Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. Once again with a nice post. About a childhood incident. Which happens a lot in our life. I will show about that
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আবারও একটি সুন্দর পোস্ট নিয়ে। শৈশবকালের একটি ঘটনা নিয়ে। যা আমাদের জীবনে অনেক কিছু হয়ে থাকে। সেই সম্পর্কে নিয়ে তুলে ধরব
Before being born in this world. We grow up in our mother's womb for ten months and ten days. Then when we are born on earth. Then gradually we grew up. Then we learn to walk. Then when we play a little. And started to get serious. Then how many things we see.We grew up with many kinds of play moments as children. And another game we used to swing on the swing. And the fun of swinging on this swing is different. Which this time can never be forgotten. How beautiful childhood moments were.In fact, after we are born, we grow up a little bit. This is how we grew up swinging on the swing. Then when we grow up.For you to eat in such a swing. Whenever we were earnest. At that time, he used to make such swings somewhere. Sometimes under the tree sometimes inside the house. We can never forget such moments. Because that childhood moment. Every human being never forgets.Childhood moments are the memories of every person's life. Because we will never get those days back. Because after us, our children will have such moments. But we will enjoy those moments. Because we will nurture and raise them. As we have nurtured and raised. It is our responsibility to look after. We have to see how happy our child gets at that moment.
এ পৃথিবীতে জন্মগ্রহণের আগে। আমরা মায়ের পেটে দশ মাস দশ দিন আগে বড় হয়। এরপর আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি। তারপর ধীরে ধীরে আমরা বড় হয়ে ওঠে। তারপর আমরা হাঁটাচলা করতে শিখি। তারপর যখন আমরা একটু খেলাধুলা। এবং বায়না করতে শুরু করি। তারপর কত কিছু আমরা দেখে থাকি।ছোটবেলায় অনেক ধরনের খেলার মুহূর্ত দিয়ে আমরা বড় হয়েছি। আর আরো একটি খেলা হল আমরা দোলনায় দোল খেতাম। আর এই দোলনায় দোল খাওয়ার মজা আলাদা। যা এই সময়টুকু কখনো ভোলা যায় না। ছোটবেলার মুহূর্ত কত সুন্দর ছিল।আসলে আমরা জন্মের পর অল্প একটু বড় হওয়ার পর। এইভাবে দোলনায় দোল খেয়ে খেয়ে আমরা বড় হয়েছি। তারপর আমরা যখন আরো বড় হয়ে।এইরকম দোলায় তোর খাওয়ার জন্য। যখনই আমরা বায়না করতাম। তখনই কোথাও না কোথাও এরকম দোলনা বানিয়ে দিত। কখনো গাছ তলায় কখনো বাড়ির ভিতর। এরকম মুহূর্ত গুলো আমরা কখনো ভুলতে পারি না। কারণ সেই ছোটবেলার মুহূর্ত। প্রতিটা মানুষের জীবনে কখনো ভোলা যায় না।ছোটবেলার মুহূর্ত গুলো প্রতিটা মানুষের জীবনের স্মৃতি আছে। কারণ আমরা আর সেই দিনগুলো কখনোই ফিরে পাবো না। কারণ আমাদের পর আমাদের বাচ্চারা এরকম মুহূর্ত গুলো পাবে। কিন্তু সেই মুহূর্তগুলো দেখে আমাদের আনন্দ হবে। কারণ তাদের আমরা লালন পালন করে বড় করব। যেমন আমাদের লালন পালন করে বড় করেছে। ঠিক আমাদের দেখাশোনা করার দায়িত্ব। আমাদের সন্তান কিভাবে সেই মুহুর্তে পেয়ে খুশি আমাদের দেখতে হবে।
Next to our house is this little boy's grandmother's house. Whenever we visit here. That's when I saw him swinging like that. Because he is very quiet. I have never seen such a beautiful and calm child in my life. He is very polite and sports very nicely. And seeing him instantly reminded me of my childhood.We used to do the same when we didn't have such facilities at home. That's when we used to go to our grandmother's house. I used to go there and see where such swings can be made. And how to get those happy moments back.Because going to grandma's house. If this was done seriously. But they never got angry again. They are certainly hilarious to watch. He used to make such a swing for his grandson.
আমাদের বাড়ির পাশে এই ছোট বাচ্চাটির নানির বাড়ি। যখনই আমাদের এখানে ঘুরতে আসে। তখনই তাকে দেখে এরকম দোলনায় দোল খাওয়া। কারণ সে খুবই শান্ত শিষ্ট। আমার জীবনে কখনো এত সুন্দর শান্তশিষ্ট্য বাচ্চা দেখিনি। সে খুবই ভদ্র এবং অনেক সুন্দর ভাবে খেলাধুলা করে। এবং তাকে তখনই দেখি আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়।আমরা ঠিক এইরকমই বায়না করতাম য।খন বাড়িতে এরকম সুযোগ-সুবিধা না পেতাম। তখনই আমরা আমাদের নানির বাড়ি যেতাম। গিয়ে সেখানে দেখতাম কোথায় এরকম দোলনা বানানো যায়। এবং সেই হাসি খুশির মুহূর্ত গুলো কিভাবে ফিরে পাওয়া যায়।কারণ নানির বাড়িতে গিয়ে। যদি এইরকম বায়না করা হতো। তবে কখনোই তারা আর রাগ করত না। তারা অবশ্যই হাসিখুশি দেখার জন্য। এরকম দোলনা বানিয়ে দিতো নাতির জন্য।
It's just that we didn't get a sporting moment at home. But when we were admitted to the child. To study from childhood. At that time even going to school there was such a swing system.Besides studying since childhood. Such sports were organized in schools. Let them study calmly. Can do something good. This is why the school had such a beautiful early childhood system. But such moments in school life were much better. There were many friends. Play with them. and group eating in swings.There is one more game in our lives. Maybe we have forgotten. But this game is still seen among us. This is bigger but more fun in that game. About cracking curd poles. Maybe many of you know. Blindfolded and placed in a distant position. And the person who is blindfolded is given a hand stick.Even though I played sports in my childhood. When we watch a program somewhere. Sports are played there as well. But there is no such sport. But where the victory is won, the prize is handed over. Whenever a person receives such award. It was then that many happy moments arose in his life.Awarded means the person who receives the award. That person knows how happy it is to be rewarded. Every man knows how he plays. That game can be won. In my life also I have won many times and received many awards. But I know he got the prize. Showing a smile to every person.
শুধু এরকম আমরা বাড়িতে খেলাধুলার মুহূর্ত পাইনি। তবে যখন আমরা শিশুতে ভর্তি হয়েছিলাম। ছোট থেকে পড়াশোনা করার জন্য। ঠিক সেই সময় স্কুলে গিয়েও এরকম দোলনার ব্যবস্থা থাকত।ছোট থেকে পড়াশোনার পাশাপাশি। এরকম খেলাধুলার ব্যবস্থা থাকত স্কুলে। তারা যেন শান্তশিষ্ট হয়ে পড়াশোনা করে। ভালো কিছু করতে পারে। এই জন্যই স্কুলে এত সুন্দর ছোট থেকে ব্যবস্থা ছিল। কিন্তু স্কুল জীবনে এরকম মুহূর্ত অনেক ভালো ছিল। সেখানে অনেক বন্ধু-বান্ধব ছিল। তাদের সঙ্গে খেলাধুলা করা। এবং দোলনায় দল খাওয়া।আমাদের জীবনে আরও একটি খেলা আছে। হয়তো আমরা ভুলেই গেছি। তবে এই খেলাটি এখনো আমাদের মাঝে দেখা যায়। এই বড় হয় কিন্তু সেই খেলাতে আরো বেশি মজাদার। দইয়ের খুঁটি ফাটানো সম্পর্কে। হয়তো আপনারা অনেকেই জানেন। চোখ বেঁধে দূর একটি অবস্থানে রেখে দেওয়া হয়। এবং যে ব্যাক্তিকে চোখ বেঁধে দেয়া হয় তার হাতের লাঠি ধরে দেওয়া হয়।আমার ছোটবেলাও এমনি এমনি খেলাধুলা করে থাকলেও। আমরা যখন কোথাও অনুষ্ঠান দেখে থাকি। সেখানেও এভাবে খেলাধুলা হয়। তবে সেখানে এমনি কোন খেলাধুলা হয় না। তবে যেখানে যে বিজয় হয় তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। যখনই কোনো ব্যক্তি এরকম পুরস্কার পায়। তখনই তার জীবনে অনেক আনন্দের মুহূর্ত জেগে ওঠে।পুরস্কার পাওয়া মানে যে ব্যক্তি পুরস্কার পায়। সেই ব্যাক্তি জানে পুরস্কার পাওয়ার কতটা আনন্দ। প্রতিটা মানুষ জানে সে কিভাবে খেললে। সেই খেলায় বিজয়ী হওয়া যায়। আমার জীবনেও এরকম আমি অনেকবার বিজয়ী হয়েছি এরকম অনেক পুরস্কার পেয়েছি। তবে আমি জানি সে পুরুষ্কার হাতে পেয়ে। প্রতিটা মানুষের কাছে হাসির মুখ দেখানো।
Such happy moments have passed in the life of every human being. Because that person will never forget that childhood. I still couldn't say the words of that day. Today I am among you. I have presented it to you in such a beautiful way. Please forgive me if there are any mistakes in this post. You will be well and healthy.
Very beautiful children Zool game The picture is ours