I harvested rice with my own hands for the first time in my life.

in blurt-188398 •  7 days ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. I also have another beautiful post. Today's post is about my first paddy harvesting experience. Actually today I went to harvest rice for the first time in my life. Let's start without delay.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমারও আরো একটি সুন্দর একটি পোস্ট নিয়ে। আজকের পোস্ট আমার জীবনের প্রথম ধান কাটার অভিজ্ঞতা নিয়ে। আসলে সত্যিই আমি আজকে আমার জীবনের প্রথম আমি ধান কাটতে গিয়েছিলাম। চলুন শুরু করা যাক দেরি না করে ।

IMG_20241114_091144.jpg

I've grown so much. But I never went to harvest rice in our land. But when the land was planted with rice. I used to plant paddy in the land at that time. But it is very good to plant rice.Today, for the first time in my life, I prepared to harvest paddy in our land. However, I wake up in the morning and wash my hands and face. Then I had a light meal. After that I prepared and today I am going to harvest paddy for the first time in my life. We will harvest rice in our land very nicely. Then I left. The atmosphere of the morning foggy village is amazing to me.My father went to land before me. I went later. So I started harvesting rice very well. I cut the paddy well. However, I had a lot of fun harvesting rice. Then I cut all the rice together. Since we grew up in the village. If we do any small work by holding the farmer's hand. But of course it is very easy to do that. But you have to work a little. But from there you can be successful.

আমি এত বড় হয়ে গিয়েছি। কিন্তু কখনো আমি কিন্তু আমাদের জমিতে ধান কাটতে যায়নি। তবে যখন জমিতে ধান লাগানো হতো। আমি সেই সময়ে জমিতে ধান লাগাতাম। ধান লাগাতে কিন্তু অনেক ভালো লাগে।আজকে আমার জীবনের প্রথম আমাদের জমিতে ধান কাটার প্রস্তুতি নিয়েছিলাম। যাইহোক সকালে ঘুম থেকে উঠে আমি হাত মুখ ধুয়ে আসি। তারপর হালকা খাওয়া-দাওয়া করেছি। এরপরেই আমি প্রস্তুতি নিয়ে আজকে আমার জীবনের প্রথম আমি ধান কাটতে যাচ্ছি। খুব সুন্দর ভাবে আমাদের জমিতে ধান কাটবো। তারপর আমি রওনা দিলাম। সকালের কুয়াশা ভরা গ্রামের পরিবেশটা আমার কাছে অসাধারণ থাকে।আমার আগে আমার বাবা জমিতেই গিয়েছিলাম। আমি পরে গিয়েছিলাম। তো আমি শুরু করেছিলাম খুব ভালোভাবে ধান কাটা শুরু করেছিলাম। ধান ভালোভাবে কাটলাম। যাইহোক অনেক মজা পেয়েছি আমি ধান কাটতে। তারপর সমস্ত ধান একসঙ্গে কাটলাম। যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি। কৃষকের হাত ধরে যদি আমরা ছোটখাটো কোন কাজ করি। তবে অবশ্যই সেই কাজ পারাটা খুবই সহজ জনক। তবে একটু পরিশ্রম করতে হবে। তবে সেখান থেকে সফল হওয়া যাবে।

IMG_20241114_071232.jpg

IMG_20241114_091205.jpg

IMG_20241114_092259.jpg

IMG_20241114_074215.jpg

IMG_20241114_081702.jpg

IMG_20241114_081707.jpg

Out in the morning when I'm around. Only the mist I went to harvest the paddy of our land. This beautiful environment impressed me. There is only fog around. How many birds have learned to fly in flocks.When they got the morning light, they came out in droves. Birds feed on baby food. Just as we run. Similarly, these birds also run around in search of their own food. Because they also have small children. They are at home just like we roam around. When we see these birds, our mind is blown away in the natural environment.We will never hurt them. They are beneficial animals in our paddy fields. How much they benefit us by eating insects in our paddy fields. Why should we harm them? They are innocent creatures on earth.

সকালে বের হয়েছি আমি যখন চারপাশে রয়েছি। শুধুই কুয়াশা আমি গিয়েছিলাম আমাদের জমির ধান কাটতে। এই সুন্দর একটি পরিবেশ এসে আমাকে মুগ্ধ করেছে। চারপাশেই শুধুই কুয়াশা রয়েছে। কতগুলো পাখি ঝাকে ঝাকে উড়তে শিখেছে তারা।সকালের আলো পেয়ে তারা ঝাকে ঝাকে বের হয়ে পড়ে। পাখিদের ছোট্ট বাচ্চার খাবারের আহারে। আমরা যেমন ছুটে বেড়াই ঠিক। তেমনি এই পাখিরাও ছুটে বেড়ায় তারা নিজেদের আহার খোঁজে। কারণ তাদেরও ছোট ছোট বাচ্চা রয়েছে। তাদেরও বাসায় ঠিক এমনই যেমন আমরা ঘুরে বেড়াই। এই পাখিদের দেখলে আমাদের মন ছুই ছুই করে প্রাকৃতিক পরিবেশে।আমরা কখনই তাদের আঘাত করিবো না। আমাদের ধানক্ষেতে তারাই উপকারিতা পশুপাখি। তারা আমাদের ধানক্ষেতের পোকামাকড় খেয়ে আমাদের কত উপকার করে। আমরা কেন তাদের ক্ষতি করবো। পৃথিবীর তারা নিরীহ প্রাণী।

IMG_20241114_091118.jpg

After a few days, the rice cutting will be done in the village. What a beautiful environment. When the village farmers bring paddy from the land. If photography is done during that foggy period. It will take a very beautiful moment. But these moments don't always come. During this winter but a very beautiful environment will be seen.To earn money. These farmers come from far away. To cut our paddy. Village by village because not every person harvests rice in their own land. Because they harvest rice with people. And for that many people come from far away to every village.Let me say one more thing. Farmers work hard while planting paddy. Then if a good harvest comes from there. The smile on that farmer's face is very beautiful. How beautifully they rejoice. How beautiful and abundant crops have come from my land. I can earn a lot of money from here.

কিছুদিন পর থেকে গ্রামে ধান কাটা ধুম পড়ে যাবে। কত সুন্দর পরিবেশ লাগবে। যখন গ্রামের কৃষকেরা জমি থেকে ধান আনবে। সেই কুয়াশা সময়ে যদি ফটোগ্রাফি করা হয়। অনেক সুন্দর একটি মুহূর্ত লাগবে। এই মুহূর্তগুলো কিন্তু সব সময় আসে না। এই শীতের সময় কিন্তু অনেক সুন্দর একটি পরিবেশ দেখা যাবে।টাকা উপার্জন করার জন্যই। এই সময় কত দূর দূরান্ত থেকে সেই কৃষকেরা আসে। আমাদের ধান কেটে দিতে। গ্রামে গ্রামে কারণ প্রত্যেকটা মানুষ নিজেদের জমিতে ধান কাটে না। কারণ তারা মানুষ দিয়ে ধান কাটে। আর তার জন্য অনেক দূর দূরান্ত থেকে প্রতিটা গ্রামে অনেক মানুষ আসে।আমি আর একটি কথা বলি। কৃষকেরা পরিশ্রম করে যখন ধান লাগায়। তারপর সেখান থেকে যদি ভালো ফসল আসে। সেই কৃষকের মুখে হাসি অনেক সুন্দর ভাবে ফুটে যায়। তারা কত সুন্দর আনন্দ করে। যে আমার জমি থেকে কত সুন্দর বেশি বেশি ফসল এসেছে। আমি এখান থেকে অনেক টাকা উপার্জন করতে পারবো।

IMG_20241114_091144.jpg

IMG_20241114_091154.jpg

Never hurt an animal. That's how we live. May they also live in this world. They also very nicely reflect the way we move through the world. May they be happy among us. This is such a beautiful environment. How beautiful we want to see such a beautiful environment.A beautiful moment from the foggy morning. For the first time in my life I am harvesting paddy in my own land. And I present this beautiful moment to you. If you like Be sure to let me know through the comments. Be well and be healthy.All of us take this platform forward. We all work together. I work with this platform with confidence. And build a beautiful society. May everyone gain something good from here. But many of us can achieve success.

কখনো নীরহে প্রাণীকে কষ্ট দিও না। ঠিক তেমনি আমরা বেঁচে আছি। তারাও এই পৃথিবীতে বেঁচে থাক। তারাও খুব সুন্দর ভাবে আমরা যেভাবেই পৃথিবীতে চলাফেরা করতেছি। আমাদের মাঝেও তারা হাসি খুশিতে থাক। এইযে এত সুন্দর একটি পরিবেশের ঘোরাফেরা করতেছে। কত সুন্দর লাগতেছে আমরা এরকমই একটি সুন্দর পরিবেশ দেখতে চাই।কুয়াশা সকাল থেকে সুন্দর একটি মুহূর্ত নিয়ে। আমার জীবনের প্রথম আমি আমার নিজের জমিতে ধান কাটছি। এবং এই সুন্দর মুহূর্ত আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনাদের যদি ভালো লাগে। অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।আমার সবাই মিলে এই প্লাটফর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি। এই প্লাটফর্মের সঙ্গে বিশ্বাসের সঙ্গে কাজ করি। এবং সুন্দর একটি সমাজ গড়ে তুলি। যেন সবাই এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারে। তবে আমরা অনেকেই সফলতা অর্জন করতে পারবো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  6 days ago  ·  

আসসালামু আলাইকুম ভাইয়া আপনি আপনার জীবনের এই প্রথম ধান কাটা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন। আসলে কৃষকের ঘরে আমিও জন্মগ্রহণ করেছি এর জন্য আমি নিজেও অনেক বেশি গর্ববোধ করে থাকি। আপনার ধান কাটা দেখে অনেক বেশি ভালো লাগছে।এভাবেই প্রতিনিয়ত কাজ করে যান দেখবেন শরীর ভালো থাকবে।