হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমি আপনাদের মাঝে রেগুলারই। কিন্তু উপস্থিত হয়ে থাকি। কোনদিন না কোনদিন খুব সুন্দর একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের মাঝে তুলে ধরব। আমাদের বগুড়া জেলার ঐতিহ্যবাহী দুই সম্পর্কে। পৃথিবীর সারাদেশে অনেক মানুষ রয়েছে এমন কোন মানুষ নেই যে দুই পছন্দ করে না।আমাদের এই বগুড়া জেলার অঞ্চলে অনেক সুস্বাদু। একটি নামকরা এই দুই রয়েছে। আমরা অনেক ভালবাসি এই দই খেতে। কারণ অনেক সুস্বাদু হবেই আমাদের এলাকায় দই তৈরি করা হয়। বগুড়া জেলায় আমরা কিন্তু শুধু আমাদের এলাকায় এই দুইটি খায় তবে অন্য অঞ্চলেও কিন্তু অনেক দূর দুরান্ত পর্যন্ত আমাদের এলাকার দুই পৌঁছে যায়। যার কারণে আমরা অনেক খুশি যে। আমাদের এই বগুড়া জেলার দুই অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়আমাদের বগুড়া জেলায় এই বড় দুই ফ্যাক্টরিতে। প্রতিদিন প্রায় কয়েকশো কোটি টাকার দই তৈরি করা হয়। কারণ বাহিরের দেশেও এই দুই পৌঁছে যায় কারণ অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে। কারণ এই বগুড়ার দই অনেক পছন্দ করে। কারণ বগুড়ার দুইটা অনেক ভেজালমুক্ত ছাড়াই। কিন্তু তৈরি করা হয় মানুষের অনেক উপকার হবে।
Hello friends hope you all are doing well. I am a regular among you. But I am present. Some day or some time with a very nice post. I will show you today. About the traditional two of our Bogra district. There are many people all over the world who do not like two.Our region of Bogra district is very tasty. A famous one has these two. We love to eat this curd. Because yogurt is made in our area, it will be very delicious. In Bogra district, we only eat these two in our area but also in other areas, but the two in our area reach far away. Because of which we are very happy. This Bogra district of ours reaches In these two big factories in our Bogra district. Yogurt worth hundreds of crores of rupees is made every day. Because these two reach foreign countries too because they have reached far. Because this Bogra likes curd a lot. Because Bogur's two are very unadulterated. But it is created that will benefit people a lot.
দই অনেক বড় একটি ব্যবসা। যার কারণে এই দই তৈরি করার সময় কোনভাবেই ভেজাল তৈরি করা হবে না। তাহলে কিন্তু এই ব্যবসাতে অবশ্যই লস হয়ে যাবে। অনেক কোটি টাকা কারণ একটা ভালো জিনিস তৈরি করতে হলে অবশ্যই এখানে ভালো খাটি দুধ প্রয়োজন। তারপর এই দুটি অনেকটা সময় নিয়ে জাল করতে হয়। আর খাঁটি দূধ থেকে কিন্তু আসল দই তৈরি হয়ে থাকে।এত সুন্দর একটি ব্যবসা তৈরি করতে অনেকটা বছর অপেক্ষা করতে হয়েছে যিনি এই এত সুন্দর একটি ব্যবসা তৈরি করে ফ্যান আমাদের বগুড়া জেলায় তাকে কিন্তু অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করতে হয়েছে। যার কারণে এতদূর পর্যন্ত আসতে পেরেছে। অনেক দূর পর্যন্ত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা যখনই কোন দূরদূরান্ত পর্যন্ত ভ্রমণ করতে যায়। তখন কিন্তু সেই মানুষগুলো আমাদের জিজ্ঞেস করে বাড়ি কোন এলাকায়।আমরা কিন্তু সেই সময়ে উত্তর দিয়ে থাকি। আমরা বগুড়া জেলার লোক আর তখনই তারা বলেন। আপনাদের সেই বগুড়া অঞ্চলের দই কিন্তু খুবই সুস্বাদু। আমাদের এই এই এলাকায় খুব চলে এবং আমরা কিন্তু অর্ডার দিয়ে। আমাদের দোকানে কিন্তু এই বিক্রয় করে থাকি। আপনাদের এলাকার এত সুন্দর দই তৈরি করা হয়। তা আমরা কখনোই কল্পনাও করতে পারিনি।আমাদের এলাকায় এত সুন্দর দইয়ের ফ্যাক্টরি রয়েছে। খুব সুন্দর কারিগর দ্বারা এই দইটি তৈরি করা হয়। আর যার জন্য যখনই এই দইটি খাওয়া হয়। আমাদের মুখে এই স্বাদ সবসময় লেগে থাকে। মনে হয় কখন এই দুই আবার আমাদের পেটে চলে আসবে। সবসময় সেই দইয়ের কথা মনে পড়ে যায়
Yogurt is a big business. Due to which no adulteration will be made while making this curd. But then this business will definitely lose. A lot of crores of rupees because to make a good product, good raw milk is definitely needed here. Then these two have to be forged with a lot of time. And real yogurt is made from pure milk.He had to wait for many years to create such a beautiful business, but he had to work hard and hard to create such a beautiful business in our Bogra district. Because of which it has come so far. It has come a long way. Whenever we go for a long distance travel. But then those people ask us in which area is the house.But we reply at that time. We are people of Bogra district and that's when they said. Yogurt from Bogra region of yours is very delicious. We are very active in this area and we are taking orders. But we sell this in our shop. Your area produces such beautiful curds. We could never imagine that.There are so many beautiful yogurt factories in our area. This curd is made by very nice artisans. And for which whenever this curd is consumed. This taste always sticks in our mouth. I wonder when these two will come back to our stomachs. Always remember that yogurt
আমি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে একটি পোস্ট উপস্থাপন করেছি। সেই যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আমি সবসময়ই প্লাটফর্মের সঙ্গে আছি। এবং সব সময় থাকবো। এবং আরো সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনেক ভালোভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর আমাদের এত সুন্দর একটি সাপোর্ট এর চেষ্টায়। অনেক কিছু হবে এই প্লাটফর্মে এখানে অনেক মানুষ অনেক সুন্দর ভাবে কাজ করতেছে। আমরা অনেক সুন্দর ভাবে এখানে কাজ করতেছি।আমরা সফল হওয়ার উদ্দেশ্যই এই প্লাটফর্মে যুক্ত হয়েছি। আর এই সাফল্য উদ্যোগতা অবশ্যই আমরা পাব। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা এখানে পরিশ্রম করে যাব। আমি আপনাদের মাঝে তুলে ধরেছি দুই এর ফ্যাক্টরি সম্পর্কে। একটা সময় ছিল দই খুব কম বিক্রয় হতো।সেই মানুষটি প্রতিজ্ঞা করল কেন আমার এই ফ্যাক্টরি দুই কম সেল হয়। আমি অবশ্যই ভালো একটি একজন সফলতা অভিজ্ঞতা। যেন আমারে ফ্যাক্টরি অনেক বড় পর্যায়ে চলে যায়। আমাকে অনেক পরিশ্রম করতে হবে। এবং আরো টাকা দিয়ে বড় করতে হবে। অবশ্যই আমি সফলতা আর মুখ দেখতে পাবো। তবে আমাকে ধৈর্য ধরে আমাকে এই ফ্যাক্টরিতে আরো বেশী বেশ দই তৈরি করতে হবে।এরপর তিনি বড় একটি ফ্যাক্টরি তৈরি করলেন। এরপর তার ফ্যাক্টরি থেকে দুই ধীরে ধীরে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে শুরু করলো। এরপর সেই মানুষের মুখে হাসি ফুটল। যে আমি এই ধৈর্যের পরীক্ষায় সফল হয়েছি। ঠিক এইভাবেও আমাদের এই ধৈর্যের পরীক্ষা দিয়ে। এ প্লাটফর্মে ভালোভাবে কাজ করে যেতে হবে। অবশ্যই আমরা ভালো একটি সুযোগ পাবো। যে এখান থেকে আমরা ভালো কিছু উপার্জন করতে এসেছি। এবং সেই উপার্জন কিন্তু আমরা অর্জন করে এখান থেকে কোথাও চলে যাব না। কারণ এই প্লাটফর্মের সঙ্গে থাকবো। কারণ আমরা যদি সারা জীবন এই প্ল্যাটফর্মের সঙ্গে থাকি। সারাজীবন সাপোর্ট পাবেন।
I have presented a very nice post to you. Please forgive me if I am wrong. I am always with the platform. And always will be. And I will try to move forward in a more beautiful way. And we try to support such a beautiful. Many things will happen on this platform, many people are working very well here. We are doing very well here.We have joined this platform with the intention of being successful. And we will definitely get this success initiative. Because from start to finish. We will work hard here. I have told you about two factories. There was a time when curd was sold very little.That man promised why my factory has two less sales. I definitely experienced a good one success. As if the factory in me goes to a much bigger stage. I have to work hard. And to grow with more money. Of course I will see success and faces. But I have to be patient and make more yogurt in this factory.Then he built a big factory. After that, the two slowly began to reach far from his factory. Then the man smiled. That I have succeeded in this endurance test. Just like this test of our patience. This platform should work well. Of course we will get a good chance. That from here we come to earn something good. And those earnings we won't go anywhere from here. Because I will stay with this platform. Because if we stay with this platform all our life. You will get lifetime support.