হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সুন্দর একটি পোস্ট নিয়ে। এই পোস্টটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে। আসলে আমি গ্রামের ছেলে এটা আপনারা আসলেই জানেন। আর গ্রামের ছেলে কিন্তু কৃষি কাজ করতে অনেক পছন্দ করি। আর আমি কিন্তু আপনাদের মাঝে কৃষি সম্পর্কে তুলে ধরতে পছন্দ করি।পরিবারের কাজের জন্য বিভিন্ন জায়গায়। বিভিন্ন সময়ে যেতে হয়। যার কারণে আমাকে যেভাবেই হোক ছবি সংগ্রহ করতে হয়ে থাকে। যেহেতু আজকে আমাকে সকালে ছবি সংগ্রহ করতে হবে। কিন্তু তার আগে আমাদের ধান বিক্রয় করতে হবে। এর জন্য আমি বাজারে গিয়েছিলাম। তবে আমি এই ছবিগুলো বাজার থেকে সংগ্রহ করতাম।বাজারে ধান বিক্রয় করতে হলে। কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়। সমস্ত বস্তাগুলো আগে থেকেই আমরা রেডি করে রেখেছিলাম। যাতে করে আমরা সকালবেলা উঠে সেই বাজারে পৌঁছাতে পারি আর পৌছালে খুব তাড়াতাড়ি আমরা ধান সেল করে দিতে পারব। তো আমরা ধান সেল করার জন্য বাজারে পৌঁছলাম। এরপর বেশ কয়েকজনের কাছে আমাদের ধান দেখানো হলো।এরপর আমাদের ধান দামাদামি হয়ে গেলে। আমাদের ধানটি বিক্রি হয়ে গেল। এখানে কিন্তু সমস্ত কৃষকেরা তাদের জমি থেকে ধান পাওয়ার পর।তারা অনেক খুশি হয়েছেন। কারণ এর কঠোর পরিশ্রমের ফলে তাদের অনেক ধান হয়েছে। এবং এখানে বিক্রি করে অনেক টাকা করতেছে। আমরাও অনেক আলহামদুলিল্লাহ অনেক টাকার ধান বিক্রি করছি।আমরা কিন্তু সফল উদ্যোগতা। যে কিভাবে জমিতে ধান চাষ করলে। ভালো ফসল উৎপাদন হবে। আমরা সেই দিঘির লক্ষ্য করে। কিন্তু কাজ করি আর তার কারণে আমরা এতগুলো ধান পেয়েছি। আলহামদুলিল্লাহ এখানে হাজার হাজার মানুষ এসেছে। এই ধান বিক্রয় করার জন্য। শুধু আমাদের গ্রাম থেকে না এখানে অনেক দূর দূরান্ত থেকে এসেছে।
Hello friends hope how are you all. Alhamdulillah I am very well. So today I am again among you. Nice post. You will like this post very much. In fact, you know that I am a village boy. I am a village boy but I like to work in agriculture. And I like to show you about agriculture.In different places for family work. Have to go at different times. Which is why I have to collect pictures anyway. As I have to collect the pictures in the morning today. But before that we have to sell paddy. For this I went to the market. But I used to collect these pictures from the market.To sell rice in the market. But you have to wake up early in the morning. We had already prepared all the bags. So that we can get up early in the morning and reach that market and we can sell the paddy as soon as we reach. So we reached the market to sell paddy. After that our paddy was shown to several people.After that, when our paddy becomes expensive. Our paddy was sold. But here all the farmers after getting paddy from their land. They are very happy. Because of their hard work, they got a lot of rice. And making a lot of money by selling it here. Alhamdulillah we are also selling a lot of paddy.We are a successful enterprise. How to cultivate rice in the land. Good crops will be produced. We aim at that lake. But work and because of that we got so much paddy. Alhamdulillah thousands of people have come here. This paddy is for sale. Not only from our village but also from far away.
আমাদের ধান বিক্রয় হয়ে গেলে। আমি এখানে সময় পেয়েছিলাম। যার কারণে আমি একটু দূরে গিয়ে কিছু ছবি সংগ্রহ করতে গেলাম। তো এখানে দেখলাম অনেকগুলো ও দোকান দেখা যাচ্ছে। এখানে কিন্তু ওর সমস্ত সবজির এর গাছের বীজের দোকান।এই দোকান থেকে কিন্তু সব রকমের সবজির বীজ পাওয়া যায়। যার কারণে এখান থেকে সমস্ত মানুষ বীজ কিনে নিয়ে গিয়ে। নিজেদের জমিতে রোপন করে থাকেন।এখানে এমন কোন কিছু নেই। যে আপনাকে এই বাজারে এসে ফিরে যেতে হবে। আসলে আমার কাছে এ গ্রামের এই হাটটি অনেক ভালো লাগে। যে এত সুন্দর ভাবে সুন্দর পরিবেশে এত বড় হার্ট পরিচালনা করা হয়। আর আমি বেশ করে মুগ্ধ হয়েছি। যে এত বড় দোকান রয়েছে। এখানে যাতে করে কোন মানুষকে ফিরে যেতে হবে না।আমি কিন্তু ছোটবেলা থেকেই এই ধাপের হাট সুলতানগঞ্জ দেখে আসতেছি। যা আমি এখন পর্যন্ত একদিনও মিস করি না। সপ্তাহে একদিন আমি যে কোন একটা সময় হলেও আমি ঘুরতে যায়। আর এ হাটের খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে। এছাড়া বিভিন্ন স্বাদের খাবার পাওয়া যায়। আমি মনে করি এখানে এই হাটে পাওয়ার জন্য অনেক অনেক উপকার করে।
When our paddy is sold. I got time here. Because of which I went a little further to collect some pictures. So here I saw many shops. Here is the seed store for all his vegetables and plants.All kinds of vegetable seeds are available from this shop. Due to which all the people bought seeds from here. Planted in their own land.There is no such thing here. That you have to come back to this market. Actually, I like this market in this village very much. That such a big heart is handled so beautifully in such a beautiful environment. And I was quite impressed. That has such a big store. So that no one has to go back here.But I have been visiting Sultanganj since my childhood. Which I never miss even a day till now. One day a week I go for a walk whenever I want. And I like the food of this market very much. Besides, different flavors of food are available. I think there are many benefits to get here in this market.
একজন কৃষি মানুষ কিন্তু ছোট থেকে বড় অভিজ্ঞতা হতে পারে। সে যদি একজন পরিশ্রমী মানুষ হয়। তাহলে সে যদি পরিশ্রম না করতে পারে। সেই জায়গা থেকে ফিরে আসে। তাহলে সেই মানুষটি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আমি মনে করি এখানে যে মানুষটি এত সুন্দর ভাবে দোকান নিয়ে বসে আছে। একটা সময় ছিল সেই মানুষটি অনেক ছোট করে দোকান নিয়ে। এখানে কিন্তু বসেছিলেন। এরপর ধীরে ধীরে তার দোকানটি অনেক বড় হয়ে গেছে।এভাবেই কিন্তু একজন মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে। তবে সামনে আমার ইচ্ছে রয়েছে। আমি ভালো কিছু করতে পারবো। তার জন্য আমাকে ধৈর্য ধরতে হবে। তবে আমাকে এই ছোট্ট থেকে বড় একটা কিছু করতে হবে। আপনারা সকলে জানেন যে। আমি ইটভাটাতে দিনমজুর হিসেবে কাজ করতেছি।আমি যদি কিছু করতে চাই তবে আমার অনেক অনেক অর্থের প্রয়োজন। আর এই অর্থের প্রয়োজন হলে আমাকে ধীরে ধীরে টাকা জমাতে হবে। এরপর সেই আশাতে আমার পূরণ হবে। আমি আশা করব আমার আজকের এই পোস্টটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে। পরবর্তীতে অবশ্যই আমি আবার সুন্দরভাবে আমার পোস্টে। আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সব সময় এই প্লাটফর্মের সঙ্গে থাকার চেষ্টা করবেন।খুব শীঘ্রই আমাদের মাঝে নতুন বছর আসতে শুরু করেছে। আমি আশা করব এই নতুন বছর থেকে। আপনারা আরো ভালো কিছু করার চেষ্টা করবেন। কারণ নতুন বছর মানেই নতুন মানুষের জীবনে আসা। এবং পূর্ণ হওয়ার কথা রয়েছে। যেটা সব সময় মানুষ আশা করে থাকে। আমিও আশা করি প্লাটফর্ম থেকে ভালো কিছু করার। এবং আপনারা বিশ্বাসের সঙ্গে এখানে কাজ করবেন। আর বিশ্বাসের সঙ্গে কাজ করলে ভালো কিছু হবে।গতকাল আমার মাধ্যমে আমার কাকাকে এই প্লাটফর্মে এনেছি। আমি চেষ্টা করব আরো। ধীরে ধীরে প্লাটফর্মের নতুন ইউজার যুক্ত করা।।আমি আশা করব আমার কাকা। এই প্লাটফর্মে এসেছে তিনি কিন্তু নিজের বিশ্বাস অর্জন করায় জন্যই। এখানে এসেছে আর আশা করব আমার মত এখানে তিনিও কিন্তু অনেক ভালো কিছু অর্জন করবে। কারণ এখানে সবাই উপার্জন করার জন্যই পরিশ্রম করার জন্য। এখানে এসেছে এবং আমরা একসঙ্গে এগিয়ে যাবো। এবং প্লাটফর্মকে সুন্দর গর্বিত করবো।দেখতে চাই এই প্রার্থনাতে আমরা কতদূর পছন্দ এগিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কারণ সামনে আমাদের এক নতুন একটি বছর আসতে শুরু করছে। এই নতুন বছরে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কতদূর পর্যন্ত যেতে পারি। আমাদের দেখতে হবে। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আরো প্রায় তিন চার হাজার পর্যন্ত ইউজার আনবো।
An agricultural man can have but little to great experience. If he is a hard working man. So if he can't work hard. returns from that place. Then that person can never move forward. I think the man here is sitting so nicely with the shop. There was a time when that man had a very small shop. But sat here. After that gradually his shop became very big.This is how a person can move forward. But I have a desire ahead. I can do better. I have to be patient for that. But I have to do something bigger than this little one. You all know that. I am working as day laborer in brick kiln.If I want to do something, I need a lot of money. And if I need this money, I have to deposit money gradually. Then I will be fulfilled in that hope. I hope you will like my post today. Later of course I again nicely in my post. I will try to show it to you. You will be well and be healthy. And always try to stay with this platform.Very soon the new year has started to come to us. I hope from this new year. You will try to do better. Because new year means new people coming into life. And is about to be fulfilled. That is what people always expect. I also hope to do something good from the platform. And you will work here with faith. And if you work with faith, something good will happen.Yesterday I brought my uncle to this platform through me. I will try more. Gradually adding new users to the platform.I hope my uncle. He came to this platform but because of gaining his trust. He has come here and I hope he will achieve a lot of good things here like me. Because everyone here is to work to earn. It's here and we'll move forward together. And make the platform proud.Let's see how far we can push the choice in this prayer. We have to wait for that. Because a new year is coming to us. How far can we go from start to finish in this new year? We will have to see. Until then we have to wait. I will bring about three to four thousand more users.