My Best Day STORY Contest Week 1 |12||01|2025

in blurt-188398 •  9 days ago 

ক্যানভা দ্বারা নির্মিত.

happy father's day (Facebook Post)_20250112_204245_0000.png

*শুভেচ্ছা প্রিয় ব্লাট ,

এ প্লাটফর্মে সুন্দর একটি আমি কনটেস্টের আয়োজন করেছি। আমি আশা করব আপনারা এখানে এই অংশগ্রহণ করবেন। এবং আমাদের মাঝে শেয়ার করবেন আপনার সেরা দিনের একটি গল্প। আমরা অনেক খুশি হব। যে আপনি এই দিনটি কিভাবে কাটিয়েছেন। এবং আমাদের মাঝে শেয়ার করলে। আমরা অবশ্যই জানতে পারবো। আপনার দিনের সম্পর্কে আমরা প্রত্যেকদিন অনেক ভাবে দিন কাটিয়ে থাকি।প্লাটফর্মে সুন্দর একটি পরিবেশ গড়ে তোলার জন্যই আমি এই আয়োজনটি করেছি। অবশ্যই সবাই এখানে খুশি হয়ে অংশগ্রহণ করবেন। এবং সুন্দর একটি পরিবেশ গড়ে তুলবেন। আমরা সবাই খুশি হব এখানে অংশগ্রহণ করলে। আর এই প্লাটফর্মকে আমি অনেক ভালবাসি। আর আমি আশা করব। আমি সবার সঙ্গে এখানে ভালোভাবে কাজ করে যাবো।আমরা এই প্লাটফর্মে কিন্তু সবাই মিলে মিশেই কাজ করতে এসেছি। এবং অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার জন্যই এসেছি। আর এখানে আমরা সবাই বিশ্বাসের সঙ্গে কাজ করে যাব। আমি আশা করব আপনারা এখানে অনেক সুন্দর ভাবে নিজেদের কনটেন্ট দিয়ে এখানে অংশগ্রহণ করবেন। আমি কোন চুরি করবোনা আশা করি বুঝতে পারছেন সবাই।

আমার বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সবার জন্য। একটি আকর্ষণীয় এবং খুব ভালো প্রতিযোগিতা নিয়ে। সেরা দিনের গল্প প্রতিযোগীতা সপ্তাহ১

এই প্রতিযোগিতার বিষয়।

সকলের জন্য আনন্দময়, আনন্দের হয়ে উঠুক। আমরা সবাই বিশেষ ভালো মুহূর্ত নিয়ে দিন কাটাতে পছন্দ করি আশা করি খুব ভালো লাগবে। তাই আসুন সবার সাথে শেয়ার করি দিনের গল্প এখানে কিছু ইঙ্গিত এবং নিয়ম রয়েছে। যা আপনাকে প্রতিযোগিতায় খুব স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে সাহায্য করবে।

📝 এই দিনের ভিতর আপনার আনন্দ আমাদের মাঝে তুলে ধরুন ।

📝 আপনার দিনের সেরা মুহুর্ত ঘটনা আমাদের সাথে শেয়ার করুন ।

প্রতিযোগিতার নিয়ম
  • পোস্ট [blurt space ] কমিউনিটিতে হওয়া উচিত।

*পোস্টের শিরোনাম হতে হবে:
' আপনার সেরা দিনের গল্প শেয়ার করবেন।'

  • ছবি আপনার নিজস্ব এবং আসল হতে হবে।

  • প্রত্যেকের অংশগ্রহণের জন্য বিনামূল্যে.

  • এই আমন্ত্রণ জানান।

  • এই ট্যাগটি আপনার পোস্টে অবশ্যই ব্যবহার করুন #besday #blurtboostar, # blurtbd , আপনি যেমন আছেন।

  • কোনো ধরনের চুরির পোস্ট গ্রহণ করা হবে না এবং বিটবট পরিষেবা প্রাপ্ত ব্যবহারকারীদের অনুমতি দেওয়া হবে না।

শেষ সময়: 19 জানুয়ারী 2025, 11:00pm (GMT)।
End Time: 19 January 2025, 11:59pm (GMT) .
CONTEST PRIZE - blurt Support
PlacePrizes
1st150
2nd100
3rd50
4rd25

Announcement of competition judges

@narocky71
@rex-kibreay
@fizz.vai

Waiting for your valuable entries. Wish you all the very best.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  9 days ago  ·  

আপনার প্রতিযোগিতা টা দেখে ভীষণ ভালো লাগলো। এ ধরনের প্রতিযোগিতা গুলো আমাদের খুবই দরকার। এ প্রতিযোগিতা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  ·  8 days ago  ·  

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর মন্তব্য করার জন্য পরবর্তী আরো সুন্দর কনটেস্ট আয়োজন করবো ইউজারদের জন্য আমি আশা করি সবার জন্য এখানে ভালো কিছু হবে।

  ·  7 days ago  ·  

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনাদের মাঝে নতুন কিছু আসবে শুধু অপে থাকুন। সত্যি অসাধারণ হয়েছে আপনার দিনের গল্প।