনা কেমন ছিল।সেই শৈশবকালে কিন্তু কোন রকমের স্মার্টফোন ছিল না। তার কারণে কোনো ছবি কিংবা কোনো রকম ভাবে সংগ্রহ করে রাখা হয়নি। সেই স্মৃতিগুলো মাটির রাস্তা দেখে আমাদের ভিতরের রয়ে গেছে। সেই শৈশব কালের ঘটনা আমাদের মাঝে চিরকাল হয়ে থাকবে। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। অবশ্যই পরবর্তীতে ভালো কিছু পোস্ট নিয়ে আপনাদের মাঝে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  9 days ago  ·  

The wonderful pictures of the village are very nice and the pictures of the village are very nice to see