হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অনেক সুন্দর একটি পোষ্ট নিয়ে। আমি গতকাল আমাদের গ্রামের বড় একটি বাজারে গিয়েছিলাম। সেখান থেকে অনেক সুন্দর কিছু ছবি সংগ্রহ করতে পেরেছি। আমি আর সেই ছবির মাধ্যমে আমি এই পোস্টটি শেয়ার করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ এখানে দোকান দিয়ে বসে রয়েছে। এইসব দোকান কিন্তু গুড়ের দোকান। এখন কিন্তু শীতকাল আর এখনো প্রচুর পরিমাণে খেজুর রস থেকে গুড় করে থাকে। আর এখনই কিন্তু মানুষ গুড় স্টক করে রাখে।পরবর্তীতে কয়েক মাস এইভাবে তারা কিন্তু ব্যবসা করে থাকেন। তারা কিন্তু খুব সুন্দর যত্ন সহকারে এই গুড়গুলো রেখে দিয়ে থাকেন। যাতে কোন রকমের এই গুড়ের সমস্যা কিংবা নষ্ট না হয়। সেই ব্যাপারে তারা খুব ভালোভাবে জানে। যার কারণে এই শীতের সময় কিন্তু খুব বেশি পরিমাণে রস নামিয়ে। খুব বেশি বেশি পরিমাণে গুড় তৈরি করে থাকেন। কারণ তাদের এইটা ব্যবসা। আর যার কারণে এই ব্যবসা ভালো হবে। তৈরি করে সাফল্য অর্জন করেছে।
Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. A very nice post. I went to a big market in our village yesterday. I was able to collect some beautiful pictures from there. I will also share this post with that photo. You can see here some people are sitting here with shops. These shops are jaggery shops. But now it is winter and there is still plenty of molasses from date palm juice. And now people keep jaggery in stock.For the next few months, they continued to do business in this way. But they keep these jaggery very carefully. So that there is no problem or spoilage of this jaggery. They know very well about that. Due to which this winter time but very much juice down. Produces too much jaggery. Because this is their business. And because of which this business will be good. Made and achieved success.
আমি সেই অনেক ছোটবেলা থেকে এই গ্রামের হাট দেখে আসতেছি। কত সুন্দর একটি পরিবেশ রয়েছে এখনো সেই রকমই রয়েছে। এখন যেভাবে এখানে ছবিতে দেখতে পাচ্ছেন। মাটির একটু উঁচু জায়গা তৈরি করেছে। যেন এই জায়গা কোন ভাবে বর্ষাকাল আসলে নষ্ট না হয়। এবং দোকানদারেরা খুব ভালোভাবে এখানে জানো একদিন এসে বসে তারা ব্যবসা করতে পারে। আর এই গ্রামে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এইসব বাজার করার জন্য। এবং এখানে অনেক ভালো মানে গুড় পাওয়া যায়।এই মানুষগুলো এই একদিন এই বাজারে ব্যবসা করে কিন্তু তা নয়। তাদের অনেক বড় একটি ব্যবসা। তারা কিন্তু অনেক দূর দূরান্ত পর্যন্ত বড় বড় ব্যবসায়ীদের কাছে এগুলো পৌঁছে দেন। কারণ তাদের বড় একটি ব্যবসা রয়েছে। তারা সেখান থেকে অনেক ভালো উপার্জন করে থাকে। যত এখানে পরিশ্রম করা যাবে। তবে আপনাকে ধৈর্য ধরতে হবে তাহলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন।এই মানুষদের মতো কিন্তু আমাদেরও সামনে এগিয়ে যেতে হবে। আমরা কিন্তু গ্রামে বসবাস করি। আর গ্রামে থেকেই কিন্তু গ্রামের মানুষের কাছ থেকে বুদ্ধি নিয়ে। একটি ছোট ব্যবসা শিখে নিতে হবে। কিভাবে কোন ব্যবসা করলে আমার সাফল্য অর্জন করব। এবং কোন ব্যবসা করলে খুব তাড়াতাড়ি আমরা সেই ব্যবসা সম্পর্কে জানব। আমরাও কিন্তু এইভাবে সাফল্য দিক দিয়ে এগিয়ে যেতে চাই। এই মানুষদের দেখে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো।আমরা গ্রামের মানুষ আমরা কৃষি কাজ করতে খুব পছন্দ করি। কৃষি কাজেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। যেটা যদি আমরা খুব তাড়াতাড়ি শিখতে পারি। আমি কিন্তু অনেক কাজ পারি। যার কারণে আমার কৃষি কাজ করতে অনেক ভালো লাগে। অনেক ছোটবেলা থেকেই দেখে আসতেছি কিভাবে কৃষি কাজ করলে। সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। আমি কিন্তু সেই এই জায়গাটি দেখে আসতেছি। এবং খুব তাড়াতাড়ি এই জায়গাটি আমি গ্রহণ করব। যেন আমি আরো তাড়াতাড়ি যেন কোন কিছু করতে পারি।
I have been visiting this village market since childhood. What a beautiful environment it still is. Now as you can see in the picture here. Made a slightly elevated area of soil. So that this place is not ruined in any way during the rainy season. And shopkeepers know very well here that one day they can sit down and do business. And in this village but from a far distance to do these markets. And there is a lot of good mane jaggery available here.These people trade in this market one day but not that. Theirs is a big business. But they deliver them to big businessmen far away. Because they have a big business. They earn a lot from it. As hard as you can here. But if you have to be patient then you can go far.Like these people, we have to move forward. But we live in the village. And from the village but with wisdom from the village people. Learn a small business. How can I achieve success in any business? And if there is any business we will know about that business very soon. We also want to move forward in this way. Looking at these people, we can do something good.We are village people and we love to do agricultural work. It is also a very important work in agriculture. That is if we can learn very early. But I can do a lot of work. Because of which I like to do agricultural work very much. Since childhood, I have been watching how agriculture works. You can move forward. But I have come to see this place. And soon I will take this place. Wish I could do something sooner.
Wow. So wonderful photographs. Every photo that I love.