হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভাল আছি আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। পোষা প্রাণীদের সম্পর্ক নিয়ে। আপনারা এইরকম বাড়িতে পশুপাখি লালন পালন করে থাকেন।পৃথিবীতে নানান ধরনের পশু পাখির রয়েছে। যেসব বাড়িতে লালন পালন করে বড় করা হয়। সেই সব পশু প্রাণীদেরকে গৃহপালিত বলে থাকি। আমরা বেশি ভালবাসি আর যেগুলো গৃহপালিত হিসেবে বলে থাকি।আমরা কিন্তু এইসব পোষা প্রাণীদের বাড়িতে লালন পালন করার পর। যখন আমাদের টাকা প্রয়োজন হয়। তখন কিন্তু আমরা বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করে থাকি। এরপর সেখান থেকে কিন্তু আমাদের টাকা উপার্জন হয়ে থাকে। আমাদের সারা পৃথিবীতে কিন্তু সব। প্রায়ই মানুষই পশু প্রাণী লালন পালন করেন।খুবই সহজ একটি পদ্ধতির টাকা উপার্জন করার। যেগুলো প্রাণীদেরকে মানুষ কিনে নিয়ে নেয়। এবং যেগুলো জবাই করে খাওয়া দাওয়া করা যায়। সেইসব পশু প্রাণীদেরকে যদি পালন করে বিক্রয় করি। তাহলে সেখান থেকে অনেক টাকা হয়ে থাকে।
Hello friends I hope how are you all Alhamdulillah I am very well I have come to you today. About the relationship of pets. You keep animals in such a house.There are many kinds of animals and birds in the world. Homes that are nurtured and raised. All those animals are called domestic animals. We love more and what we call as pets.But after rearing these pets at home. When we need money. But then we take it to the market and sell it. After that, we earn money from there. But all over our world. It is often people who raise animals.A very easy way to earn money. Animals that are bought by humans. And those that can be slaughtered and eaten. If we keep those animals and sell them. Then a lot of money is made from there.
আপনারা সকলে জানেন যে আমি গ্রামে বড় হয়েছি। আর গ্রামের যে শিক্ষা আমি বড় হয়েছি। আমি সেই শিক্ষা নিয়েই আমি আরো উচ্চতরে যেতে চাই। তো যাই হোক আমরা কিন্তু পশু প্রাণীদেরকে লালন পালন করতে অনেক পছন্দ করি। তো আমি অনেক ছোটবেলায় থেকে দেখে আসতেছি। আমাদের বাড়িতে সব সময় গরু পালন করতে। আমার অনেক ভালো লাগে প্রাণীদের লালন পালন করতে।কয়েকমাস আগে আমার বাড়িতে এই বড় গরুটি। আমরা কিনে এনেছিলাম ৭০ হাজার টাকা দিয়ে। যদিও একটা গরু আমরা কিনে এনেছি। যদিও এখান থেকে যদি ভালো কিছু উপার্জন করা যেতে পারে। তবে তাকে কিন্তু ভালোভাবে খাবার খাওয়াতে হবে। ঠিক যেমন আমরা তিন বেলা খাবার খায়। আমাদের শরীর-স্বাস্থ্য ভালো রাখার জন্য।। ঠিক তেমন একটা প্রাণীদের থেকে যদি আপনি ভালো টাকা উপার্জন করতে চান। ঠিক এমনও তাকে লালন পালন করে ভালোভাবে খাবার খাওয়াতে হবে। না হলে কিন্তু সেই জিনিসটা কখনোই বড় হবে না।আপনি বাড়িতে যেকোনো প্রাণীদের লাল পালন করে না। কেন সেই প্রাণীকে অবশ্যই ভালোভাবে লালন পালন করে খাওয়াতে হবে। তাহলে সে প্রাণীটা অবশ্যই খুব সুন্দর ভাবে যত্ন সহকারে বড় হবে। এবং অনেক সুন্দর দেখাবে তাই আমাদের উচিত কখনোই প্রাণীদেরকে লালন পালন করার সময়। কষ্ট দিয়ে খাবার দেওয়া উচিত নয়। সব সময় তাদেরকে ভালোভাবে খাবার খাওয়াতে হবে। তাহলে সেই প্রাণীটা খুব দ্রুত বেড়ে উঠবে। আপনার মনটা অনেক ভালো হবে। যে আপনার ভিতরে অনেক আনন্দ আছে। আর এই আনন্দের ভিতর দিয়ে তাকে আপনি বড় করতেছেন।
You all know that I grew up in a village. And the village education I grew up with. I want to go higher with that education. Anyway, we like to take care of animals. So I have been watching since childhood. Always keep cows in our house. I like to take care of animals.A few months ago this big cow came to my house. We bought it for 70 thousand rupees. Although we bought a cow. Although something good can be earned from here. But he has to feed well. Just like we eat three meals a day. To keep our body and health good. Just like that if you want to earn good money from animals. Likewise, he should be nurtured and fed well. Otherwise, the thing will never grow.You do not keep any animals red at home. Why that animal must be well cared for and fed. Then that animal must grow up very nicely and carefully. And look very beautiful so we should never while rearing animals. Food should not be given with difficulty. They should always be well fed. Then that animal will grow very fast. Your mind will be much better. That you have so much joy inside. And you are raising him through this joy.
পৃথিবীতে এরকম অনেক মানুষ রয়েছে। যারা এরকম অনেক বড় বড় গরুর ফার্মিং দিয়েছে। যেখান থেকে লাখো কোটি টাকা উপার্জন করতেছে। তারা কিন্তু খুব সুন্দর ভাবে সেই প্রাণীদেরকে যত্ন সহকারে তাদের ফার্মিংয়ে রেখে দিয়েছে কারণ সেখান থেকে তিনি তো অনেক টাকা উপার্জন করতেছে। আর এই টাকা উপার্জন করার জন্য অবশ্যই তাকে অবশ্যই বেশি বেশি খাবার খাওয়াতে হবে। তাহলে উচ্চতরে বড় হবে সেই গরু।শুধু তাই নয় গ্রামে অনেক দরিদ্র মানুষ রয়েছে। সেই মানুষগুলো কিন্তু কষ্ট করে হলেও। একটা করে হলেও গরু ছাগল হাঁস মুরগি এসব পালন করে থাকে। যদিও তাদেরকে কষ্ট করে একটু সময় নিয়ে বড় করা যায়। তাহলে কিন্তু মোটা অংকের টাকা আসবে। এইভাবে ধীরে ধীরে অনেক দুর যেতে পারে। তবে সে পর্যন্ত সেই মানুষকে ধৈর্য ধরতে হবে।শুধু যে আমরাপ্রাণীদেরকে কিনে আনলাম। এবং খাবার খাওয়ালাম বড় করলাম। তাহলে হবে না তাদেরকে সময় মতো চিকিৎসা নিতে হবে। এবং অনেক ধরনের কৃমির রোগ থাকতে পারে। সেই রকম ভাবে আমাদের চিকিৎসা করতে হবে। তাহলে সে প্রাণীগুলো অনেক সুস্থ সবল থাকবে। তাহলে খুব দ্রুত উঠবে শুধু খাবার খাওয়া হবে তাই আমাদেরকে সব দেখে লক্ষ্য রেখে একটা ভালো কাজ করে যেতে হবে।
There are many such people in the world. Those who have given such big cow farming. From where they are earning millions of rupees. But they very nicely keep those animals carefully in their farming because from there he is earning a lot of money. And to earn this money, he must eat more and more food. Then the cow will grow higher.Not only that, there are many poor people in the village. Even if those people suffer. Cows, goats, and chickens are reared at least one by one. Although they can be raised with difficulty and time. But then a large amount of money will come. This can go a long way slowly. But till then that person has to be patient.Only that we bought the animals. And fed and raised. Then they will not have to get treatment on time. And there can be many types of worm diseases. That's how we should treat it. Then those animals will be very healthy and strong. Then it will get up very quickly, only food will be eaten, so we have to watch everything and do a good job.
আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে গরুর সম্পর্কে। আপনাদের মাঝে তুলে ধরেছি। একটা সময় আসবে যে সময় গিয়ে আমি আজকে একটা গরু লালন পালন করতেছি। সময় আমি আরো কয়েকটি গরু লালন পালন করব। ভবিষ্যতে আমার ভালো কিছু হবে। আপনারা দোয়া করবেন আমি এই প্লাটফর্মের সঙ্গে কাজ করব। যতদিন আমি আমার সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন। এই প্লাটফর্মের সঙ্গে আপনারা কাজ করে যান।এই প্লাটফর্মের অনেকের সাপোর্ট আছে। যার জন্য অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এখানে ধীরে ধীরে আরও ইউজার আসতেছেন যার জন্য আমরা আরো ভালো কিছু পাব। আপনারা শুধু ধৈর্য ধরে এখানে কাজ করে যান। এখানে তেমন কোনো কষ্টের তেমন কোন কিছুই নয়। শুধুমাত্র এখানে আপনারা ভালোভাবে কনটেন্ট তৈরি করতে থাকুন। এবং সব সময় ভালোভাবে এখানে কাজ করে দেখুন।জীবনে কখনো কখনো একটা জায়গা থেকে সফল আসে আপনি হয়তো একটা চাকরি পেয়েছেন। সেই চাকরিতে আপনার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু প্রথমত সেই চাকরি অবশ্যই আপনার কষ্ট হবে। তারপর কয়েক মাস যাবে। সেই চাকরিতে আপনি অনেক শান্তি পাবেন। তারপর আপনার সেই কষ্ট আপনি নিজেই ভুলে যাবেন।ঠিক তেমন এই কাজ যখন আপনি ভালোভাবে এখানে ভালো একটা কনটেন্ট তৈরি করতে পারবেন তখন আপনাকে এই কাজ এক রকম মধুর মত লাগবে মিষ্টি স্বাদ লাগবে। নিজেকে কখনো কল্পনা করতে পারবেন না।আমি আশা করব আপনারাও এরকম ভবিষ্যতে। বাড়িতে গরু ছাগল লালন পালন করবেন। কারণ এখান থেকে খুব সহজেই টাকা হয়ে থাকে। এবং শুধু মাত্র একটা জায়গাতে এই প্রাণীদেরকে বেঁধে রাখবেন। বাড়ির ভিতর এবং নিয়মিত তাদেরকে খাবার খাওয়াবেন। এবং চিকিৎসা নিবেন। তাহলে এখানে আপনার ভবিষ্যতে ভালো কিছু হতে থাকবে।
Alhamdulillah today I am among you about cows. I have presented it to you. There will come a time when I am rearing a cow today. In time I will raise a few more cows. I will have something better in the future. Please pray I will work with this platform. As long as I try to show you about me. May you be well and be healthy. You work with this platform.This platform is supported by many. For which I am going far. I can see more users coming here slowly for which we will get something better. You just have to be patient and work here. Nothing is too much trouble here. Just keep creating good content here. And always try to work well here.Sometimes in life success comes from a place you may have got a job. You are having a lot of trouble in that job. But first of all that job must be your hardship. Then a few months will pass. You will find a lot of peace in that job. Then you will forget your pain.Similarly, when you are able to create good content here, you will find this task to be like honey. You can never imagine yourself.I hope you do the same in the future. He will rear cows and goats at home. Because money is easily made from here. And tie these animals in only one place. Feed them indoors and regularly. And take treatment. Then here's to good things in your future.
প্রথম আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার পোস্টটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আপনি গরু পালনের উপকারিতা তুলে ধরেছেন ভাই। ষাঁড় গরু বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করা যায়। এবং আমাদের অতিরিক্ত চাহিদার যোগান দিতে পারে।
First of all, thank you very much, brother, for sharing a beautiful post. I really enjoyed reading your post. You have highlighted the benefits of raising cows, brother. You can earn a lot of money by selling bulls and cows. And it can provide us with additional needs.