I traveled to the village in the afternoon after the rain.

in blurt-188398 •  3 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you today. On to another day's story. After the rain stops, the afternoon is beautiful.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অন্যরকম একটি দিনের গল্প নিয়ে। বৃষ্টির থেমে যাওয়ার পর বিকেলে সুন্দর সময়।

IMG_20241008_142308.jpg

Today was Tuesday. I worked in the field since morning. Then I returned home in the afternoon. After that, I bathed the cow myself. After that I went to the mosque and prayed. Then I returned home and had lunch. I saw a lot of clouds in the sky outside the window. Another one was very bright.

আজকের দিনটি ছিল মঙ্গলবার। আমি সকাল থেকে জমিতে কাজ করেছি। এরপর দুপুরে বাড়িতে ফিরে এসেছি। এরপর গরুকে গোসল করিয়ে দিয়ে আমি নিজে গোসল করেছি। এরপর আজান দিলে আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি। এরপর বাড়িতে ফিরে এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম। জানালা দিয়ে বাহিরে দেখলাম আকাশে প্রচুর মেঘ। আর একটা খুবই বিদ্যুৎ চমকাছিল।

IMG_20241008_142311.jpg

In this way, the electricity was flashing for a long time. Then suddenly it rained. I saw the rain coming down through the window. One such time I was a child and watching the rain fall. I had a very good time. I was very young but when I saw this rain. I remembered my childhood. In this way, I spent time thinking about many things.

এভাবে অনেকটা সময় বিদ্যুৎ চমকাচ্ছিল। তারপর হঠাৎ করেই বৃষ্টি নেমে আসলো। আমি জানালা দিয়ে সেই বৃষ্টি নামতে দেখলাম। এরকম এক সময় আমি ছোটবেলা ও বৃষ্টি নামতে দেখছি। সেই সময়টা আমার অনেক ভালো ছিল। আমি অনেক ছোট ছিলাম কিন্তু এই বৃষ্টির দেখা কালে। আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। এভাবে সময় পার করে দিলাম অনেক কিছু ভাবতে ভাবতে।

IMG_20241008_162919.jpg

IMG_20241008_162920.jpg

IMG_20241008_162923.jpg

IMG_20241008_163208.jpg

IMG_20241008_163211.jpg
I went out in the afternoon. I looked up at the sky. The sun has come out beautifully in the sky. The atmosphere in the afternoon is very good. Because it rained in the afternoon. That's why it feels very cold in the afternoon. I took some auto vans to visit another village. Because the atmosphere of this afternoon looks great to me. I took a lot of beautiful photography.

বিকেল বেলা আমি বাহিরে বের হলাম। আমি আকাশের দিকে লক্ষ্য করলাম। আকাশে অনেক সুন্দর ভাবে রোদ বের হয়েছে। বিকেলের পরিবেশটা অনেক ভালো লাগছে। কারণ দুপুর বেলা বৃষ্টি হয়েছে। এইজন্য বিকেলবেলা অনেক ঠান্ডা আবহওয়া লাগছে। আমি অন্য একটি গ্রামে ভ্রমন করার জন্য কয়েকটি অটো ভ্যান করে আমি গেলাম। কারণ আজকের বিকেলের পরিবেশটা আমার কাছে বেশ দারুন লাগছে।সেই অনেক সুন্দর ফটোগ্রাফি করলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!