Bamboo rugs are made by hand.

in blurt-188398 •  2 months ago  (edited)

Hello friends hope how are you all. Alhamdulillah I am very well. I am present among you. With a nice post. I hope you like this post a lot. As you can see the rugs are very beautifully made by hand. The party we sleep in during the summer. This handmade product is very comfortable. But making this product requires hard work. And such a beautiful thing can never be made without hard work.Then listen to this man's original story. These people have a job in this business. They make a living by doing this business. But these parties are very expensive. Three hundred to 400 taka to 500 taka. But it takes a lot of effort for them to make one.These people first collect bush and pay money to make these. Then cut the base and slowly make a very small amount of khilal. Then slowly started making by hand.

হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। একটি সুন্দর একটি পোস্ট নিয়ে। আমি আশা করব এই পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন হাতের তৈরি অনেক সুন্দরভাবে পাটি তৈরি করা হয়েছে। যে পার্টিতে আমরা গরমের সময় শুয়ে থাকি। খুবই আরামদায়ক এই হাতের তৈরি এই পণ্যটি। কিন্তু এই পণ্যটি তৈরি করতে কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়। আর গঠন পরিশ্রম না করলে এত সুন্দর জিনিস কিন্তু কখনোই তৈরি করা যায় না।তাহলে এই মানুষটির মূল গল্পটি শুনুন। এই মানুষদের এই ব্যবসায় হচ্ছে একটি কাজ। তারা এই ব্যবসাটি করে জীবিকা নির্বাহ করে থাকেন। তবে এই পার্টিগুলো এক একটা অনেকটা দাম রয়েছে। তিনশো থেকে ৪০০ টাকা ৫০০ টাকা পর্যন্ত। তবে তাদের অনেক পরিশ্রম হয় একটা তৈরি করতে।এই মানুষগুলো এইসব তৈরি করার জন্য প্রথমে বাশ সংগ্রহ করে টাকা দিয়ে। তারপর এ বাশ কেটে ধীরে ধীরে খুব ছোট পরিমাণে খিলাল তৈরি করে। তারপর ধীরে ধীরে হাতে তৈরি শুরু করে।

IMG_20250130_121420.jpg

We should also do something about people. Because we have to live beautifully in this world. If only we could make such a product like them. But we can learn a lot. But if we do something else without doing this effort. But it will be good for us. But you have to work hard. Then something good can be done in the future. As we have come to this platform to do good. But we are cooperating very well.

মানুষদের দেখে আমাদেরও কিছু করা উচিত। কারণ আমাদের তো এভাবে পৃথিবীতে সুন্দর ভাবে বেঁচে থাকতে হবে। তাদের মতো আমরাও যদি এইরকম পণ্য তৈরি করতে পারি। তবে আমরা অনেক ভালো কিছু শিখতে পারবো। তবে এই পরিশ্রমটা না করে যদি আমরা অন্য কোন কিছু করি। তবেও আমাদের জন্য অনেক ভালো হবে। তবে নিজেকে পরিশ্রম দিয়ে কিছু করতে হবে। তাহলে ভবিষ্যতে ভালো কিছু করা যাবে। যেমন আমরা এই প্লাটফর্মে এসেছি ভালো কিছু করার জন্য। আমাদের কিন্তু অনেক ভালো ভাবে সহযোগিতা করে যাচ্ছে।

IMG_20250130_121422.jpg

IMG_20250130_121426.jpg

But people come from far and wide to buy these in this market. Because this market is very big, this market is a little far from our village. You can see a very beautiful and very big banyan under the tree. These beautiful products are available. I like that these people work hard. You make such beautiful things. But we have a lot of benefits. Because we feel very hot during summer. That's why we spread a cloth over this party when we lie down. But we become very comfortable. And we can sleep so beautiful.If these people of our country try. However, these handmade products can be exported to other countries. But with a little more effort, these products have to be made in larger quantities. Then we can export to other countries. But it will cost much more. And many people will need it. But for creating such beautiful things. There are other things to be made. Then the products of our country will seem very good to the people of other countries. Then we will get to know each other's country.

এসব কেনার জন্য এই বাজারে কিন্তু অনেক দূর-দূরান্ত থেকে মানুষ আসে। কারণ এ বাজারটি অনেক বড় আমাদের গ্রাম থেকে একটু দূরে রয়েছে এ বাজারটি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেক বড় একটি বট গাছের নিচে। এই সুন্দর পণ্যগুলো পাওয়া যায়। আমার অনেক ভালো লাগছে যে এই মানুষগুলো কঠোর পরিশ্রম করে। এত সুন্দর জিনিস তৈরি করে থাকেন। তবে আমাদের অনেক কিন্তু উপকার হয়ে থাকে। কারণ গরমের সময় প্রচন্ড আমাদের গরম লাগে। তার কারণে এই পার্টির উপর যখন আমরা একটি কাপড় বিছিয়ে যখন শুয়ে থাকি। তবে আমাদের অনেক আরামদায়ক হয়ে পড়ে। আর আমরা অনেক সুন্দর হয়ে ঘুমাতে পারি।যদি আমাদের এই দেশের এই মানুষগুলো চেষ্টা করে। তবে কিন্তু হাতের তৈরি এই পণ্যগুলো কিন্তু বাইরে দেশেও রপ্তানি করতে পারবে। তবে একটু বেশি পরিশ্রম করে বেশি পরিমাণে এই পণ্যগুলো তৈরি করতে হবে। তাহলে অন্য দেশে আমরা রপ্তানি করতে পারবো। তবে অনেক অনেক বেশি খরচ হবে। এবং অনেক মানুষের প্রয়োজন পড়বে। এত সুন্দর জিনিস তৈরি করার জন্য তবে। আরো অন্যান্য জিনিসও তৈরি করতে হবে। তাহলে আমাদের এ দেশের পণ্যগুলো অন্য দেশের মানুষের কাছে অনেক ভালো মনে হবে। তাহলে একে অপরের দেশের সাথে পরিচয় হবে।

IMG_20250130_121426.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!