Hello friends hope how are you all. Alhamdulillah I am very well. I have appeared among you after many days. Here you can see. A garden and tomato plants are planted in this garden. But now it is our winter season. In the winter season, however, different types of vegetable plants are planted. But the village farmers always cultivate vegetables.Village farmers always have them lying on their land. Because they earn a lot of money from there. And because of which those people work hard. Because if you work hard, you can earn from it. How to land every day from morning to evening. If you do, the vegetables of their land will catch very nicely. That's how they keep working.
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভাল আছি। আমি আপনাদের মাঝে অনেক দিন পর উপস্থিত হয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। একটি বাগান আর এই বাগানে কিন্তু টমেটোর গাছ লাগানো হয়েছে। এখন কিন্তু আমাদের শীতের মৌসুম। শীতের মৌসুমে কিন্তু বিভিন্ন ধরনের সবজি গাছ রোপন করা হয়। আর গ্রামের কৃষকেরা কিন্তু সব সময় সবজি চাষ করে।গ্রামের কৃষকের সবসময় তারা নিজেদের জমিতে পড়ে থাকে। কারণ সেখান থেকে তাদের কিন্তু অনেক টাকা উপার্জন হয়ে থাকে। আর যার কারণে সে মানুষগুলো কিন্তু অনেক পরিশ্রম করে থাকে। কারন পরিশ্রম করলে কিন্তু সেখান থেকে উপার্জন করা যায়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কিভাবে। কি করলে তাদের জমির সবজিগুলো খুব সুন্দর ভাবে ধরবে। সেই ভাবে তারা লক্ষ্য রেখে কিন্তু কাজ করে যাচ্ছে।
It happened a few days ago. I woke up early in the morning, washed my hands and went out. To collect some photography. So I walked a long way. I got to see this beautiful garden. About which I have told you before. That this garden has been turned into a tomato garden.Village farmers work hard from morning till evening. And working very hard moreover but through their lot of time. But they sit in the market with their vegetables to sell. And sell their vegetables far and wide. Because the big businessmen come and buy their gardens by themselves.The tomato garden looks very nice. And the reason why it looks so beautiful is because the farmers have taken care of it very well because they are surrounding it very nicely. So that no goat or cow can go inside this tomato garden. If these enter, they can destroy the vegetable garden. Due to which the garden has been kept in a very beautiful way with a lot of care.If these village people can work so hard and hard. So why can't we? But we plant rice in the land by working hard like this. We only plant paddy twice a year. And a lot of rice comes to our house from there. And we extract rice from these paddies. And besides, we sell the rest of the rice.
কয়েকদিন আগের কিন্তু ঘটনা। আমি খুব সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমি বের হয়েছিলাম। কিছু ফটোগ্রাফি সংগ্রহ করার জন্য। তো আমি কিন্তু অনেকদূর পর্যন্ত হাঁটাচলা করার পর। আমি এই সুন্দর একটি বাগান দেখতে পেয়েছিলাম। যেখানকার কথা আমি কিছু আগেই আপনাদেরকে বলেছি। যে এই বাগানটি টমেটো বাগান পরিণত করা হয়েছে।গ্রামের কৃষকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক পরিশ্রম। এবং অনেক কঠোর পরিশ্রম করে তাছাড়া কিন্তু তাদের অনেক সময়ের ভেতর দিয়ে। তারা কিন্তু বাজারে কিন্তু তাদের সবজি নিয়ে বসে থাকে বিক্রয় করার জন্য। এবং অনেক দূর দূরান্ত পর্যন্ত তাদের সবজি বিক্রয় করে থাকেন। কারণ তাদের বাগানের তো বড় বড় ব্যবসায়ীরা নিজে থেকে এসে কিনে নিয়ে যায়।টমেটোর বাগান অনেক সুন্দর লাগছে। আর এত সুন্দর লাগার কারণ হচ্ছে কৃষকেরা অনেক সুন্দর ভাবে যত্ন নিয়েছে কারণ অনেক সুন্দরভাবে ঘিরে রাখছে । যাতে এই টমেটোর বাগানের ভিতর কোন ছাগল গরু না যেতে পারে। তাহলে এইসব যদি ঢুকে তাহলে কিন্তু সবজির বাগান নষ্ট করে দিতে পারে। যার কারণে অনেক সুন্দর ভাবে অনেক যত্ন সহকারে বাগানটি রেখে দেওয়া হয়েছে।গ্রামের এই মানুষগুলো এত কষ্ট এবং পরিশ্রম করতে পারলে। তাহলে আমরা কেন করতে পারবো না। আমরা কিন্তু এরকম পরিশ্রম করে জমিতে কিন্তু ধান লাগিয়ে থাকি। আমরা বছরে কিন্তু দুইবার ধান রোপন করে থাকি। আর তো সেখান থেকেই কিন্তু অনেক ধান আমাদের ঘরে আসে। আর এই ধানগুলো থেকে আমরা কিন্তু চাউল বের করি। আর তাছাড়া কিন্তু বাকি অংশ ধানগুলো আমরা কিন্তু বিক্রয় করে দেই।
To move our lives forward. Just like people, you have to work hard. If you make me work in any work. But that work can progress very quickly. Just like we came to this platform. To achieve a hard work and success. Just as the farmers have worked very hard. And seeing that hard work, their sons are also trying to work hard. A lot of good things can be learned. And agricultural work is the most valuable work.But there are many farmers all over the world. They are very old in the village. They have been making a living through agriculture for many years. But they made a lot of money. And they are making their sons but such a farmer. But they will succeed.Let us always try to plant trees. Then we can do much better. Because the more we plant. It will be very beneficial for our body. But we get oxygen from these plants. Not just small trees like this. We can plant many big trees along the road. But it benefits many people.Then our country will look very beautiful. Because our green green gold Bangladesh. A beautiful environment in which a very beautiful and bright country will develop. Where all the time people will move around in the air.
আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে যেতে হলে। ঠিকই মানুষদের মতোই কঠোর পরিশ্রম করে যেতে হবে। যেকোনো পরিশ্রম যে কোন কাজে আমাকে পরিশ্রম করলে। সে কাজ কিন্তু খুব দ্রুত এগিয়ে যেতে পারে। ঠিক যেমন আমরাও এ প্লাটফর্মে এসেছি। একটা পরিশ্রম এবং সফলতা অর্জন করার জন্য। ঠিক যেমন কৃষকেরা অনেক কঠোর পরিশ্রম করেছে। এবং সেই পরিশ্রম দেখে তাদের ছেলেরাও কিন্তু অনেক পরিশ্রম করার চেষ্টা করছে। অনেক ভালো কিছু শেখা যায়। আর কৃষি কাজ হচ্ছে সবচেয়ে বড় একটি মূল্যবান একটি কাজ।সারা বিশ্ব জুড়ে কিন্তু কৃষক অনেক রয়েছে। গ্রামে তাদের কিন্তু অনেক বয়স হয়ে গিয়েছে। তারা অনেক বছর ধরে কিন্তু ও কৃষি কাজের ওপর দিয়ে তারা জীবিকা নির্বাহ করে এসেছে। তারা কিন্তু অনেক টাকা উপার্জন করেছে। এবং তারা তাদের ছেলেদেরকে কিন্তু এরকম একটা কৃষক তৈরি করতেছে। তারা কিন্তু সফলতা অর্জন করবে।আসুন আমরা সব সময় চেষ্টা করি গাছপালা লাগানোর। তাহলে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। কারণ যত বেশি বেশি আমরা গাছপালা লাগাবো। তত আমাদের শরীরের জন্য অনেক উপকার হবে। তবে আমরা কিন্তু এই গাছপালা থেকে কিন্তু অক্সিজেন পেয়ে থাকি। শুধু এরকম ছোটখাটো গাছ না। আমরা রাস্তার পাশ দিয়ে অনেক বড় বড় গাছ লাগাতে পারি। তবে অনেক মানুষের উপকার করে।তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর দেখাবে। কারণ আমাদের সবুজ শ্যামল সোনার বাংলাদেশ। সুন্দর পরিবেশ যে পরিবেশে খুব সুন্দর একটি উজ্জ্বল একটি দেশ গড়ে উঠবে। যেখানে সব সময় মানুষ বাতাসে ঘুরে বেড়াবে।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.