I have photographed sheep eating grass.|26|11|2024

in blurt-188398 •  26 days ago  (edited)

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I have come to you today. About some photography. I hope this is my photography of the day. Hope you like it a lot.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে আমারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কিছু ফটোগ্রাফি সম্পর্কে নিয়ে। আমি আশা করব আমার আজকের দিনের এই ফটোগ্রাফি। আশা করি আপনার অনেক ভালো লাগবে।

IMG_20241125_123314.jpg

IMG_20241125_123246.jpg

I went out for photography. I just collected these pictures yesterday. Through my work. Since I work inside I take my time. Because I love this platform so much. For that I want to hold the platform. And I want to give gifts to you regularly.Some nature photography of my village. You will be very happy to receive the gift. Because I have been doing this among you for a long time. So I did photography. There are many people in our village, cows, goats and sheep. In this nature of our village brings out to feed on green grass. So I shared it with you. Photography of sheep feeding on grass.We have a lot of open fields here. For which the village people have many benefits. People who rear cows and goats. They bring this open field every morning and afternoon. And these goats satisfy their hunger by eating green grass. I also did sheep photography. Since I went to the field at the time. Here only sheep are seen.But many sheep are seen here. Small and big like mother feeds us food. Right here the lamb is eating here. Also his mother is here but takes care of them. Just like humans love human babies. This is exactly how this animal is loved by its parents. But these animals also grow this way.

আমি ফটোগ্রাফি করার জন্য বের হয়েছিলাম। আমি কিন্তু গতকালই এই ছবিগুলো সংগ্রহ করেছি। আমার কাজের ভিতর দিয়ে। যেহেতু আমি কাজের ভিতর দিয়ে আমি আমার সময়টা বের করি। যেহেতু আমি এই প্ল্যাটফর্মকে অনেক ভালোবাসি। তার জন্য আমি প্ল্যাটফর্মকে ধরে রাখতে চাই। আর আমি রেগুলার আপনাদের মাঝে উপহার দিতে চাই।আমার এই গ্রামের কিছু প্রকৃতির মাঝে ফটোগ্রাফি।। উপহার পেয়ে আপনারা অনেক খুশি হবেন। কারণ আমি আপনাদের মাঝে অনেকদিন যাবত ধরে এই কাজ করে আসতেছি। তো আমি ফটোগ্রাফি করেছিলাম।। আমাদের গ্রামে অনেক মানুষ রয়েছে গরু ছাগল ভেড়া। আমাদের গ্রামের এই প্রকৃতির মাঝে সবুজ ঘাস খাওয়ানোর জন্য বাহিরে নিয়ে আসে। তো আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। ভেড়া ঘাস খাওয়ানোর ফটোগ্রাফি।আমাদের এখানে অনেক বড় খোলা মাঠ রয়েছে। যার জন্য গ্রামের মানুষের অনেক সুবিধার রয়েছে। যে মানুষগুলো গরু ছাগল পালন করে থাকেন। তারা প্রতিদিন সকাল বিকাল এই খোলা মাঠে নিয়ে আসে। আর এই ছাগলগুলো তাদের ক্ষুধার্ত মিটায়ে সবুজ ঘাস খেয়ে। আমি সেই সঙ্গে ভেড়ার ফটোগ্রাফি করেছি। যেহেতু আমি যে সময় আমি মাঠে গিয়েছিলাম। এখানে শুধু ভেড়া দেখা যাচ্ছে।এখানে কিন্তু অনেকগুলো ভেড়া দেখা যাচ্ছে। ছোট বড় যেমন মা আমাদের খাবার খাওয়ায়। ঠিক এখানেও ভেড়ার বাচ্চা এখানে খাবার খাচ্ছে। সেইসঙ্গে তার মা এখানে কিন্তু তাদের যত্ন নিয়ে থাকে। ঠিক যেমন মানুষ মানুষের বাচ্চা আদর করে। এ এই পশুপাখির তার মা-বাবা আদর করে ঠিক এইভাবে। কিন্তু এই প্রাণীরাও বড় হয়ে থাকে এইভাবে।

IMG_20241125_123251.jpg

IMG_20241125_123257.jpg

These sheep give birth several times a year. That is why most of the village people. But these sheep and goats are earning a lot of money and at the same time, the real environment of the village is very beautiful to see.To raise cows, goats and poultry. But you have to suffer a little. From there, you can go far. Here is the man who is making this sheep and goat sweat. This person is also suffering a lot at one time. Then gradually so many of these lambs and sheep appear. I am very happy. That these people have come so far.Our Bangladeshi citizens are very good. And knows how to do a lot of work. Mostly in our country but there are many people. They study but they keep cows like this. But they are also making farming at home. Because even if they don't get jobs now. But they keep these cows and goats. He is making double income from there. Because there are many demands on it. If you can build such a big business. But you are from our country to another country. We can raise these cows and goats and sell them outside. But a lot of money comes from there.

এই ভেড়া গুলো কিন্তু ও বছরে কয়েকবার বাচ্চা দিয়ে থাকে। তার জন্যই বেশিরভাগ গ্রামের মানুষ। কিন্তু এই ভেড়া ছাগল লালন পালন করে অনেক টাকা উপার্জন করে থাকে আর সেই সঙ্গে কিন্তু গ্রামের প্রকৃত পরিবেশটা দেখতেও অনেক সুন্দর লাগে।গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করতেও। কিন্তু একটু কষ্ট করতে হয়। তারপর সেখান থেকেই কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায়। এখানে যে মানুষ এই ভেড়া ছাগলকে ঘাম খাওয়াচ্ছে। এই মানুষও একসময় অনেক কষ্ট করছেন। তারপর ধীরে ধীরে এতগুলো এই ভেড়ার বাচ্চা এবং ভেড়াগুলো দেখা যাচ্ছে। আমি অনেক খুশি হয়েছি। যে এই মানুষগুলো এত এসেছে।আমাদের বাংলাদেশের নাগরিকরা অনেক ভালো। এবং অনেক কাজ করতে জানে। বেশিরভাগ আমাদের দেশে কিন্তু অনেক মানুষ রয়েছে। তারা কিন্তু লেখাপড়া করে তারা কিন্তু এভাবে গরু পালন করে। তারা কিন্তু ও বাড়িতে ফার্মিং তৈরি করতেছে। কারণ তারা এখন চাকরি না পেলেও। তারা কিন্তু এই গরু ছাগল পালন করে। সেখান থেকে তার থেকে ডবল ইনকাম করতেছে। কারণ এর উপর অনেক চাহিদা রয়েছে। যদি আপনি এরকম বড় বিজনেস তৈরি করতে পারেন। তবে আপনি আমাদের এই দেশ থেকে অন্য দেশে। আমরা এই গরু ছাগল পালন করে বাইরে বিক্রি করে দিতে পারি। তবে সেখান থেকে অনেক টাকা আসে।

IMG_20241125_123259.jpg

IMG_20241125_123305.jpg

IMG_20241125_123308.jpg

IMG_20241125_123314.jpg

Let's move towards success in real life like this. People for people and people to do good things like this. We want to do something like this.Alhamdulillah I am working with this platform with faith. And I will earn this belief of mine. Definitely one day to move forward towards this success. You have to work a little. And I regularly create my beautiful content here. I will never take my offense here among you. Because I have been given the status of trust here. And I will work here like this. And more people will come with us. I want us to work with thousands of people here. And more people around the world will know about this platform. And if knows about this platform. They will also become very interested. That we have a very simple method.There are many people in the world who don't know about this platform through social media. Here we are from here through photography. We can earn some money. When you will gradually know. We will share Twitter. Then they will know about this from there. And we do them very easily. We can explain them about this platform.You will be well and be healthy. And lead a healthy life. I will surely appear among you again in a very beautiful way. And I will introduce you to my post. And will try to bring up something good. And from there all those people can learn very well.

বাস্তব জীবনটা এভাবে সাফল্যের দিকে এগিয়ে যাক। মানুষ মানুষের জন্য এবং মানুষ এভাবে ভালো কিছু করে যাক। আমরা চাই এরকম এরকম একটা আমরাও কিছু করবো।আলহামদুলিল্লাহ আমি এই প্লাটফর্মের সঙ্গে বিশ্বাসের সঙ্গে কাজ করতেছি। আর আমি আমার এই বিশ্বাস অর্জন করব। অবশ্যই একদিন এই সাফল্যের দিকে সামনে এগিয়ে যেতে। একটু পরিশ্রম করতে হবে। এবং আমি রেগুলার এখানে আমার সুন্দর কনটেন্ট তৈরি করতেছি। আপনাদের মাঝে আমি কখনো এখানে আমার অপরাধ অবলম্বন করব না। কারণ আমাকে এখানে বিশ্বাসের মর্যাদা দেওয়া হয়েছে। আর আমি এখানে এভাবে আমি কাজ করে যাব। এবং আমাদের সঙ্গে আরও মানুষ আসবে। আমি চাই এখানে হাজার হাজার মানুষকে নিয়ে আমরা কাজ করে যাই। এবং এই প্ল্যাটফম সম্পর্কে আরো সারা পৃথিবীর মানুষ জানবে। এবং এই প্ল্যাটফর্ম সম্পর্কে যদি জানে। তারাও অনেক আগ্রহী হয়ে উঠবে। যে আমাদের মাঝে অনেক সহজ একটি পদ্ধতি আছে।পৃথিবীর অনেক মানুষ রয়েছে যে এই প্লাটফর্মের সম্পর্কে জানে না।যে সামাজিক মিডিয়ার মাধ্যমে।। এখানে আমরা ফটোগ্রাফির মাধ্যমে এখান থেকে। আমরা কিছু টাকা উপার্জন করতে পারি। যখন ধীরে ধীরে জানতে পারবে। আমরা টুইটার শেয়ার করব। তাহলে সেখান থেকেই এই সম্পর্কে তারা জানবে। এবং তাদেরকে আমরা খুব সহজে। আমরা এ প্লাটফর্ম সম্পর্কে তাদেরকে আমরা বুঝাতে পারবো।আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সুস্থ জীবনকে এগিয়ে নিয়ে যান। আমি পরবর্তীতে অবশ্যই আবারো আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থিত হবো। এবং আমার পোস্ট নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব। এবং ভালো কিছু তুলে ধরার চেষ্টা করব। এবং সেখান থেকে তারা সব মানুষ অনেক ভালোভাবে শিখতে পারবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!