I did beautiful flower photography in the afternoon.

in blurt-188398 •  yesterday  (edited)

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I have come to you with photography. Hope you like it very much.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ফটোগ্রাফি নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250219_173031.jpg

As you can see I have done a very beautiful flower photography. I went out in the afternoon. I couldn't figure out what to photograph. I can do a very nice photography. So I went out in the afternoon. To collect some beautiful pictures. Then I thought I might be able to do better photography if I went to the river. Some vegetable plants were planted there. And I got to see the flower of that vegetable.I photographed that flower. I thank the village farmer a lot. Because farmers always see where to plant vegetables. The crop will be good. Because there is empty space in the river. But there is provision of water. Because of which vegetables have been planted there.

আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর একটা ফুলের ফটোগ্রাফি করেছি। আমি বিকেল বেলা বের হয়েছিলাম। আমি ভেবে পাচ্ছিলাম না কিসের ফটোগ্রাফি করলে। অনেক সুন্দর একটা আমি ফটোগ্রাফি করতে পারব। তো আমি বিকেল বেলা বের হয়েছিলাম। কিছু সুন্দর ছবি সংগ্রহ করার জন্য। তারপর আমার মনে হল নদীর ধারে গেলে আমি হয়তো অনেক ভালো ফটোগ্রাফি করতে পারব। সেখানে কিছু সবজির গাছ লাগানো ছিল। আর সেই সবজির ফুল দেখতে পেয়েছিলাম।আমি সেই ফুলের ফটোগ্রাফি করেছি। আমি গ্রামের কৃষককে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ কৃষকেরা ও সব সময় দেখে কোন জায়গায় সবজি রোপন করলে। ভালো ভাবে ফসল হবে। কারণ নদীর ভেতর ফাঁকা জায়গা রয়েছে। সেখানে কিন্তু পানি দেওয়ার ব্যবস্থা রয়েছে। যার কারণে সেখানে সবজি রোপণ করেছে।

IMG_20250219_173033.jpg

IMG_20250219_173055.jpg

IMG_20250219_173100.jpg

IMG_20250219_173119.jpg

We are all on this platform. Moves further forward. If we want to take this platform forward. Everyone must work together here. And pay attention to commenting on each other's posts. Then we can achieve something good from here. And because of that, we are working here. So if there is any mistake in my post. Of course forgive me. Because I have tried to present myself to you in a very beautiful way.

সবাই মিলে আমরা এই প্লাটফর্মকে। আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা এই প্লাটফর্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাইলে। সবাই একসঙ্গে এখানে কাজ করতে হবে। এবং মনোযোগ দিতে হবে একে অপরের পোস্টে কমেন্ট করতে হবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু ভালো কিছু অর্জন করতে পারবো।আর তার কারণে কিন্তু আমরা এখানে কাজ করে যাচ্ছি। তো আমার এই পোস্টে যদি কোন ভুল হয়ে থাকে। অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। কারণ আমি অনেক সুন্দর ভাবে আমারই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!