Memories of playing in childhood.

in blurt-188398 •  3 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am also very well. I am also present today. How did we spend our days during our childhood? Today I remembered those days. I will show you through this picture.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকেও উপস্থিত হয়েছি। আমাদের সেই শৈশবকালে কিভাবে আমাদের দিন কাটতো। আজকে সেই দিনগুলো মনে পড়ে গেল। আমি এই ছবির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো।

IMG_20241006_101437.jpg

Every human being in the world has passed their childhood. How beautiful those days were. But we still remember that day. How beautiful those days were. In childhood with younger brothers and younger children. How beautiful we used to play and especially we are playing like this in muddy water.

পৃথিবীর প্রত্যেকটা মানুষের শৈশবকাল কেটে গিয়েছে। সেই দিনগুলো কতই সুন্দর ছিল। কিন্তু আমাদের এখনো সেই দিনের কথা মনে পড়ে যায়। সেই দিনগুলো কতই সুন্দর ছিল। ছোটবেলায় ছোট ভাইদের সঙ্গে এবং ছোট বাচ্চাদের সঙ্গে। কত সুন্দর ভাবে খেলাধুলা করতাম আর বিশেষ করে আমরা কাদা পানিতে এই ভাবেই আমরা খেলাধুলা করছি।

IMG_20241006_101407.jpg

Today when I went out. Then I saw that my uncle had two brothers. They were playing with the tiny car very nicely. This is exactly how we once passed sports. Now that we have grown up, we don't want to go back to these games. But once in a while we are playing sports in this and that way. Seeing these games reminded me of my childhood. Sometimes I grew up remembering it. Where did that day go? This is the reality of the world.

আজকে যখন আমি বাহিরে গেলাম। তখন দেখলাম আমার চাচাতো তো দুই ভাই। খুবই সুন্দর ভাবে তারা কাঁদায় ছোট্ট গাড়ি দিয়ে খেলা করছিল। ঠিক এইভাবে আমরাও একসময় খেলাধুলা পার করেছি। এখন আমরা বড় হয়ে গিয়েছি তাই এসব খেলায় আর ফিরে যেতে মন চায় না। কিন্তু একসময় ঠিকই এই ওরকম ভাবে আমরা খেলাধুলা করছি। এই খেলা গুলো দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল।মাঝে মাঝে মনে হটাৎ করে বড় হয়ে গেলাম। সেই দিনটি কোথায় হারিয়ে গেল। এটাই পৃথিবীর বাস্তবতা।

IMG_20241006_101424.jpg

IMG_20241006_101445.jpg

You see they are playing this sport with a smile and happiness. They have no complaints about this game. Because they are enjoying themselves here with small cars. Carrying small items from one place to another. That's as much their part of the game as it was ours.

আপনারা লক্ষ্য করুন তারা হাসি খুশিতেই এই খেলাধুলা করতেছে। তাদের মনে কোন অভিযোগ নেই এই খেলা। কারণ তারা আনন্দ পাচ্ছে তারা এখানে ছোট্ট গাড়ি দিয়ে। এক জায়গা থেকে আরেক জায়গায় ছোট্ট করে কিছু মালামাল নিয়ে যাচ্ছে। এটাই তাদের খেলার অংশ যেমন আমাদের ছিল।

IMG_20241006_101446.jpg

Sometimes I see them always smiling. That's why they play games. I think birth comes after birth. Give toys to those children. Then I can remember my childhood. And never give them a mobile when they are young. Then they can study well. Just like we had that day. That's how they have to spend their days. We never had smartphones in our childhood so we can study well. In today's era, if children see mobile, they want to study less. So they should be kept away from such smart phones to make them highly educated. Then they can study well.

মাঝে মাঝেই দেখি তাদের মনে সব সময় হাসিখুশি।এই নিয়েই এইসব খেলাধুলা করে। আমি মনে করি জন্মের পর জন্ম নেয়। সেই বাচ্চাদের হাতে যেন খেলনা তুলে দেয়। তাহলে জীবন মনে রাখতে পারব সেই শৈশবকালের কথা। এবং তাদেরকে কখনো ছোট থাকাকালীন মোবাইল দিব না। তাহলে তারা ভালো পড়াশোনা করতে পারবে । ঠিক যেমন আমাদের সেই দিন পার করেছি। সেইভাবে তাদের দিন পার করে দিতে হবে।শৈশবকালে কখনোই স্মার্টফোন ছিল না তাই আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারছি। এখনকার যুগে বাচ্চারা মোবাইল দেখলে তারা পড়াশোনা কম করতে চাই। তাই তাদের উচ্চ শিক্ষিত করতে এইরকম স্মার্ট ফোন থেকে দূরে রাখায় উচিত। তাহলে তারা ভালো পড়াশোনা করতে পারবে।

IMG_20241006_101447.jpg

I remembered some childhood sports. I used to play with bicycle tires. If you ever swim in the river. I used to take a bath with the wheel tube of a big car and sometimes secretly blindfolded and cracked a stick. These things can never be forgotten in life. May you be well, be healthy, take love.

শৈশবকালের কিছু খেলাধুলার কথা মনে পড়ে গেল। সাইকেলের টায়ার নিয়ে কখনো খেলাধুলা করতাম। কখনো নদীতে সাঁতার কাটতে পারলে। বড় গাড়ির চাকা টিউব নিয়ে গোসল করতে যেতাম আবার কখনো লুকোচুরি চোখ বেধে খুটি ফাটানো আরো কত কি এসব কখনো ভোলা যায় জীবনে না। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নিন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 months ago  ·  

আপনার আইডিকে BlurtBooster ভেরিফাইড করার জন্য আজকে আমি রিভিউ করে দেখেছি। আপনি ইতিমধ্যে নয়টি পোস্ট করেছেন যেখানে আপনাকে ১৪ টি পোস্ট করতে হবে। আর এর সাথে আপনি এই কয়দিনে কোন ধরনের কমেন্ট করেননি আপনাকে অন্তত প্রত্যেকদিন পাঁচটি করে কমেন্ট করতে হবে। এছাড়াও আপনি আজ পর্যন্ত কাউকে ফলো করেননি আপনাকে অন্তত দশজনকে ফলো করতে হবে। এই সকল শর্তগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে ভেরিফাইড করে দিব।

  ·  3 months ago  ·  

আমি অবশ্যই এই নিয়ম মেনে কাজ করবো। আমার পাওয়ার কম ছিল। তার জন্য কমেন্ট করতে পারিনি। আমি কমেন্ট করবো মিস হবে না। ধন্যবাদ সঠিক পরামর্শ দেওয়ার জন্য।