হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। খুব সুন্দর একটি পোস্ট নিয়ে। আজকে আমার চাচার একটা কাজ করে দিয়েছি। আমার চাচার জমিতে হাল চাষ করা।আমি কাজ থেকে সহযোগিতায় আমি নিয়োজিত ছিলাম। তো আমি আজকে বাড়িতে ছিলাম। যার কারণে আমি এই কাজে সহযোগিতা করেছিলাম। গতকাল রাতে আমার বাড়িতে এসেছিল। আমাকে বলল জমিতে হাল চাষ করে নিতে হবে।আমার কাছ থেকে কাজের সহযোগিতা চেয়েছেন। এই জন্য আমি আর কোন কথা না বলে। আমি তাকে বলে দিয়েছে আমি অবশ্যই এ কাজ করার জন্য আমি প্রস্তুত রয়েছি। তো আজকে দুপুরবেলা যখন একজন মানুষ হাল চাষ করার জন্য এই জমিতে আসলো। আমি তাকে বলেছিলাম খুব সুন্দরভাবে এই জমিতে হাল চাষ করতে হবে। তাহলে এখানে উপযুক্ত ধানের বীজ রোপন করার জন্য হবে। এই মাটি তো আমরা সেখানে কিন্তু অনেকটা সময় অপেক্ষা করেছিলাম। এই মানুষের জন্য যেহেতু এখানে অনেক কাজ বাকি ছিল। আমরা সেই কাজ সম্পন্ন করেছিলাম।
Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. A very nice post. Today I did a job for my uncle. Plowing in my uncle's land. I was engaged in helping out from work. So I was at home today. Because of which I cooperated in this work. came to my house last night. He told me to plow the land.He asked me for work support. For this I do not say anything more. I told him I am definitely ready to do this. So today at noon when a man came to this land to plough. I told him to plow this land very nicely. Then there will be suitable paddy seeds for planting. We waited a long time for this soil. As there was much work left for this man. We did that.
বেশ অনেকটা সময় অপেক্ষা করার পর। সেই মানুষ এসে খুব সুন্দর ভাবে হাল চাষ করে দিল। তার হাল চাষ করা হয়ে গেলে। এখানে অনেক সুন্দর ভাবে কাদা হয়েছিল। উঁচুর নিচু হয়েছিল যার কারণে। আমরা কোদাল দিয়ে খুব সুন্দর ভাবে জায়গাটি সমান করে দিয়েছিলাম।আমার চাচাতো ভাই আর আমি খুব সুন্দর ভাবে সেই কাজটি সম্পন্ন করলাম। এরপর এখানে কাছে একটি দোকান ছিল। সেই দোকান থেকে ঠিক বিস্কুটে প্যাকেট এনেছিলাম। এরপর আমরা দুই ভাই খুব সুন্দর ভাবে সেই বিস্কুটটি খাওয়া দাওয়া করলাম। যেহেতু এখানে অনেকটা সময় ধরে আমরা কাজ করেছিলাম। যার কারণে একটু হালকা পাতলা আমরা নাস্তা করলাম।আমার চাচাতো ভাই খুব ভালো। এবং আমার থেকে ছোট আমিও তাকে অনেক ভালোবাসি। সে ছোটবেলা থেকেই তার সঙ্গে আমি সময় কাটিয়ে তাকে বড় করেছি। এবং সে সবসময় আমার সাথেই থাকে। যখনই আমি আমার কাজে পাশাপাশি বাড়িতে থাকি। সে কিন্তু আমার সঙ্গেই থাকে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আমি আমার চাচার কাজটি সম্পন্ন করে দিয়েছি। যেহেতু আমরা গ্রামের মানুষ আর গ্রামের মানুষ কিন্তু কৃষি কাজের জন্য খুবই উপযুক্ত।
After waiting for a long time. That man came and plowed very nicely. When his plow is done. It got pretty muddy here. The highs and lows were due to that. We leveled the area very nicely with spades.My cousin and I did it very well. Then there was a shop near here. I brought a packet of biscuits from that shop. Then we two brothers ate that biscuit in a very nice way. Since we worked here for a long time. Due to which we had a light and thin breakfast.My cousin is very nice. And my younger self also loves him a lot. I raised him by spending time with him since he was a child. And he is always with me. Whenever I am at home as well as at my work. But he stays with me. Anyway Alhamdulillah. I have completed my uncle's work. As we are village people and village people but very suitable for agricultural work.
আমি আজকে আমার চাচার যেভাবে কাজের সহযোগিতা করছি।আমি যদি এভাবে আরও কয়েকদিন এভাবে অন্য কাউকে সহযোগিতা করতে থাকি। তবে আমি আরো ভালো কিছু শিখতে পারবো। কারণ গ্রামের মানুষ আমি কারণ আমাকে অবশ্যই কৃষি কাজ শিখে থাকতে হবে। আমি ভবিষ্যতে ভালো কিছু করব। কারণ ফসল চাষ করে সে সবজি এবং বিভিন্ন ধরনের আবাদ করলে। সে সব বিক্রয় করে কিন্তু ভালো অর্জন করা যায়।আজকে আমি যেভাবে আমার কা চাচার কাজ করে দিলাম। আজকে কিন্তু তেমন কোন কষ্ট এবং পরিশ্রমী হয়নি। যদি আপনি মন দিয়ে সে কাজ করেন। তাহলে কখনোই আপনার সে কাজে পরিশ্রম হবে না। শুধু আপনি মনোযোগ সহকারে সেই কাজটি সম্পন্ন ভাবে করবেন। যখনই আপনি অন্য কোন কাজে যাবেন। দতাহলে আপনার সেই কাজটি সম্পন্ন হয়ে দাঁড়াবে আপনার সামনে। তাহলে আপনার কখনোই মনে হবে না। যে এই কাজটি করার সময় আপনার পরিশ্রম করতে হয়েছে।
I am helping my uncle's work today. If I continue to help someone like this for a few more days. But I can learn better. Because I am a villager I must have learned agricultural work. I will do better in the future. Because by cultivating crops, he grows vegetables and different types of crops. He sells everything but can get better.How I did my uncle's work today. But today was not so difficult and laborious. If you do it with your mind. Then you will never work hard. Only you will do it carefully. Whenever you go to any other work. Then your task will be completed in front of you. Then you will never think. That you have to work hard while doing this job.
আমি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে। একটি পোস্ট উপস্থাপন করেছি। আমি আশা করব এই পোস্ট সম্পর্কে আপনাদের মাঝে অনেক ভালো লাগবে। যেহেতু আমি একজনকে সহযোগিতা করছে। আর তিনি হলেন আমার চাচা। আমি যে কোন কারো কাজে আমি সহযোগিতা করতে অনেক পছন্দ করি। আমি কাজ করতে অনেক ছোটবেলা থেকেই পছন্দ করি।আমি নিজের দিক থেকে সবসময় চেষ্টা করব। অন্যকে সহযোগিতা করার। আমি চাই যে আমাদের দেশের মানুষ তা আরো সুন্দরভাবে বেঁচে থাকে। আর আমি চাই যে আমাদের মত অনেক মানুষ রয়েছে। হয়তো অনেকেই এরকম কৃষি কাজ সম্পর্কে জানেনা। এভাবে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে জেনে রাখে। তারাও ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। কারণ এখন বেশিরভাগ মানুষ কৃষি উপর নিভরশীল।আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। পরবর্তীতে অবশ্যই আমি আবারও সুন্দরভাবে আপনাদের মাঝে আমার পোস্ট নিয়ে উপস্থিত হব। আমি এই কিপ্টো কারেনসি সম্পর্কে আমি আগেই কোন কিছুই জানতাম না। যখন ধীরে ধীরে এই সম্পর্কে জানতে শুরু করলাম। তখন অনেক ধরনের কিপটোকানেসি সম্পর্কে আমি জানতে পেরেছি অনেক ধরনের দাম ওঠানামা করে।ভার্চুয়াল মুদ্রার নামে আমাদের কাছে পরিচিত। এই মুদ্রা কখনো আমরা হাতে নাড়া ছাড়া ছোঁয়া করতে পারি না। কারণ এই মুদ্রা শুধুমাত্র আমরা অনলাইনে দেখতে পাবো শুধুমাত্র লোগোর মাধ্যমে। আর এখানে ওঠানামা করে আমরা কিন্তু এখান থেকে উপার্জন করতে পারি। তবে এখানে কিন্তু নিজের দায়িত্ব নিয়ে এখানে কিন্তু ইনভেস্ট করেও ইনকাম করা যাবে। তবে এখানে অনেক রিক্স থাকলেও এটা নিজের দায়িত্বে নিতে হবে।এই ভার্চুয়াল মুদ্রা সম্পর্কে আরো যদি বেশি কিছু জানার প্রয়োজন হয়। তবে এখানে আপনাকে প্রচুর গবেষণা করতে হবে। এবং সে সম্পর্কে আপনাকে জানার জন্য অনলাইনে খোঁজখবর রাখতে হবে। এবং সব সময় এখানে আপনাকে নজর দিতে হবে। এবং সব সময় আপনি এখানে দেখবেন কিভাবে কোন কিটো কারেন্সি দাম উঠানামা করতেছে। তাহলে বুঝতে পারবেন সেই মুদ্রার দাম বেশি।ভ্যানচুয়াল জগতের সবচেয়ে বড় কিটো সেই হলো বিটকয়েন। আর উনি হচ্ছে সবচেয়ে বড় একটি কিটো কারেন্সি। যার দাম সব সময় বেশি থাকে। এরপর রয়েছে ইথোরিয়াম ২য় স্থানে আছে।তযখন আপনি দেখতে পাবেন এই সবচেয়ে বড় কয়েন। সেই সব সময় উপর দিকে দাম ওঠানামা করতেছে। তখনই কিভাবে সবগুলো মুদ্রা উপরদিকে ওঠানামা করবে। কিন্তু তার আগে আপনাকে চিন্তা ভাবনা করে এখানে ইনভেস্ট করতে হবে। তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তবে আমি এই প্লাটফর্মে এসেছি। আমি আমার এখানে পরিশ্রম দিয়ে। এখানে আমি ইনকাম করবো।
I am very nice to you. Submitted a post. I hope you enjoy this post. Since I am cooperating with one. And he is my uncle. I love to help anyone in their work. I love to work since childhood.I will always try my best. To help others. I want the people of our country to live more beautifully. And I wish there were more people like us. Maybe many people don't know about such agricultural work. In this way, he helps them and gets to know them. They can also do good things in future. Because now most people are dependent on agriculture.You will be well and be healthy. Later on I will surely come back to you nicely with my post. I didn't know anything about this crypto currency before. When I slowly started to know about this. Then I came to know about different cryptocurrencies with different price Known to us as virtual currency. We can never touch this coin without shaking hands. Because this coin we can only see online only through the logo. And by fluctuating here, we can earn from here. But here you can earn income by investing here with your own responsibility. But even though there are many ricks here, it has to be taken at your own risk.If you need to know more about this virtual currency. But here you need to do a lot of research. And you have to search online to know about that. And all the time here you have to pay attention. And all the time you will see here how any keto currency price is moving. Then you will understand that the price of that currency is high.Bitcoin is the biggest thing in the virtual world. And he is one of the biggest crypto currency. Which is always more expensive. It is followed by Ethereum at the 2nd position.Then you will see this biggest coin. All that time the price is fluctuating upwards. That's how all the currencies will fluctuate upwards. But before that you have to think and invest here. Then you can do better from here. But I came to this platform. I work hard here. Here I will earn.