Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. About another day's story. I hope today's story is very good for you.
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আরও একটি দিনের গল্প নিয়ে। আমি আশা করব আজকের এই দিনে গল্পটি আপনাদের অনেক ভালো।
Alhamdulillah I am also very beautiful. Got another winter morning. I woke up in the morning. First I washed my hands and then I ate. Then I thought let's take a walk outside on a winter morning. Suddenly remembered. I went to see our town, what about the river. Go there and see a crowd of people I asked these people. When did they come? They came to stay at dawn. Because they found out that they talked to each other on the phone. The river in which the fish are born. And the only reason for this fish place is because of the water coming from the factory. These fish are waking up.There are many such people in the world. Very interested in fishing. If he hears about fishing, he may not have food there. Even those fish run to that place to kill. I was like that when I was a kid. But now there is no such interest. But here are the people I see. But they are very expert in fishing from long ago.
আলহামদুলিল্লাহ আমিও অনেক সুন্দর। আরও একটি শীতের সকাল পেয়েছি। আমি সকালে ঘুম থেকে উঠে। আগে আমি হাতমুখ ধুয়ে নিলাম এরপর খাওয়া দাওয়া করেছি। তারপর আমার মনে হল শীতের সকালটা একটু বাহিরে থেকে ঘুরে আসা যাক। হঠাৎ করে মনে পরল। দেখি আমাদের নাগর, নদীর কি খবর আমি সেই দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি এখানে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছেআমি এই মানুষদের জিজ্ঞেস করেছিলাম। তারা কখন এসেছে তারা ভোর ভোর থাকতেই এসেছে। কারণ তারা জানতে পেরেছে একে অপরের সঙ্গে ফোনে কথা হয়েছে। যে নদীতে মাছ জেগেছে। আর এই মাছ জায়গার একটাই কারণ হচ্ছে ফ্যাক্টরির দৃষিত পানি আসার কারণে। এই মাছগুলো জেগে উঠছে।পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে। মাছ মারার জন্য অনেক আগ্রহী। মাছ মারার কথা শুনলে সে হয়তো খাবার ওখানে না। এমনকি সেই মাছ মারার জন্য দৌড়ে সেই স্থানে চলে যায়। ঠিক আমিও এরকমই সেই ছোটবেলায় ছিলাম। কিন্তু এখন আর সেইরকম আগ্রহ নেই। তবে এখানে আমি যে মানুষগুলোকে দেখতেছি। তারা কিন্তু অনেক আগে থেকে মাছ মারার খুবই এক্সপার্ট আছে।
Then I noticed here. A younger brother is seen here. He has two boal fish in his hand. But he is very happy. Because he came with his elder brother for fishing. His brother got two boal fish. He is very happy because his elder brother got the fish.I love seeing big brother. The younger brother came to fish with the elder brother. I used to go fishing with my elder brother. But elder brother loved me a lot. They also love their younger brother very much.But the elder brother is the greatest asset to the younger brother. In any danger, the elder brother comes forward. So we should have a strong relationship between two brothers. Walking around with such childhood faith. And fishing and telling stories.This little brother is thinking to himself. Today my elder brother is suffering for me. This is for fishing. One day I will grow up like this and catch fish like this and feed my elder brother. May our love remain like this. I will never hurt my elder brother. Just like that, my elder brother will not hurt me. Because we have no one. For that I think this world has to grow up with difficulty.
এরপর আমি এখানে লক্ষ্য করলাম। এখানে ছোট একটি ভাইকে দেখা যাচ্ছে। তার হাতে দুইটি বোয়াল মাছ। সে কিন্তু অনেক খুশি হয়েছে। কারণ তার বড় ভাইয়ের সঙ্গে এসেছে মাছ মারার জন্য। তার ভাইটি দুইটি বোয়াল মাছ পেয়েছে। সে অনেক খুশি হয়েছে কারণ তার বড় ভাই মাছ পেয়েছে।বড় ভাই খুব ভালোবাসি দেখে। ছোট ভাই কিন্তু বড় ভাইয়ের সঙ্গে মাছ ধরতে এসেছে। ঠিক আমিও এরকম বড় ভাইয়ের সঙ্গে একসময় মাছ ধরতে যেতাম। বড় ভাই কিন্তু আমাকে অনেক ভালবাসত। ঠিক এদেরও ঠিক এইরকমই ছোট ভাইকে অনেক ভালোবাসে।ছোট ভাইয়ের কাছে কিন্তু বড় ভাই সবচেয়ে বড় সম্পদ। যেকোন বিপদ-আপদে কিন্তু সেই বড় ভাই কিন্তু এগিয়ে আসে। তাই আমাদের উচিত দুই ভাইয়ের সম্পর্ক যেন অটল বিশ্বাস থাকুক। এইরকম ছোটবেলায় যেরকম বিশ্বাসের সঙ্গে ঘোরাফেরা করা। এবং মাছ ধরা এবং গল্প করা।এই ছোট ভাই মনে মনে ভাবতেছে। আজকে আমার বড় ভাই আমার জন্য কষ্ট করতেছে। এই মাছ ধরার জন্য। ঠিক এক সময় আমিও এইরকম বড় হয়ে এরকম মাছ ধরবো আমার বড় ভাইকে খাওয়াবো। আমাদের ভালোবাসা যেন এই রকমই থাকে। আমি কখনোই আমার বড় ভাইকে কষ্ট দিব না। ঠিক তেমন আমার বড় ভাইয়া আমাকে কষ্ট দিবে না। কারণ আমাদের তো কেউ নেই। তার জন্য আমি মনে করি এই পৃথিবীটা কষ্ট করে বড় হতে হবে।
I could never have imagined. That I will come for a walk in the river in the morning. And come here to see the sight of so many beautiful people fishing. Actually I love to see such beautiful scenes. And at that time I like to do photography with my mobile camera. Because I love photography.There are many such people. But they catch fish and then take it to the market and sell it. He earns a lot of money from there. And this is how they earn their living for the rest of their lives.
আমি কখনো কল্পনা করতে পারিনি। যে আমি সকালে নদীতে ঘুরতে আসবো। আর এখানে এসে এত সুন্দর মানুষের মাছ ধরার দৃশ্য দেখব। আসলে আমার এরকম সুন্দর কিছু দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। এবং সেই সময় আমার মোবাইল ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। কারণ আমি ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি।এমন অনেক মানুষ রয়েছে। তারা কিন্তু মাছ ধরে তারপর বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করে। সেখান থেকে অনেক টাকা উপার্জন করে থাকেন। এবং তারা এভাবে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন সারা জীবন।