All kinds of information about traditional haat travel.

in blurt-188398 •  27 days ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am also very well. I am among you is a travel story This travel story is. I will tell about our traditional big hut. I hope to show you around this market. You will like it very much. Since I longed to go to market since childhood. Many things are available in this market and you will be very happy to see them.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি ভ্রমণ গল্প এই ভ্রমণ গল্প হল। আমাদের ঐতিহ্যবাহী অনেক বড় একটি হাট সম্পর্কে আমি বলব। আমি আশা করি এই হাট আপনাদের ঘুরে দেখাবো। আপনাদের অনেক ভালো লাগবে। যেহেতু আমি অনেক ছোটবেলা থেকে হাটে যাওয়ার আশা করি। অনেক কিছু এই হাটে পাওয়া যায় অনেক খুশি হয়ে উঠবেন দেখতে পেয়ে।

IMG_20241010_113916.jpg

Bogra is the largest in our district. The traditional step is Sultanganj Hat. This haat starts here once a week. And people come here from far and wide. Consumers buy many products. Some come to buy cows and goats, some come to buy and sell cows and goats. I entered the market and then went inside.

আমাদের বগুড়া জেলার ভিতর সবচেয়ে বৃহত্তম। ঐতিহ্যবাহী ধাপ সুলতানগঞ্জ হাট। এখানে সাপ্তাহিক একদিন এই হাট শুরু হয়। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে। ক্রেতারা অনেক কিছু পণ্য কেনার জন্য। কেউ গরু ছাগল কেনার জন্য কেউ গরু ছাগল বেচা কেনার জন্য আসে। আমি হাটের ভিতর প্রবেশ করলাম তারপর ভিতর দিকে গেলাম।

IMG_20241010_113413.jpg

I have shared the picture with you. You can see a hat on my head. This hat is made of bass cane only. This hat is very important for the farmer to protect from the sun. I think I like it a lot. There are many benefits for the farmer. This hat will be of great benefit to the farmers when they work under the sun. Many products are shown here. Which we need in many ways at home. You can easily buy this hat for 120 rupees.

আমি আপনাদের মাঝে ছবি শেয়ার করেছি। আমার মাথায় একটি টুপি দেখতে পাচ্ছেন। এই টুপিটি শুধুমাত্র বাসের বেতের তৈরি করা হয়েছে। এই টুপিটি কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ রোদ থেকে বাঁচার জন্য। আমাকে মনে হয় অনেক ভালো লাগতেছে। কৃষকের জন্য অনেক উপকার রয়েছে। যখন কৃষকেরা রোদের ভিতর কাজ করবে তখন এই টুপি তাদের অনেক উপকার দিবে। এখানে অনেক পণ্য দেখা যাচ্ছে। যা আমাদের বাড়িতে অনেক রকমের কাজে দরকার। এই টুপির দাম১২০ টাকা সহজে কিনতে পারবেন।

IMG_20241010_114024.jpg

IMG_20241010_114026.jpg

IMG_20241010_113201.jpg

IMG_20241010_113204.jpg

IMG_20241010_114226.jpg

IMG_20241010_113556.jpg

IMG_20241010_113618.jpg

IMG_20241010_113619.jpg

IMG_20241010_113708.jpg
It took me a lot of time to move around in this direction. After wandering around a little more, I saw this fishing net here. Which we are not a person who has not used this netting. Fishing is done beautifully with nets. All kinds of small and big fish in the river canal. Then we took some more time and wandered around a bit. Rabbits are being sold here. There are many people selling rabbits. There are all kinds of rabbits, big and small. You can buy from here as you like.

আমার এই দিকে অনেকটা সময় নিয়ে ঘোরাফেরা করা হলো। এরপর আর একটু ঘোরাফেরা করতে দেখলাম এখানে এই মাছ ধরার জন্য ঝাঁকি জাল। যা আমরা এমন কোন মানুষ নেই যে এই ঝাঁকি জাল ব্যবহার করিনি। জাল দিয়ে অনেক সুন্দরভাবে মাছ শিকার করা হয়। নদী খাল বিলে ছোট বড় সব রকমের মাছ। তারপর আমরা আরো একটু সময় নিয়ে একটু ঘোরাফেরা করতে দেখলাম। এখানে খরগোশ বিক্রয় করা হচ্ছে। অনেক মানুষ রয়েছে খরগোশ বিক্রয় করার জন্য। ছোট্ট বড় সব রকমের খরগোশ আছে। পছন্দ মত করে এখান থেকে কেনা যাবে।

IMG_20241010_112501.jpg

IMG_20241010_112507.jpg

IMG_20241010_112512.jpg

Inside the market where vegetable seedlings are available. I went there for photography. Because I wanted to show you everything. So I had to come here. Then I came here and did photography. All types of vegetable seedlings are available here. And especially from here you will get green chillies. Because of such a beautiful market. Village farmers have benefited a lot. A lot can be bought from here.

বাজারে ভেতর যেখানে সবজির চারা পাওয়া যায়। আমি সেই দিকে গেলাম ফটোগ্রাফি করার জন্য। যেহেতু আপনাদেরকে আমি সবকিছু দেখাতে চেয়েছি। তাই আমাকে এদিকে আসতে হল। তারপর আমি এখানে এসে ফটোগ্রাফি করলাম। এখানে সব ধরনের সবজি চারা পাওয়া যায়। আর বিশেষ করে এখান থেকে আপনি কাঁচামরিচের গাছ পেয়ে যাবেন। এত সুন্দর বাজার থাকার কারনে। গ্রামের কৃষকদের অনেক সুবিধা হয়েছে। এখানে থেকে অনেক কিনে নিয়ে যেতে পারে।

IMG_20241010_112530.jpg

He worked so hard to cultivate vegetables. We can easily buy and eat vegetables. Because the farmers are gradually increasing in our village. There must be such farmers in the village. Then we are very easily we are vegetables. And can collect all kinds of vegetable food. People are working tirelessly. We have to move forward like this. Hard work is required to achieve success. May you be well, be healthy, take love.

এত কঠোর পরিশ্রম করে সবজি চাষ করে দেখে। আমরা খুব সহজে আমরা সবজি কিনে খেতে পারি। কারণ আমাদের গ্রামে ধীরে ধীরে আরো বেড়েই চলছে কৃষকেরা। এরকম কৃষক থাকতেই হবে গ্রামে। তাহলে আমরা খুব সহজেই আমরা সবজি। এবং সব ধরনের সবজি খাবার সংগ্রহ করতে পারব। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মানুষেরা। আমাদেরকে এভাবে সামনে দিকে এগিয়ে যেতে হবে। সফলতা অর্জনের জন্য পরিশ্রম প্রয়োজন। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নিন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!