A successful farmer of the village.||25|12|2024

in blurt-188398 •  27 days ago  (edited)

বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আবারো একটি সুন্দর পোস্ট নিয়ে। আমি আশা করব আমার এই পোস্টটি অনেক ভালো লাগবে। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আর গ্রামের মানুষ কিন্তু কৃষি কাজ নিয়ে কিন্তু ব্যস্ত সময় কাটিয়ে থাকে। আজকে হয়তো আপনাদের মাঝে একজন কৃষকের সম্পর্কে বলবো।গ্রামের মানুষের কাছে কৃষি কাজে সবচেয়ে প্রথম ভূমিকা। কারণ সেখান থেকে কিন্তু অনেক ভালো উপার্জন করা যায়। আর গ্রামের মানুষ এইসব কাজ নিয়ে খুব ব্যস্ত থাকেন। আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসতেছি। যে মানুষ অনেক সুন্দর ভাবে তার জমিতে সবজি চাষ করতেছেন।তিনি কিন্তু খুব সুন্দর ভাবে তার জমিতে সবজি চাষ করে। কারণ তিনি যদি একটা সময় নিয়ে তার সবজি রোপন করে।৷ মনে করেন যে একজন মানুষের কয়েক বিঘা জমি রয়েছে। এই মানুষটি সেখান থেকে কিন্তু অনেক ভালো জীবিকা নির্বাহ করবে। তাহলে সেই ব্যক্তিকে কি করতে হবে। প্রথমে সেই জমিতে হাল চাষ করতে হবে। এরপর সেখানে ভালোভাবে সবজির রোপন করতে হবে।

Friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. Again with a nice post. I hope you like this post a lot. I am an ordinary village boy. And the village people are busy with agricultural work. Today I will tell you about a farmer.Agriculture is the first role for the village people. Because from there you can earn a lot better. And the village people are very busy with these works. I have been watching since childhood. The man who is cultivating vegetables in his land in a very beautiful way. But he cultivates vegetables in his land in a very beautiful way. Because if he takes a time to plant his vegetables.Suppose a man owns a few bighas of land. This man will make a very good living from there. So what should that person do? First you have to plow that land. Then vegetables should be planted there well.

IMG_20241225_085847.jpg

শুধু আপনি এখানে সবজি রোপন করলেন। আর বাড়ি গিয়ে বসে থাকবেন। তাহলে কিন্তু সেখান থেকে কখনোই আপনার সবজি ভালো ফসল আসবে না। কারণ আপনাকে সেখানে পরিশ্রম করতে হবে। এবং সেখানে সবসময় নজর দিতে হবে। যে ফসলে কোন পোকামাকড় লাগবে কিনা। কিন্তু সেখানে যদি ভালোভাবে আপনি লক্ষণ দিতে পারেন। তাহলে আপনি আপনার সেখান থেকে ভালো ফসল পেতে পারেন।আমি এই গ্রামের মানুষকে যতই দেখি ততই অবাক হয়ে যায়। যে এই মানুষগুলো কত পরিশ্রম করতে পারে। আপনারা লক্ষ্য করুন। একজন মানুষ পায়ে হেঁটে কতদূর পর্যন্ত যেতে পারে। এই সবজি বিক্রয় করার জন্য। কারণ এই মানুষটি এখান থেকে অনেক টাকা উপার্জন করতে পারে। দুই থেকে তিন ঘন্টার ভিতর। কারণ সে পায়ে হেঁটে তার গায়ে শক্তি রয়েছে। দেখে অনেক দূর পর্যন্ত যেতে পারে।পৃথিবীতে বেঁচে থাকতে হলে। অবশ্যই নিজের শক্তিকে ভালো একটা কাজে লাগাতে হবে। যেখান থেকে আপনি ভালো কিছু উপার্জন করতে পারবেন। আমি এই মানুষটাকে দেখে আসতেছি। আমি ছোট ছিলাম সেই সময় কাল থেকেই আমি দেখে আসতেছি। যে এ মানুষ তার জমিতে কত সুন্দর ভাবে সবজি চাষ করতে পারেন। এরপর সেখান থেকে সবজি এই সংগ্রহ করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রয় করেন।নিজের মেধা এবং শক্তি দিয়ে যেকোনো বুদ্ধি দিয়ে। এরকম কাজ করতে হবে। তাহলে আমিও একজন এরকম সকল কিছু হতে পারব। কারণ আমাদেরও তো এরকম জমির রয়েছে। তাহলে আমরা কিভাবে সেখান থেকে ফসল চাষ করবো।আমি নিজেও চেষ্টা করতে চাই। যে জমিতে সবজি চাষ করে। আমি আমার জীবনে ভালো কিছু করতে পারবো। আমাদের সামান্য কিছু জমে রয়েছে। সেখানে কয়েক ধরনের সবজিএ চাস করব। এবং ধীরে ধীরে সেখান থেকে কিছু করার চেষ্টা করতে হবে। কারণ সেখানে সবসময় নজর দিতে হবে। সকাল বিকাল পানি দিতে হবে এবং নিয়মিত ওষুধ দিতে হবে।জমিতে ফসল ফলিয়ে সেখান থেকে উপার্জন করতে হলে। সময় এবং ধৈর্যের প্রয়োজন। কারণ আপনি হয়তো কিছু জানেন না। তবে সেখানে আপনি চেষ্টা করলে অবশ্যই ধীরে ধীরে সে কাজটি অবশ্যই পারবেন। তবে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে।জমিতে সবজি চাষ করা খুব একটা কঠিন কাজ না। শুধু আপনাকে সেখানে সেখানে শিখতে হবে। এবং কিভাবে গাছ রোপন করতে হবে। কিভাবে কোন সার প্রয়োগ করতে হবে। জমিতে কিভাবে কি করতে হবে শুধু এইটা জানার প্রয়োজন। তাহলে আপনি সেখানে আপনি যেকোনো সবজির গাছ লাগাতে পারেন

Only you planted vegetables here. And go home and sit. But then your vegetables will never get a good harvest from there. Because you have to work there. And there should always be attention. Whether the crop will need any insects. But if there is well you can give symptoms. Then you can get good harvest from there.The more I see the people of this village, the more I am surprised. How hard these people can work. You notice. How far can a man walk? This vegetable is for sale. Because this man can earn a lot of money from here. Within two to three hours. Because he has strength on his feet. Seeing can go a long way.To survive in the world. You must put your energy to good use. From where you can earn something good. I have come to see this man. I have been watching since I was a kid. How beautifully this man can cultivate vegetables in his land. After that, he collected the vegetables from there and sold them from village to village.With any intelligence with your own talent and strength. Such work must be done. Then I can be one of those things too. Because we also have such land. So how can we grow crops from there?I want to try it myself. The land that grows vegetables. I can do something good in my life. We have a little accumulation. There will be some types of vegetables. And gradually try to do something from there. Because there is always attention to be paid. Water should be given morning and afternoon and medicine should be given regularly.If you want to grow crops on the land and earn from it. It takes time and patience. Because you may not know anything. But if you try there, you will definitely be able to do it gradually. But you have to keep trying.Cultivating vegetables in the land is not a very difficult task. You just have to learn from there. And how to plant trees. How to apply any fertilizer. All you need to know is how to do it on land. Then you can plant any vegetable you want there

IMG_20241225_085848.jpg

IMG_20241225_085848_1.jpg

আমাদের দেশে এরকম হাজারো অনেক বয়সের লোক রয়েছে। তারা বেশিরভাগই এই রকম কৃষি কাজে সাথে জড়িত কারন। এটা খুব সহজ এবং পরিশ্রম খুব কম হয়।। স্বল্প পরিমাণ জমিতে এইরকম অল্প কিছু চাষ করে। কারণ এই শীতের সময় কিন্তু মানুষ বেশি বেশি সবজি চাষ করে।অনেক কৃষক মানুষ রয়েছে। তারা কিন্তু গ্রামে ঘুরে ঘুরে বিক্রি না করলেও। তারা কিন্তু বাজারে নিয়ে গিয়ে বসে থেকে বিক্রয় করে। আর এইভাবে বিক্রি করলেও কিন্তু অনেক ভালো কাজ টাকা হয়। কারণ গ্রামে খুব কম বেশি করে টাকা দিয়ে সবজিগুলো কিনা খায়। বাজারে ভালোভাবে এবং তাড়াতাড়ি কিন্তু বিক্রয় হয়ে থাকে।

There are thousands of such people of various ages in our country. Because they are mostly involved in such agricultural activities. It is very easy and requires very little effort. Few of these are cultivated on a small amount of land. Because during this winter, people cultivate more vegetables.There are many peasants. But they do not go around the village to sell. But they take it to the market and sell it sitting. And even if you sell it like this, you get a lot of good money. Because in the village, the vegetables are eaten for very little money. Markets sell well and quickly.

IMG_20241225_085849.jpg

IMG_20241225_085850.jpg

IMG_20241225_085854.jpg

IMG_20241225_103309.jpg

IMG_20241225_103311.jpg

এখানে দুইটা ছেলেকে দেখতে পাচ্ছেন বাবা দুইটা সাহসী ছেলে। এই দুইজন কিন্তু আমাদের গ্রামের। বাবার কাজ সহজ করে দেওয়ার জন্যই কিন্তু তারা জমিতে নেমেছে। এখানে কিন্তু জমিতে ধানের বীজ রোপন করা হবে। অগ্রিম কারণ একমাস পর আমরা জমিতে যে ধান রোপন করব। সেই কাজ করার জন্য এই জমিতে কাদা করা হচ্ছে।এখন থেকে তারা কিন্তু জমিতে নেমে পড়ছে। কারণ এই বয়স থেকে যদি কোন কাজ শিখা যায়। তবে বড় হতে হতে কিন্তু সেই কাজ কিন্তু খুব সহজ হয়ে যায়। কারণ জমিতে তারাও একটা সময় খুব ভালো ভাবে জমিতে ধান রোপণ করা শিখে যাবে। কারণ এখন থেকে তাদের বাবা শিক্ষা হয়ে উঠতেছে। কারণ জমি চাষ করে ভালো করা যায়।জমিতে কাদা করতে কিন্তু একটু পরিশ্রম হলেও। কিন্তু এই পরিশ্রমের কাজ যদি খুব তাড়াতাড়ি শেখা যায়। পরবর্তীতে বড় হয়ে কাজ করতে গেলে। সেই কাজ কখনোই কঠিন মনে হবে না। তাই আমাদের প্রয়োজন এখন থেকে এই কাজটি শিখে রাখা। আমিও ঠিক এইভাবে আমার বাবার কাজ সহজ করে দেওয়ার জন্য। এখন থেকে গিয়ে কাজ করে থাকি।ধান বিক্রয় করে কিন্তু অনেক বেশি বেশি টাকা টাকা করা যায়। তাই আমাদের এখন থেকেই এইসব কাজ করা। সঠিকভাবে শিখে রাখতে হবে। কারণ ভবিষ্যতে বড় হয়ে বেশি বেশি জমিতে ধান রোপন করে চাষ করতে হবে। তাহলে সে ধান বিক্রয় করে কিন্তু অনেক ভালো ভাবে টাকা- করা যাবে।আমার একটা চাচার রয়েছে। তিনি কিন্তু অল্প থেকে এবং স্বল্প পরিমাণ পর্যন্ত। থেকেই তিনি কিন্তু ধান চাষ করতেন। এরপর ধীরে ধীরে তিনি কয়েক বিঘা জমিতে ধান চাষ করে। অনেকদূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। ঠিক এইভাবে আমাদেরও এগিয়ে যেতে হবে তবে ধৈর্যের প্রয়োজন।আমরা সবাই মিলে কৃষি কাজ শিখে থাকি। কারণ ভবিষ্যতে আমাদের জীবনে অবশ্যই কাজে দিবে। আর আমরা সকলেই জানি কিন্তু আমাদের প্রধান খাদ্য ভাত। ধান চাষ করা থাকে কিন্তু আমার জীবনে কোন কষ্ট। এবং পরিশ্রম আসবে না। কারণ সেখান থেকে আমরা খুব সহজে ধান চাষ করে চাউল পাবো।যদি আমরা ধান চাষ করতে না জানি। তাহলে আমরা কিভাবে চাউল পাবো। আর আমরা ভাত খাব কিভাবে। আর এই ধান থেকে কিন্তু প্রথমে চাউল হয়। এখান থেকে কিন্তু ভাত হয়। আর ভাত হচ্ছে আমাদের প্রধান খাদ্য। আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য।আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক দূর পর্যন্ত লড়াই করে এগিয়ে যেতে হয়। কোন কাজই কিন্তু সহজ নয়। তাই এই পৃথিবীতে প্রতিটা কাজে কিন্তু কঠিন। এর দিক দিয়ে লড়াই করে এগিয়ে যেতে হবে। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন।কমিউনিটিতে ভালো কিছু করার জন্যই। আমি পরিশ্রমের দিক দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা আমার দিকে লক্ষ্য রাখবেন। আর আমি চাই এখানে আমি বিশ্বাসের সঙ্গে সবার সাথে। এখানে কাজ করতে চাই। নিজের অর্জন করে এখানে কাজ করতে হবে। এবং সবাইকে সহযোগিতা করতে হবে।

Here you can see two boys, the father is two brave boys. These two are from our village. To make father's work easier, they came down to the land. Here, however, rice seeds will be planted in the land. In advance because after one month we will plant the paddy in the land. This land is being muddled to do that work.From now on they are falling to the ground. Because if anything can be learned from this age. But as you grow up, that task becomes very easy. Because in the land they will also learn to plant rice in the land in a very good way. Because from now on their father is becoming education. Because land can be improved by cultivation.To mud the land but a little hard work. But if this hard work can be learned very quickly. When you grow up and go to work later. That task will never seem difficult. So we need to learn this task from now on. Me too to make my father's job easier. I work from now on.But much more money can be made by selling paddy. So we have to do these things from now on. Must be learned properly. Because in the future, we will have to grow and cultivate rice in more land. Then he sells paddy but money can be made very well.I have an uncle. He is but little and to a lesser extent. But he used to cultivate rice. Then gradually he cultivated paddy in a few bigha land. It has come a long way. This is exactly how we should proceed but patience is required.We all learn agriculture together. Because it will definitely work in our life in the future. And we all know but our staple food is rice. Paddy is cultivated but there is no trouble in my life. And labor will not come. Because from there we can easily grow rice and get rice.If we do not know how to cultivate rice. So how do we get rice? And how do we eat rice? And from this paddy, rice is made first. But rice is from here. And rice is our main food. For our survival in this world.You will be well and be healthy. And to survive in this world, you have to fight for a long way. No task is easy. So every work in this world is difficult. It should be fought and moved forward. You will be well and be healthy.To do good in the community. I am trying to work hard. You keep an eye on me. And I want to be here with everyone in faith. I want to work here. You have to work here on your own merits. And everyone has to cooperate.

IMG_20241225_103338.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!