হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সরিষা ফুলের ফটোগ্রাফি নিয়ে। আপনারা হয়তো অনেকেই ফুল পছন্দ করেন। আর এই সরিষা ফুল কিন্তু এই শীতের মৌসুমে কিন্তু দেখা যায়। কারণ এই সময়ে তো কৃষকেরা সরিষাব রোপণ করে থাকেন।এই শীতের মৌসুম আসলে আমরা অনেক কিছুর জন্য অপেক্ষা করে থাকি। যা গরমের সময়ে তা যে জিনিসটা আমরা পাই না। সেই জিনিসগুলো আমরা কিন্তু শীতের সময় পেয়ে থাকি। আর বিশেষ করে এই সরিষা ফুল দেখতে অনেক সুন্দর লাগে। আমরা কিন্তু সেই ছোটবেলায় থাকাকালীন। আমরা এই সরিষা ফুল অনেক পছন্দ করতাম। আর যখনই এই সরিষা ফুল হলুদ হয় তখন অন্য মানুষের মোবাইল ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলতাম।হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সরিষা ফুলের ফটোগ্রাফি নিয়ে। আপনারা হয়তো অনেকেই ফুল পছন্দ করেন। আর এই সরিষা ফুল কিন্তু এই শীতের মৌসুমে কিন্তু দেখা যায়। কারণ এই সময়ে তো কৃষকেরা সরিষাব রোপণ করে থাকেন
Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. With mustard flower photography. Many of you probably like flowers. And this mustard flower is seen only in this winter season. Because during this time farmers plant. This winter season we actually look forward to many things. Which is something we don't get during summer. But we get those things during winter. And especially this mustard flower looks very beautiful. But when we were still young. We loved this mustard flower. And whenever this mustard flower turned yellow, we used to take pictures with other people's mobile cameras.This winter season we actually look forward to many things. Which is something we don't get during summer. But we get those things during winter. And especially this mustard flower looks very beautiful. But when we were still young. We loved this mustard flower. And whenever this mustard flower turned yellow, we used to take pictures with other people's mobile cameras.
আমি এমন একটি কথা বলবো আপনারা কল্পনাও করতে পারবেন না। এই সরিষা ফুল দিয়ে কিন্তু ডিম ভাজি তৈরি করা যায়। আর এই ডিম ভাজি যদি আপনি একবার খেতে পারেন। তবে আপনি সারা জীবন মনে রাখতে পারবেন। যে এত সুস্বাদু সরিষা ফুল দিয়ে কিন্তু ডিম ভাজি তৈরি করা যায়। আর বিশেষ করে এই কথা শুধু গ্রামের মানুষই জানে। হয়তো শহরের মানুষ এ কথাটি হয়তো জানে না।যদি আপনি সরিষা ফুল দিয়ে ডিম ভাজি তৈরি করে খেতে পারেন। তবে আপনার শরীরের জন্য অনেক উপকার রয়েছে। তবে সরিষা ফুলে অনেক ভিটামিন সি রয়েছে। জানার জন্য অনেক উপকার আর আমরা অনেক পছন্দ করি। এই সরিষা ফুল দিয়ে ডিম ভাজি তৈরি করে খাই এই মৌসুমে।আমি কিন্তু অনেক আগে থেকেই পরিকল্পনা করেছিলাম। আজকে দিনের ভিতরে যে কোন এক সময়ে আমি এই জমির দিকে যাব। এবং এই সরিষা ফুলের ফটোগ্রাফি করব। আমি যেহেতু আমি অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলাম। যে আমি সরিষার ফুল খুব পছন্দ করি। আর আজকে অনেক সুন্দরভাবে ফটোগ্রাফি করব। তবে এখন পর্যন্ত অনেকগুলো জমি বাহির হয়েছে। এরকম সুন্দরভাবে হলুদ হওয়া বাকি জমির ফুল হলুদ হয়ে উঠবে। তখন কিন্তু অনেক সুন্দর ভাবে দেখাবে।আমাদের গ্রামের জমি এখনো অনেক বাকি রয়েছে। যেগুলো জমিতে এখনো পুরোপুরি ভাবে জমির শরিষা ফুল বড় হতে শুরু করেনি। তবে সারা গ্রামের যত জমি রয়েছে সব ফুল যখন হলুদ হয়ে উঠবে। আমাদের গ্রামটি আরো অনেক সুন্দর দেখাবে। আমি কিন্তু সেই সময় গিয়ে আপনাদের মাঝে। এত সুন্দর একটি দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমি অনেক ছোটবেলা থেকেই গ্রামে রয়েছি।
I will tell you something you cannot even imagine. This mustard flower can be made with fried eggs. And if you can eat this fried egg once. But you can remember it for the rest of your life. That so delicious mustard flower can be made with fried eggs. And especially only village people know this. Maybe the city people don't know this.If you can make fried egg with mustard flower and eat it. But there are many benefits for your body. However, mustard flowers contain a lot of vitamin C. There are many benefits to know and we love many. Egg fried with this mustard flower is prepared and eaten in this season.But I had planned long ago. Today I will be heading towards this land sometime during the day. And I will photograph this mustard flower. As I had planned long ago. That I like mustard flower very much. And I will do photography very nicely today. But so far many lands have been released. The flowers of the rest of the land that are so beautifully yellow will turn yellow. But then it will look very beautiful.There is still a lot of land left in our village. Those that have not yet fully started to grow mustard flowers. But all the flowers in the whole village will turn yellow. Our village will look much more beautiful. But I went to you at that time. I will try to show such a beautiful scene. Since I have been in the village since childhood.
সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি এত সুন্দর প্লাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছি। আর আপনাদের মাঝে এত সুন্দর ভাবে এই প্লাটফর্মে কাজ করতেছি। আর তার কারণে আমি আমার গ্রামের সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাহলে আপনারা অবশ্যই খুশি হবেন। যে আমি ছোটবেলা থেকে কত সুন্দর একটি গ্রামের পরিবেশে বড় হয়েছি।এ প্লাটফর্মে সুন্দর একটা পরিবেশ গড়ে উঠবে। আমাদের জন্য আমি এই প্লাটফর্মে অনেক সুন্দরভাবে কাজ করে যাচ্ছি। আমি আমার নিজের যেটুকু যথেষ্ট পরিমাণ দিয়ে আমি আমার দায়িত্ব পালন করতেছি। মডারেটর হিসেবে আর আমি সবসময় চাই যে এই প্লাটফর্মটি অবশ্যই একদিন বড় হবে। এবং ভালো কিছু হবে আমি এই প্লাটফর্মে অনেক সুন্দর করে কাজ করেছি। আমি যেভাবে পোস্ট করতেছি আমি আরো সুন্দরভাবে। আমার পোস্ট করে করার চেষ্টা করবো।এ প্লাটফর্মকে এমন সুন্দরভাবে গড়ে তুলতে হবে।যে যে ব্যক্তি আসবে সেই ব্যক্তি যেন আর পিছন দিকে না ফিরে যেতে পারে। কারণ একটা জায়গায় আসলে সেই জায়গাটিতে অবশ্যই একটা মানুষকে পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম করলে কিন্তু সেই ব্যক্তি অবশ্যই ওপর দিকে এবং ভালো কিছু জীবনে করতে পারবে। ঠিক যেমন একজন মানুষ জীবিকা নির্বাহ করতে গেলে। এসে যায় তাহলে সে মানুষের জীবিকা নির্বাহ করার জন্য। সেই মানুষের বেতন বেড়ে যাবে।আমি সব সময় আমি আপনাদের আশায়। এখানে এই প্লাটফর্মে আমার বিশ্বাস নিয়ে এখানে কাজ করে যাব। আমি এখানে বিশ্বাস নিয়ে এসেছি। এবং বিশ্বাস নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার আমার লক্ষণ রয়েছে। যেন আপনারা আমাকে অনেক ভালোভাবে সাপোর্ট করবেন। আর আমি এখানে অনেক ভালোভাবে সবাইকে এখানে সহযোগিতা করে যাব। কারণ আমার সহযোগিতায় একজন মানুষ অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। আর আমাকে বিশ্বাস করে এ প্লাটফর্মে একটা কমিউনিটিতে দায়িত্ব দেয়া হয়েছে।আমি এই কর্তব্যটি পালন করতে পারবো দেখে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর আমি আমার এই বিশ্বাসটুকু সব সময় এবং সারা জীবন রাখব। এই প্লাটফর্মের ওপর আমি আশা করব। আপনারা অবশ্যই আমাকে ভালোভাবে সাপোর্ট করবেন। আর সাপোর্ট করলে আমি আমার ভালো দিক দিয়ে এগিয়ে যেতে পারবো।
The biggest thing is that I have joined such a beautiful platform. And you are working so beautifully on this platform. And because of that I will try to show you the beautiful view of my village then you will definitely be happy. That I have grown up in a beautiful village since childhood.A beautiful environment will develop on this platform. For us I am doing very well on this platform. I am doing my duty with enough of my own. As a moderator and I always wish that this platform will surely grow bigger one day. And the good thing will be that I have worked very well on this platform. The way I post is nicer. I will try to post mine.This platform should be built in such a way that the person who comes cannot turn back. Because in a place, a person must work in that place. And if he works hard, that person will definitely be able to do something good in life. Just as a man goes about making a living. If he comes then he is to make a living for people. That person's salary will increase.I always hope for you. I will work here with my faith in this platform. I came here with faith. And I have signs of going far with faith. May you support me very well. And I will help everyone here very well. Because with my help a person will go far. And believe me, a community has been entrusted with this platform.Seeing that I can fulfill this duty. I have been assigned. And I will keep this belief of mine all the time and for the rest of my life. I hope on this platform. You must support me well. And if you support me, I can move forward in my best way.