The Diary Game// It was a day at the best moment.

in blurt-188398 •  2 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. About my very beautiful day. I will show you through the diary. I hope this is my story of the day. You will like it very much. Without delay let's start my story of the day.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার খুব সুন্দর একটি দিন সম্পর্কে। আপনাদের মাঝে ডায়েরির মাধ্যমে আমি তুলে ধরব। আমি আশা করব আমার এই দিনের গল্পটি। আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেরি না করে আমার দিনের গল্পটি শুরু করা যাক।

IMG_20241106_091929.jpg

IMG_20241106_073948.jpg

Alhamdulillah I woke up in the morning like every day. Then I washed my hands and face. Then I quickly prepared the breakfast with my own hands. With eggs, eggs were my favorite. I often eat eggs in the morning. After I finished eating. I had a cow in my house and fed it.Then I went to my uncle's house. I gave my cousin a baby pigeon. Seeing that the child could not be sold, I gave it to him. He raised the child by feeding on it. I am here to see the baby pigeon. I went to their house. I photographed her very nicely.
আলহামদুলিল্লাহ আমি প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠেছি। এরপর আমি হাত মুখ ধুয়ে নিলাম। এরপর আমি খুব দ্রুত করে আমার নিজের হাতে নাস্তাটি রেডি করেছিলাম। সঙ্গে ডিম ছিল ডিম আমার খুবই প্রিয়। আমি প্রায়ই সকালে ডিম খেয়ে থাকি। এরপর আমার খাওয়া দাওয়া হয়ে গেলে। আমার বাড়িতে গরু ছিল তাকে খাবার খাওয়ালাম।এরপর আমার চাচার বাড়িতে গেলাম। আমার চাচাতো ভাইকে ছোট্ট একটি কবুতরের বাচ্চা দিয়েছিলাম। সেই বাচ্চা বিক্রি করা যাবে না দেখে তাকে দিয়েছিলাম। সে বাচ্চাটিকে তোলা আধার খাইয়ে অনেক বড় করেছে। আমি সেই কবুতরের বাচ্চা দেখার জন্যই। তাদের বাড়িতে গিয়েছিলাম। খুব সুন্দর করে আমি তাকে হাতে নিয়ে ফটোগ্রাফি করেছি।

IMG_20241106_091908.jpg

IMG_20241106_091922.jpg

IMG_20241106_110233.jpg

IMG_20241106_111022.jpg

IMG_20241106_133707.jpg

Then I came back home. Then again I had a little light food and drink. Then my mother told me. Rice paste should be brought from the market. Then the rice is soaked with water for some time. Then after removing the rice from the water. I gave it to me.After the work was done I came back home. After that, I took a quick bath in the afternoon. Because I was late. After that the bath was over. Then he called Zohar to wait for a while. I went to the mosque to pray. I returned home after praying. After that I had lunch with At noon I did not go out and slept at home. I am very sleepy and can sleep in the afternoon. My body is very healthy. I fell asleep for that.

এরপর আমি বাড়িতে ফিরে আসলাম। তারপর আবারও একটু হালকা খাওয়া-দাওয়া করে নিলাম। তারপর আমার মা আমাকে বলল। চাউলের আঠা করে নিয়ে আসতে হবে বাজার থেকে। তারপর চাউল কিছু সময়ের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখল। তারপর পানি থেকে চাউল উঠানোর পর। আমাকে দিল আমি মেলে গিয়েছিলাম।কাজ সম্পন্ন হয়ে গেলে আমি বাড়িতে ফিরে আসলাম। এরপর খুব তাড়াতাড়ি করে দুপুরে আমি গোসল করে নিলাম। যেহেতু আমার আসতে দেরি হয়ে গিয়েছিল। এরপর গোসল করা শেষ হয়ে গেল। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে যোহরের আজান দিল। আমি নামাজের জন্য মসজিদে গেলাম। নামাজ আদায় করে বাড়িতে ফিরে আসলাম। এরপর সবার সঙ্গে দুপুরের লাঞ্চ করলামদুপুরের টাইমে আমি বাহিরে না গিয়ে আমি ঘরে শুয়ে থাকলাম। আমার খুব ঘুম ঘুম পাচ্ছে আর দুপুরে ঘুম পারলে। আমার শরীরটা অনেক সুস্থ থাকে। তার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম।

IMG_20241106_165801_1.jpg

IMG_20241106_170019.jpg
Through a very good time. I fell asleep. Then I woke up in the afternoon and washed my hands and face. Then I went to the brick kiln. Since the brick kiln and after a few days. Brick cutting will begin. The field has been cleared. Here the little boys are enjoying playing football.I also love watching the little kids play. After waiting here for some time I returned home in the evening. Then I prayed Maghrib. After that I spent the whole time with my home family. Thus I had a day at one of the best moments. You will be well and be healthy.

খুবই ভালো একটি সময়ের ভেতর দিয়ে। আমার ঘুমটি ভেঙে গেল। তারপর আমি বিকেলে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিলাম। এরপর আমি ইট ভাটার দিকে গেলাম। যেহেতু ইটের ভাটাতে আর কিছুদিন পর থেকে। ইট কাটা শুরু হয়ে যাবে। মাঠ পরিষ্কার করা হয়েছে। এখানে ছোট ছেলেপেলেরা ফুটবল খেলায় আনন্দই মেতে উঠেছে।ছোট বাচ্চাদের খেলার মুহূর্ত দেখে আমারও অনেক ভালো লাগতেছে। এখানে কিছু সময় অপেক্ষা করার প।র আমি সন্ধ্যায় বাসায় ফিরে গেলাম। তারপর মাগরিব নামাজ আদায় করেছি। এরপর পুরো সময়টা আমি আমার বাড়ির পরিবারের সঙ্গে সময় কাটালাম। এভাবে আমার একটি সেরা মুহূর্তে একটি দিন ছিল। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

এই নাত টা আমাকে অনেক ভাল লাগে।

  ·  2 months ago  ·  

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।