হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অনেক সুন্দর একটি পোস্ট নিয়ে। আমি কয়েকদিন যাবত ব্যস্ত ছিলাম। যার কারণে আপনাদের মাঝে আমি উপস্থিত হতে পারিনি। তার জন্য আমি খুবই দুঃখিত তো আমি। আবারও সেই সময়টুকু পার করে আমি উপস্থিত হয়েছি। আমার একটি ভালো একটি পোস্ট নিয়ে। আমি আশা করব আপনারা অনেক খুশি হবেন। আমি আপনাদের মাঝে তুলে ধরব। যে আমরা কিভাবে একটা জিনিসের ধার দিয়ে থাকি।
Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. A very nice post. I have been busy for a few days. Due to which I could not be present among you. I am very sorry for that. Once again I have passed that time and appeared. About a good post of mine. I hope you will be very happy. I will introduce it to you. That's how we lend a thing.
আমরা কিন্তু প্রতিদিন এই ধরনের জিনিস ব্যবহার করে থাকি। দা বটি চাকু কিচি ✂ এসব কিন্তু গরু ছাগল জবাই করা। তারপর যখন আমরা রান্না করি তখন কিন্তু সবজি কাটার সময়ও কিন্তু ব্যবহার করে থাকি। এছাড়াও কিন্তু কিচি রয়েছে কিন্তু ব্যবহার করা হয় কাপড় কাটার সময়। আর এই কাপড় কাটাকাটির কাজ কিন্তু দর্জি করে থাকে।কত বৃদ্ধি এবং জ্ঞান রয়েছে। আর যার কারণে এত সুন্দর একটি বুদ্ধি বের করেছে। এইসব জিনিসের ধার দেওয়ার জন্য। তাহলে খুব সহজে এই জিনিসগুলো দিয়ে।। যেকোনো কিছু আমরা কাটাকাটি করতে পারব।এই বুদ্ধিটা কিন্তু অনেক বছর আগে থেকেই শুরু করা হয়েছে। কারন দিয়ে যদি আমরা না বের করতাম। তাহলে কিন্তু আমরা কখনোই কোন জিনিসের ধার দিতে পারতাম না। আর কোন জিনিস দিয়ে আমরা কাটাকাটিও করতে পারতাম না। আর যার কারণে এইরকম একটি পদ্ধতি বের করা হয়েছে। খুব সহজে সব রকমের পণ্যতে আমরা ধার দিতে পারব। আর এই বাজারে কিন্তু অনেক বছর ধরে এভাবে কাচ্চি বটি দা কিন্তু ধার দেওয়া হয়।যখন আমরা কাচি কিংবা দা বটিতে ধার দিতে যাব। এই মানুষের কাছে তখন আমরা এভাবে দূড়ি টানাটানি করবো। আর সেই মানুষটি খুব সুন্দর ভাবে সেই জিনিসগুলো দিয়ে ধার দিয়ে দিবে। কারণ একজন মানুষ যদি ওখানে বসে থাকে। এভাবে না করলে তাহলে কোন ভাবে সম্ভব না এখানে ধার দেওয়া। আর যার কারণে এইভাবে সিস্টেমে করা হয়েছে।মনের ভিতর সাহস থাকতে হবে। আর সাহস থাকলে যে কোন কাজেই খুব সহজে করা যাবে। এখানে যে কাজের সম্পর্কে আমি বলতেছি। এই কাজ ছোট হলেও কিন্তু অনেক বড় একটি কাজ। এখান থেকেও কিন্তু অনেক ভালোভাবে উপার্জন করা যাবে। যদি আপনার মনের ভিতর সাহস এবং শক্তি থাকে। তাহলে এখান থেকে কাজ করলে অনেক ভালো কিছু করা যাবে। কারণ এই মানুষ অনেক বছর ধরে এই কাজটি করে আসতেছেন। আর এই বাজারে অনেক বয়স হয়ে আসতেছে। যার কারণে এখানে তিনি এই কাজ করে তার জীবিকা নির্বাহ করে থাকেন।এ কাজটি খুবই গুরুত্বপূর্ণ সবার কাছে। কারণ এই ব্যবসাটি আপনার সব সময় হতেই থাকবে। কারণ একজন না একজন মানুষ আপনার কাছে প্রতিদিন আসবে। কমপক্ষে হলেও দশ বিশ জন মানুষ এখানে পণ্যগুলোতে ধার দিতে আসবে। কারণ আমরা প্রতিদিন কিন্তু ও অনেক রকমের কাজে ব্যবহার করে থাকি। আর যার কারণে এ ব্যবসাটি সবসময় চলমান থাকে।
But we use such things every day. Da boti chaku kichi ✂ These are but slaughtering of cows and goats. Then when we cook but also when cutting vegetables we use it. There are also small ones but they are used while cutting clothes. And the work of cutting this cloth is done by the tailor.How much growth and knowledge there is. And because of which such a beautiful intellect has come out. To lend these things. Then very easily with these things. We can negotiate anything.But this idea has been started many years ago. If we didn't figure out the reason. But then we could never lend anything. We couldn't argue with anything else. And because of which such a method has been devised. We can lend on all kinds of products very easily. And in this market, but for many years, kacchi bati da but lent.When we go to Kachi or Da Boti to lend. We will pull the strings like this to these people. And that person will lend those things very nicely. Because if a person is sitting there. If you do not do this, then it is not possible to lend here. And that's why the system is done this way.There must be courage in the heart. And if you have courage, any work can be done very easily. Here's the job I'm talking about. Although this work is small, it is a very big work. But you can earn very well from here too. If you have courage and strength inside your mind. If you work from here, you can do a lot of good. Because this man has been doing this for many years. And this market is getting old. Because of which he earns his living by doing this work here.This work is very important for everyone. Because this business will always be yours. Because one or the other person will come to you every day. At least 10 or 20 people will come here to borrow the products. Because we use it in many different ways every day. And because of which this business is always running.
ঠিক এই মানুষদের মতোই কিন্তু। আমরা এই প্লাটফর্মে কাজ করে উপর দিকে যাওয়ার জন্যই এসেছি। আমরা শুরু থেকেই উপর দিকে যাওয়ার চেষ্টা করব। একটা সময় কিন্তু এই প্লাটফর্মে খুব অল্প সময়ের মধ্যে অনেক মানুষ এসে গিয়েছে। একটা সময় কোন মানুষই এখানে ছিল না যার কারণে এই প্লাটফর্মটি এগিয়ে যেতে পারিনি। এখন কিন্তু ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। আমরা একত্রিত হয়ে প্রতিদিন অনেক মানুষ এখানে কাজ করে যাচ্ছি।প্ল্যাটফর্মটি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। আমরা আশা এবং ভরসা রয়েছে। আর তার জন্যই তো আমরা এসেছি। আর আমরা বিশ্বাস অর্জন করে এখানে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। এবং খুব সুন্দর ভাবে সুন্দর স্বচ্ছলতা পরিবেশ নিয়ে এখানে কাজ করব। এখানে কিন্তু অনেক মানুষ এসেছে। এ সোশ্যাল মিডিয়ায় কারণ এখানে আপনারা অনেক ভালোভাবে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন।আপনাদের আশা এবং ভরসা নিয়ে কিন্তু দিন দিন এখানে মানুষ বাড়তেছে। কারণ এখান থেকে আমরা আশা করতেছি অনেক ভালো কিছু উপার্জন করতে পারবো। এই একটা সময় এখানে পরিশ্রম করলে পরবর্তীতে ভালো কিছু করা যাবে আমরা যেকোনো কাজই শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা পরিশ্রম করে থাকি কোন কাজে কিন্তু সহজ না।আমি নিজেও কিন্তু কাজ করি আমি শুরু থেকে অনেক কষ্ট করেছি। তারপর অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছি। এখানে ছাড়াও কিন্তু আমি বাহিরে ইট ভাটার কাজ করি। ইটভাটার কাজ কিন্তু অনেক কঠিন। এবং অনেক পরিশ্রম করতে হয়। এখন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমার পরিশ্রমটা কমে গিয়েছে। আমি খুব অল্প পরিমাণ জোরের কাজ করি। আর এখান থেকেই আমার অনেক বড় একটি সফলতা আসবে। আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে। সবসময় এবং ভালোবাসা নিয়ে এখানে কাজ করতে পারি।আমি এখানে মডারেটর দায়িত্বশীল পালন করতেছি। আসার সময় আমার এই বিশ্বাস নিয়ে এইরকম। আমি দায়িত্ব পালন করতে পারি। আমি চেষ্টা করব সকলকে এভাবে সহযোগিতা করার আমার সহযোগিতা পেলে তারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। কারণ আমি এই প্লাটফর্ম সম্পর্কে অনেক কিছুই আমার যথাসম্ভভাবে আমি ধারণা পারি। যারা নতুন তারা হয়তো অনেক কিছু জানে না। আমি সেই ভাবে তাদেরকে সহযোগিতা করে যাবো।আমার সহযোগিতা পেলে তারা অনেক খুশি পারবে। আর ভালো কিছু করলেই তারা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে।
But just like these people. We are here to work on this platform to move up. We will try to move upwards from the beginning. Once upon a time, many people came to this platform in a very short period of time. At one time no human was here due to which this platform could not move forward. But now, inshallah, he will be able to go far. We are united and many people are working here every day.The platform will be with us from start to finish. We have hope and hope. And that's why we came. And we will go far here by gaining faith. And I will work here in a very nice and comfortable environment. But many people have come here. In this social media because here you will support us very well.With your hope and trust, people are increasing here day by day. Because from here we hope to earn a lot of good things. If you work here for a while, you can do something good later. We can do any work from start to finish. We work hard but nothing is easy.I myself also work but I have suffered a lot from the beginning. Then I went far. Apart from here I also work as a brick kiln outside. But brickwork is very difficult. And it takes a lot of hard work. Now, Alhamdulillah, my work has gradually decreased. I do very little strenuous work. And from here my big success will come. Please pray that I am among you. May work here always and with love.I am acting moderator here. This is how I believe when it comes to this. I can do the job. I will try to help everyone in this way if they get my help they will go a long way. Because I understand as much as I can about this platform. Those who are new may not know much. I will help them in that way. They will be very happy if they get my help. And if they do something good, they will go far.