Dear friends of the platform, how are you all? Alhamdulillah I am very well. I am present among you. As you can see in the photography here. I have done photography in a very beautiful way. Here you can see the cow market. In fact, people from many villages in the world buy cows and buffaloes. Again the market is sold and bought.There is no person in the world who does not raise animals. Every person keeps such animals in their homes. And the animals are bought from the market. We have seen and heard but in such a good way. There are many people who choose and buy the animals. There are many types of birds, both big and small. Which birds can be kept at home. But more money is accepted than all that.I like photography very much. I planned to go to a market. We are far from here. But if we get into the car. But it doesn't take long. If there is a traffic jam on the road. But it takes a little longer. So we waited a long time. Then I reached that market. Upon arrival to enter inside the market. This is how we see a beautiful animal market. From where I took a photograph so beautifully. Many cows are seen here. I took a photograph from the middle of When a person examines an animal. Brings home to nurture. If you sell it after keeping it for a long time. So sorry for that. Because innocent animals can never speak. Because he will stay in your house as you nurture him. Then you can understand how stupid they are.
প্ল্যাটফর্মের প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা এখানে ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর ভাবে আমি ফটোগ্রাফি করেছি। এখানে গরুর বাজার দেখতে পাচ্ছেন। আসলে পৃথিবীতে অনেক গ্রাম থেকে মানুষ গরু মহিস কিনে নিয়ে যায়। আবার বাজারে বেচা কেনা হয়ে যায়।পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে পশুপাখি লালন-পালন করে না।। প্রতিটা মানুষ কিন্তু ও নিজেদের বাড়িঘরে এরকম প্রাণীদের লালন পালন করে থাকে। আর প্রাণীগুলোকে কিনে আনা হয় বাজার থেকে। আমরা দেখে শুনে কিন্তু যে রকম ভালোভাবে। বাছাই করে কিন্তু প্রাণীগুলোকে কিনে আনি অনেকে। আবার পছন্দ করে এর ছোট-বড় পাখি অনেক ধরনের পাখি রয়েছে। যেগুলো পাখিকে বাড়িতে রেখে লালন পালন করা যায়। সেই সব থেকেও কিন্তু অনেক ভালো টাকা গ্রহণ হয়ে থাকে।আমার ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আমি একটা বাজারে যাওয়ার জন্য পরিকল্পনা করেছিলাম। আমাদের এখান থেকে অনেক দূরেই হয় অবশ্য। কিন্তু যদি আমরা গাড়িতে উঠি। তবে বেশি সময় লাগে না। যদি রাস্তায় যানজট লেগে যায়। তবে একটু বেশি সময় লেগে যায়। তো আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছি। তারপর সেই বাজারে পৌছালাম। পৌঁছানোর পরে বাজারের ভিতরে প্রবেশ করতে। এরকম আমরা সুন্দর একটি প্রাণীদের বাজার দেখতে পাই। যেখান থেকে আমি এত সুন্দর ভাবে একটি ফটোগ্রাফি করেছি। এখানে অনেক গরুই দেখা যাচ্ছে। তার মাঝখান থেকে আমি একটা ফটোগ্রাফি করেছিযখন কোন মানুষ যাচাই বাছাই করে কোন প্রাণীকে। লালন পালন করার জন্য নিজের বাসায় নিয়ে আসে। দীর্ঘদিন তাকে পালন করার পর বিক্রয় করলে। তার জন্য অনেক আফসোস হয়। কারণ নিরীহ প্রাণী কখনো কথা বলতে পারে না। কারণ যাকে যেভাবে লালন পালন করবেন ঠিক সেভাবেই কিন্তু সে আপনার বাড়িতে থাকবে। তাহলে বুঝতে পারতেছেন যে তারা কত নীরহী প্রাণী।
We were taken around the cow market for a long time. Then it was entered further inside. Here you can see the fish market. A very large quantity of fish is seen here in a shop. They are very big traders. Because of which he bought such a big fish. Only those who can afford it will buy such big fish. I am impressed with such beautiful photography.When it comes to business, no business should be underestimated. Starting in any business is bound to achieve success. I think these traders. But from a much, much smaller business. It goes a long way. But not a fish manager here. There are many here but from small but they have progressed very far in a very beautiful way, here is a very big market.I started with any business by gaining faith in my heart. Thought I'd give the raw vegetable shop a go. Then I have to fix a place. I think there is a position in the market. That I sat down with green chilies and lots of things. And slowly tried to go far. It may take me a year to a year and a half.People should do only good things for people. One needs everyone's support. Of course someone will support me one day. Of course I see each other in the future. Many people will try to move forward. Just like that some of us have to try to move forward like this. But I am present on this platform to do something good. You have loved me so much. And if you get love here from the beginning, many people will be interested here. And will do a lot of good. Because maybe about this platform. Many have no idea. That can be earned so nicely Maybe many people have no idea what happened. Inquisitor may not know. How do we reach them? We will try to reach them through social media. We will try to reach them through Facebook and Twitter. Then they will know about this. And they will try to account. Then here you will know about who.
আমাদের তো অনেকটা সময় নিয়েই গরুর বাজারে ঘোরাফেরা করা হলো। এরপর আরো অনেক দূর পর্যন্ত ভিতরে প্রবেশ করা হলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাছের বাজার। এখানে একটা দোকানে অনেক অনেক বড় পরিমাণে মাছ দেখা যাচ্ছে। এনারা অনেক বড় একজন ব্যবসায়ীরা। যার কারণে এত বড় মাছ কিনে এনেছে। যাদের সামর্থ্য রয়েছে তারাই কিন্তু এরকম বড় মাছ কিনবে। আমি এত সুন্দর একটি ফটোগ্রাফি করেছি আমি মুগ্ধ হয়েছি।ব্যাবসা করলে কোন ব্যবসাকে ছোট করে দেখা উচিত নয়। যে কোন ব্যবসাতে শুরু করলে অবশ্যই সফলতা অর্জন আসে। আমি মনে করি এই ব্যবসায়ীরা। কিন্তু অনেক অনেক ছোট একটা ব্যবসা থেকে। অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়ে যায়। এখানে কিন্তু একজন মাছ ব্যবস্থায়ী না। এখানে অনেকেই রয়েছে তারা কিন্তু ছোট থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে অনেক সুন্দর ভাবে এখানে হচ্ছে অনেক বড় একটি বাজার।মনের ভেতর বিশ্বাস অর্জন করে যে কোন একটা ব্যবসা দিয়ে শুরু করলাম। মনে করলাম যে আমি কাঁচা সবজির দোকান দিব। তাহলে আমাকে একটা জায়গা ঠিক করতে হবে। বাজারে একটা পজিশন দেখে তাহলে সেখানে আমি মনে করেন। যে আমি কাঁচা মরিচ এবং অনেক কিছু নিয়ে বসলাম। এবং ধীরে ধীরে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। আমার হয়তো এক থেকে দেড় বছর পর্যন্ত সময় লাগবে।মানুষ মানুষের জন্য শুধুমাত্র ভালো কিছু করতে হলে। একজনের সবার সাপোর্ট দরকার। অবশ্যই আমাকে কেউ হয়তো একদিন সাপোর্ট করবে। অবশ্যই আমি ভবিষ্যতে একে অপরের দেখে। অনেক মানুষ কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক তেমন আমাদের কেউ এভাবে এগিয়ে যাওয়া চেষ্টা করতে হবে। আমি কিন্তু এই প্লাটফর্মে ভালো কিছু করার জন্যই উপস্থিত হয়ে। আপনারা আমাকে অনেক ভালোবাসে দিয়েছেন। এবং শুরু থেকে এখানে ভালোবাসা পেলে অনেকে এখানে আগ্রহ জাগবে। এবং অনেক ভালো কিছু করবে। কারণ এই প্ল্যাটফর্ম সম্পর্কে হয়তো। অনেকের ধারণাই নেই। যে এখানে এত সুন্দর ভাবে উপার্জন করা যায়ধারণা নেই তো কি হয়েছে হয়তো অনেকে। খোঁজখবর হয়তো জানে না। আমরা কিভাবে তাদের কাছে পৌঁছাব। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কাছে চেষ্টা করব। যেমন facebook twitter এরকম মাধ্যমে আমরা তাদেরকে পৌঁছানোর চেষ্টা করব। তাহলে তারা এই সম্পর্কে তারা জানবে। এবং তারা অ্যাকাউন্ট করার চেষ্টা করবে। তারপর এখানে কার সম্পর্কে জানবে ।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.