Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. About photography in the moment of a winter morning. I will show it to you. Hope you like it very much.
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। শীতের সকালের মুহূর্তে কিছু ফটোগ্রাফি সম্পর্কে। আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
I woke up in the morning. Then I went out. I was surprised to see outside. Because winter has not come well in one of our areas yet. But today, seeing so much fog has filled my heart. I love the moment in winter. But today that moment seems like I got it back a long time ago.When we get more of such cold feeling. Then we will get up in the morning. Then we will go out to exercise. When will we get that beautiful time? I'm looking forward to that but today when I'm out walking in this direction. There were many beautiful moments. How beautifully the paddy is leaning here where the water mists.How small we have left those days. But they were truly wonderful. I passed the winter time like this. Now as days go by we will grow up. I had such a good moment that I couldn't stop photographing. Because the morning winter moment is very beautiful.
সকালেই আমি ঘুম থেকে উঠেছি। এরপর আমি বাহিরে গেলাম। বাহিরে দেখে আমি অবাক হয়ে গেলাম। কারণ এখনো আমাদের এক এলাকায় ভালোভাবে শীত আসেনি। তবে আজকে এত কুয়াশা দেখে আমার মন ভরে গিয়েছে। শীতের সময় মুহুর্ত আমার অনেক ভালো লাগে। কিন্তু আজকে সেই মুহূর্তটা মনে হয় আমি ফিরে ফিরে পেলাম অনেক আগে।এরকম ঠান্ডা অনুভূতি যখন আমরা বেশি পাবো। তখনই আমরা সকাল সকাল উঠবো। এরপর আমরা ব্যায়াম করতে বের হব। সেই সুন্দর সময়টা আমরা কখন পাবো। আমি কিন্তু সেই অপেক্ষায় রয়েছি কিন্তু আজকে যখন আমি এই দিকেই ঘুরতে বের হয়েছি। তখন অনেক সুন্দর মুহূর্ত ছিল। ধান কত সুন্দর ভাবে এখানে হেলে রয়েছে যেখানে কুয়াশার পানি।আমরা এরকম কত ছোটকাল সেই দিনগুলো ফেলে এসেছি।কিন্তু সত্যিই অসাধারণ ছিল। এরকম শীতের সময়টা পার করে দিয়েছি। এখন যত দিন দিন যাবে ততই আমরা বড় হব। আমার মুহূর্তটা এত ভালো ছিল যে আমি ফটোগ্রাফি করে আমি শেষ করতে পারবো না। কারণ সকালের শীতের মুহূর্তটা অনেক সুন্দর।
People have some memories of life. That man can never forget the stories of that life.I was very young when my grandmother was alive. And our grandmother had two palm trees in her house. At that time my Nana was very good. And so healthy were the winters that those two palm trees actually planted pitchers. I went and had juice every morning that winter. But winter time like this actually reminds me of that day. But now Nana is no longer alive.Every human has to taste death from this world. So if you remember those days, there is a lot of pain inside. And many regrets. But those words must be forgotten by a man. There are many palm trees in our area.
মানুষের জীবনের কিছু না কিছু স্মৃতি থাকে। সেই জীবনের গল্পগুলো সেই মানুষটি কখনো ভুলতে পারে না।আমি অনেক ছোট ছিলাম আমার নানা তখন বেঁচে ছিল। এবং আমাদের নানির বাড়িতে দুইটি খেজুর গাছ ছিল। সেই সময় আমার নানা অনেক ভালো ছিল। এবং অনেক সুস্থ ছিল এরকম শীতকাল আসলে সেই দুইটি খেজুর গাছে কলসি লাগাতো। আমি প্রতিদিন সেই শীতের সকালে গিয়ে রস খেতাম। কিন্তু এরকম শীতের সময় আসলে সেই দিনের কথা মনে পড়ে যায়। কিন্তু এখন আর নানা বেঁচে নেই।এই পৃথিবী থেকে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই সেই দিনগুলো মনে করলেই ভিতরে অনেক কষ্ট। এবং অনেক আফসোস হয়ে থাকে। কিন্তু সেই কথাগুলো অবশ্যই একটা মানুষকে ভুলে যেতে হবে। আমাদের এলাকায় অনেক খেজুরের গাছ রয়েছে।
They are very old people. Sap has been applied to trees since long ago. And if you want to eat us. Then we get up in the morning and give them juice when we give them money. This is how I eat. Anyway, today was a very good morning. I also remember some memories. I have highlighted among you.
অনেক বয়স্ক লোক রয়েছে তারা। অনেক আগে থেকেই গাছগুলোতে রস লাগিয়ে থাকে। আর যদি আমাদের খেতে ইচ্ছা করে। তখন আমরা সকালে উঠে গিয়ে থাকি তারপর তাদেরকে টাকা দিলে আমাদেরকে রস দেয়। আমি এভাবেই খেয়ে থাকি। যাই হোক আজকে অনেক ভালোভাবে সকালের মুহূর্ত কেটে গিয়েছে। সেই সঙ্গে আমার কিছু স্মৃতি মনে হয় কথা। আপনাদের মাঝে আমি তুলে ধরেছি।