White flower photography.

in blurt-188398 •  2 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I have come to you today. A very nice post. This post is about white flowers. Also, how was my day today? I will show you about that.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভাল আছি। আমি আজকে আমারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে। এই পোস্টটি হল সাদা ফুলের সম্পর্কে। এছাড়া আমার দিনটি আজকে কেমন গিয়েছে। সেই সম্পর্কেও আমি আপনাদের মাঝে তুলে ধরবো।

IMG_20241030_165830.jpg

Alhamdulillah I woke up in the morning like everyday. Then I washed my hands and face. Then I fed the morning meal to the cow in my house. Then I wandered outside in a beautiful environment. Then at noon I brought some raw vegetables from outside for curry.Meanwhile my mother started cooking. And I collect several more raw vegetables. I went to my mother-in-law's house. I returned home from there and bathed my cow. I am having a very good day today. After that I bathed myself and went to the mosque to pray. After that I came back home and had lunch.I suddenly remembered that photography was not done today. So how do I share my post here. I remembered seeing a white flower somewhere. The flower that is born in water is born in water. I quickly went to that place. And usually these flowers are seen along river canals.

আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই আমি সকালে ঘুম থেকে উঠেছি। এরপর হাত মুখ ধুয়ে নিলাম। তারপর আমি আমার বাড়িতে থাকা গরুকে সকালের খাবার খাওয়ালাম। তারপর বাহিরে সুন্দর পরিবেশে একটু ঘোরাফেরা করলাম। তারপর দুপুরে তরকারির জন্য কিছু কচু শাক বাইরে থেকে নিয়ে আসলাম।আমার মা এদিকে রান্না শুরু করল। আর আমি আরো বেশ কিছু কচু শাক বেশি সংগ্রহ করে। আমার ফুফুর বাড়িতে দিতে গিয়েছিলাম। সেখান থেকে বাড়িতে ফিরে এসে আমার গরুকে গোসল করিয়ে দিলাম। আজকের দিনটা আমার অনেক ভালোভাবে কেটে যাচ্ছে। এরপর আমি নিজে গোসল করে আমি মসজিদে নামাজ পড়তে গেলাম। এরপর বাড়িতে ফিরে এসে দুপুরের খাওয়া দাওয়া করলাম।হঠাৎ করে মনে পড়ে গেল আজকে তো ফটোগ্রাফি করা হয়নি। তাহলে আমি কিভাবে এখানে আমার পোস্ট শেয়ার করব। আমার মনে পড়ে গেল আমি কোথাও একটি সাদা ফুল দেখেছি। যে ফুলটি পানিতে জন্ম পানিতে। খুব দ্রুত করে সেই জায়গাটিতে গেলাম। এবং সাধারণত এই ফুলগুলো নদী খাল মিলে দেখা যায়।

IMG_20241030_165834.jpg

Actually these white flowers are very nice to see. When there is more water somewhere. And groups are born from where this flower is born. We have been playing a lot with this flower since childhood. And took pictures too but at that time I didn't have a smartphone in such a beautiful hand. But I like this flower very much. Because it can be seen in many places.I liked the atmosphere of the afternoon. Because the feeling of cold air around is gradually increasing. And the fun of roaming around in the cool village atmosphere is different. Also so beautiful I did the photography. I feel much better.

আসলে এই সাদা ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। যখন কোথাও পানি বেশি দেখা যায়। এবং দলগুলো জন্ম নেয় সেখান থেকে এই ফুলের জন্ম হয়। আমরা ছোটবেলায় কিন্তু এই ফুল দিয়ে অনেক খেলাধুলা করছি। এবং ছবিও তুলেছি কিন্তু সেই সময় এত সুন্দর হাতে স্মার্টফোন ছিল না। তবে আমার কাছে এই ফুলটি অনেক ভালো লাগবে। কারণ অনেক জায়গায় দেখা যায়।বিকেলের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছিল। কারণ চারপাশে ঠান্ডা হাওয়া অনুভূতি ধীরে ধীরে বেড়েই চলছে। আর শীতল হাওয়া গ্রামের পরিবেশে ঘোরাফেরা করার মজা আলাদা। সেইসঙ্গে এত সুন্দর আমি ফটোগ্রাফি করেছি। মনটা আমার অনেক ভালো হয়ে গেছে।

IMG_20241030_165850.jpg

IMG_20241030_170207_1.jpg

Today through this flower. I have shared my day with you. My day has been really good. I will work very well with this platform. Because I like this platform very much. And if we all work together to move forward. But something better can be done. You will be well and be healthy. Of course, we will all work together here according to the rules.
আজকে এই ফুলের মাধ্যমে। আমার দিনটাও আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। আমার দিনটা আসলেই অনেক সুন্দর ভাবে কেটে গিয়েছে। আমি এই প্লাটফর্মের সঙ্গে খুব ভালোভাবে কাজ করে যাব। কারণ এই প্লাটফর্মটি আমার অনেক ভালো লাগছে। এবং আমরা যদি সবাই মিলে কাজ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তবে আরো ভালো কিছু করা যাবে। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। অবশ্যই নিয়ম মেনে এখানে আমরা সবাই মিলে কাজ করে যাব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!