Let's meet some traders.

in blurt-188398 •  last month 

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কিছু ব্যবসায়ীদের সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরব। আমাদের দেশে কত বয়স্ক এবং অনেক সাধারন মানুষ রয়েছে। তারা কিন্তু অনেক ছোটখাটো ব্যবসা করে অনেক ভালো একটা জীবিকা নির্বাহ করতেছেন। আমি সেই সম্পর্কে ভালোভাবে তুলে ধরব। আপনাদের আগ্রহ বেড়ে ওঠে এইরকম ব্যবসা করার।

Hello friends hope you all are well. Alhamdulillah I am also very well. I am present among you today. Let me tell you about some traders. How old and many normal people are in our country. But they are making a very good living by doing many small businesses. I will elaborate on that. Your interest in doing such business increases.

IMG_20241212_133058.jpg

To do anything requires one's own intelligence. And if talent is needed, a person can definitely succeed in that business. You can see here in the picture. Many elderly people are selling betel here. Nowadays in our country every person likes drinking a lot. Because of which many betel merchants have grown.Here you notice. An old man is doing business here. So why can't you? You can do it if you try. Many old people do betel business here. Making a very good living. Here they are all old people and not a single young person. We have many betel nut farmers in Bangladesh. But they are also doing business very well.In our country, almost half of the people in the country. Now they are cultivating betel. Because people love to drink. And most are seen. When marriage started in our country. At that time, most people drink a lot in that house. And besides this, many places like drinking more. Because it tastes inside the mouth.

যে কোন কিছু করতে হলে নিজের বুদ্ধি লাগে। এবং মেধা লাগে তাহলে সেই ব্যবসায় অবশ্যই একজন মানুষ সফল হওয়া যায়। আপনারা এখানে ছবিতে দেখতে পারছেন। অনেক বয়স্ক মানুষ এখানে পান বিক্রি করতেছে। আজকাল আমাদের দেশে প্রতিটা মানুষই কিন্তু পান অনেক পছন্দ করে। যার কারণে অনেক পান ব্যবসায়ীরা বেড়ে গেছে।এখানে আপনি লক্ষ্য করুন। এখানে একজন বয়স্ক মানুষ এখানেই ব্যবসা করে করতেছেন। তাহলে আপনি কেন পারবেন না। আপনিও চেষ্টা করলে আপনিও পারবেন। এখানে অনেক বয়স্ক মানুষ পান ব্যবসা করে। অনেক ভালো একটা জীবিকা নির্বাহ করতেছেন। এখানে তারা কিন্তু সব বয়স্ক মানুষই একটাও কম বয়সের মানুষ নেই। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক পান চাষীরা রয়েছে। তারাও কিন্তু অনেক সুন্দর ভাবে ব্যবসা করতেছে।আমাদের দেশে কিন্তু প্রায় দেশের ভাগ মানুষ। এখন পান চাষ করতেছে। কারণ মানুষ পান খেতে খুব পছন্দ করে। আর বেশিরভাগ দেখা যায়। যখন আমাদের দেশে বিয়ে শুরু হয়। তখন সেই বাড়িতে কিন্তু বেশিরভাগ পান অনেক খায়। এবং এই তাছাড়াও কিন্তু অনেক জায়গায় বেশি পান পছন্দ করে। কারণ মুখের ভিতর স্বাদ পায়।

IMG_20241212_133111.jpg

IMG_20241212_140514.jpg

IMG_20241212_140546.jpg

Here I am collecting some more pictures of traders. I have shared with you. Here some traders are seen sitting with trees. But there are many types of trees here. All but the vegetable is also the mango tree. Apart from that there are many other types of trees. But we put these around our house.To keep around the house beautiful. Such plants should be planted around our four village houses. And here are those who are doing business. But they invite a small amount of money. The trees are collected from here. But here they started a small business.But we get oxygen from plants. So always around our house. And there are many. We should plant trees there. Many times when we are in town. But then we see that on the roof of the city but. Many people plant trees in their beautiful surroundings.Tree business can be done anywhere. Take a van if you wish. You can sell standing on the side of the city road. Why do people in cities plant trees? When summer comes to us. But then the people of the city suffered a lot. But they get very little air. And because of that, they plant small plants on the roof. Some fruits and vegetables will be eaten and air will be available.

এখানে আমি আরো কিছু ব্যবসায়ীদের ছবি সংগ্রহ করছি। আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। এখানে দেখা যাচ্ছে কিছু ব্যবসায়ীরা গাছ নিয়ে বসে আছে। এখানে কিন্তু যত ধরনের গাছ রয়েছে। সব কিন্তু সবজির এছাড়াও আম গাছ। তা ছাড়া আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এইসব কিন্তু আমাদের বাড়ির আশেপাশে লাগিয়ে থাকি।বাড়ির আশে পাশে সুন্দর করে রাখতে হলে। এরকম গাছপালা আমাদের চার গ্রাম বাড়ি চারপাশে লাগানো উচিত। আর এখানে যারা ব্যবসা করতেছেন। তারা কিন্তু অল্প পরিমাণ টাকা ইনভাইট করে। এখান থেকে গাছ গুলো সংগ্রহ করে এনেছে। এরপর এখানে কিন্তু তারা ছোট করে ব্যবসা শুরু করেছে।আমরা কিন্তু গাছ থেকে অক্সিজেন পেয়ে থাকি। তাই সব সময় আমাদের বাড়ির আশেপাশে। এবং অনেক রয়েছে। আমাদের সেখানেই কিন্তু গাছ লাগানো উচিত। আমরা অনেক সময় যখন শহরে গিয়ে থাকি। তখন কিন্তু আমরা দেখতে পাই যে শহরের ছাদের উপর কিন্তু। অনেক মানুষ নিজেদের সুন্দর পরিবেশ গাছ রোপণ করে থাকে।গাছের ব্যাবসা যেকোন স্থানে করা যায়। আপনি ইচ্ছে করলে ভ্যান গাড়ি নিয়ে। শহরের রাস্তার পাশে দাঁড়িয়েও বিক্রি করতে পারবেন। কারণ শহরের মানুষেরা কেন গাছপালা লাগায়। যখন আমাদের মাঝে গরমের সময় আসে। তখন কিন্তু শহরের মানুষের অনেক কষ্ট হয়। তারা কিন্তু বাতাস খুব কম পায়। আর তার কারণে তারা কিন্তু ছাদের উপর ছোটখাটো গাছপালা লাগিয়ে থাকে।কিছু ফল সবজি খাওয়া হবে আবার বাতাস পাওয়া যাবে।

IMG_20241212_141541.jpg

You notice here but I collect one more picture. I have shared with you. You see a businessman in his own hands. They are making and selling movies here. Many of you may know and many may not. Because the village people use it. Once upon a time there was no system of water irrigation in the land.At that time water was irrigated with this breast. And at that time the land could be cultivated well. And this product has been made with a lot of human ingenuity. From that ancient time, this product is still being sold in the hands of people. And using it. I think this product should stay with us for life.At that time water was irrigated with this breast. Even though it is modern age, these are less used. But I think we should use this product. Because people have made this product with talent. It can still be seen that the market is selling. I think this is our tradition.

আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু আমি আরো একটি ছবি সংগ্রহ করে। আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যবসায়ী তার নিজের হাতে। এখানে সিনি বানিয়ে বিক্রয় করতেছে। আপনারা হয়তো অনেকেই চিনবেন হয়তো আবার অনেকে চিনবেন না। কারণ গ্রামের মানুষ এটা ব্যবহার করে। একসময় জমিতে পানি সেচ করার কোন ব্যবস্থা ছিল না।এ সময় এই সিনি দিয়েই পানি সেচ করা হতো। আর সেই সময়ের ভালোভাবে জমি চাষ করা যেত । আর মানুষের অনেক মেধা বুদ্ধি দিয়ে এই পণ্যটি তৈরি করেছে। সেই প্রাচীন কাল থেকে এখনো কিন্তু মানুষের হাতে হাতে এই পণ্যটি এখনো বেচাকেনা চলে। এবং ব্যবহার করে আসতেছে। আমি মনে করি এই পণ্যটি যেন আমাদের মাঝে সারা জীবনই থাকে।এখন আধুনিক যুগ হলেও এসব কম ব্যবহার করা হয়। কিন্তু আমি মনে করি এই পণ্যটি আমাদের ব্যবহার করা উচিত। কারণ মানুষ মেধাবী দিয়ে এই পণ্যটি তৈরি করেছে। এখনো দেখা যায় যে বাজারে বিক্রয় হচ্ছে। আমি মনে করি এটাই আমাদের এই ঐতিহ্যবাহী।

IMG_20241212_141614.jpg

IMG_20241212_141637.jpg

Here you can see another product. It is called a party. And usually we village people use it. Because when the hot season comes in our village and the whole world together. But then we leave this party on the ground and we sleep.When we lay down on the ground. This bed is very comfortable. Because at that time we are hot. And because of the heat, we lie on the ground. And at that time but this product is sold more. Still selling but very little. This product is very popular with people. And it takes a lot of hard work to make this product.These people make a good living by making the product. Any kind of work is like that but money is earned from here. That's why he works so hard. And people come from far and wide. Ordered this product. So that they can order and make it well very quickly.In this way, the people of our country are moving forward. May their journey be more beautiful. They make these products by working hard with talent. And let their talents be much better. And more and more good things will be created as time passes. And they also have sons from his father. If you can learn to make these products. But they too will grow up to be a very good businessman. I think the people of our country will do something good.People are very old. So far so good can borrow to send. And his talent is very big, but he is doing business in a very beautiful way. If he lives for many more years in the future, he will continue his business like this. But they are doing many kinds of business in our country.

এখানে আপনারা আরো একটি পণ্য দেখতে পাচ্ছেন। যাকে বলা হয় পার্টি। আর সাধারণত আমরা গ্রামের মানুষ এটা ব্যবহার করে থাকি। যেহেতু আমাদের গ্রামে যখন এবং সারা পৃথিবী মিলে যখন গরম সময় আসে। তখন কিন্তু আমরা মাটিতে এই পার্টি কিন্তু ফেলে আমরা কিন্তু শুয়ে থাকি।যখন আমরা আম মাটিতে শুয়ে পড়ি। এই বিছানার উপর তখন কিন্তু খুবই আরামদায়ক লাগে। কারণ সেই সময় তো আমাদের মাঝে গরম আছে। আর গরমের চোটে কিন্তু আমরা মাটিতে শুয়ে থাকি। আর সেই সময়েই কিন্তু এই পণ্যটি বেশি বিক্রয় হয়ে থাকে। এখনো বিক্রয় হয় তবে খুব কম তবে। মানুষের কাছে খুবই প্রিয় এই পণ্যটি। আর এই পণ্যটি তৈরি করতে কিন্তু অনেক কষ্ট পরিশ্রম করে থাকে।পণ্যটি তৈরি করে এ মানুষগুলো কিন্তু অনেক ভালো জীবিকা নির্বাহ করে থাকেন। যে রকম পরিশ্রম সেই রকম কিন্তু এখান থেকে টাকা উপার্জন হয়ে থাকে। তার জন্যই কিন্তু এত পরিশ্রম করে থাকেন। এবং অনেক দূর-দূরান্ত থেকে মানুষ আসে। এই পণ্যটি অর্ডার দিয়ে থাকেন। যেন খুব দ্রুত তারা অর্ডার দিয়ে ভালোভাবে বানাতে পারেন।এইভাবে কিন্তু আমাদের দেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের যাত্রাপথ আরো সুন্দর হোক। তারা মেধা দিয়ে অনেক পরিশ্রম করে এই পণ্যগুলো তৈরি করে থাকেন। আর তাদের মেধা গুলো আরো অনেক ভালো হোক। এবং যত দিন যাবে তত অনেক ভালো কিছু তৈরি করবে। এবং তাদেরও ছেলেরা আছে তার বাবার কাছ থেকে। এসব পণ্যটি তৈরি করা শিখতে পারলে। তারাও কিন্তু একসময় বড় হয়ে অনেক ভালো একজন ব্যবসায়ী হবে। আমি মনে করি আমাদের দেশের মানুষ ভালো কিছু করবে।

IMG_20241212_152542.jpg

Here you can see another trader. Sitting with a scroll. And Shilpata, but we are known to every person in the whole world. Now go to the blender. Because of that this warranty is less used. But the village people use it properly. Because first of all, trust came between us.Ginger, garlic and different types of spices are ground with this sheel patha. And after this pizza, we use it in cooking. And this product is very important for us. Because of that this product is very selling. But people still behave very well. It still sells very well. Pata is made of stone.matter where I travel. I see there are many types of traders. But they are attentive to their business. But they are doing business. But they are doing very good business. People of our country are very good.

এখানে আরও একটি ব্যবসায়ীকে দেখতে পাচ্ছেন। শীলপাঠা নিয়ে বসে আছে। আর শিলপাটা কিন্তু আমরা সারা পৃথিবীর প্রতিটা মানুষের পরিচিত। এখন যান ব্যালেন্ডার এসেছে। তার কারণে এই পাটা কম ব্যবহার করা হয়। কিন্তু গ্রামের মানুষ ঠিকই ব্যবহার করে। কারণ সর্বপ্রথম আমাদের মাঝে পাটা এসেছে।এই শীল পাঠা দিয়ে আদা রসুন এবং বিভিন্ন ধরনের মসলা পিসা হয়। আর এ পিসার পরে আমরা কিন্তু রান্না খাবারে ব্যবহার করে থাকি। আর এই পণ্যটি খুবই আমাদের জন্য জরুরী। তার কারণে এই পণ্যটি খুব বিক্রয় হয়। এখনো কিন্তু মানুষ অনেক ভালো ব্যবহার করে থাকেন। তার জন্য এখনো অনেক ভালো বিক্রয় হয়ে থাকে। পাটা পাথর থেকে তৈরি হয়ে থাকে।মানুষের কিন্তু অনেক বয়স হয়ে গিয়েছে। এখন পর্যন্ত অনেক ভালো পাঠাতে ধার কাটতে পারে। আর তার মেধা কিন্তু অনেক বড় এখনো অনেক সুন্দর সচলতা ভাবে তিনি কিন্তু ব্যবসা করে যাচ্ছেন। ভবিষ্যতে আরও অনেক বছর তিনি বেঁচে থাকলে এভাবে তার ব্যবসা চালিয়ে যাবেন। আমাদের দেশে তারা কিন্তু অনেক ধরনের ব্যবসা করে যাচ্ছেন।যে প্রান্তে ভ্রমণ করে থাকি না কেন। আমি দেখে থাকি সেখানেই কিন্তু অনেক ধরনের ব্যবসায়ীরা রয়েছে। তারা কিন্তু মনোযোগ সহকারে তাদের ব্যবসার দিকে রয়েছে। তারা কিন্তু ব্যবসা করে যাচ্ছেন। তারা কিন্তু অনেক ভালো কিছু ব্যবসা করে যাচ্ছেন। আমাদের দেশের মানুষ অনেক ভালো।

IMG_20241212_152548.jpg

So far today I had a story about these businessmen. Although there is an error inside my post. Then you will definitely look at me with forgiveness. I will definitely be back later. And I will always try to be with you. Coming up with some beautiful stories.Please tell me love from the platform. Because by now I have my faith. And by gaining faith I am working here. As many people as I see here. But they are working here among you with faith. We will have good things from here in the future. And this is how we will work with you.A time will come between us. I will see thousands of people here. And we will work with them. And we will go far. To reach a place is hard work. And to sweat. Then we can step there. If we study, that study should be done well. However, there is a lot of hard work to be done there. Just like if you start a work from the beginning to the end. To accomplish that, he must suffer.And during this time we have to work here. Please pray for our inspiration among you. And if you get love. We will definitely succeed one day.Today is our 53rd Victory Day. And on the occasion of this victory day, I wish you all the best. And pray for our country. May our country develop more beautifully. And may we see better things in the future. I greet the people of all countries. Every country should be very beautiful.

আজকে এ পর্যন্তই ছিল আমার এই ব্যবসায়ীদের নিয়ে গল্প। যদিও আমার পোস্টের ভিতরে কোন ভুল হয়ে থাকে। তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে অবশ্যই আমি আবারো উপস্থিত হব। এবং আপনাদের মাঝে সব সময় চেষ্টা করব। সুন্দর কিছু গল্প নিয়ে উপস্থিত হওয়ার।প্ল্যাটফর্ম থেকে অবশ্য আমাকে ভালোবাসা জানাবেন। কারণ এখন পর্যন্ত আমি আমার বিশ্বাস হয়ে গেছে। এবং বিশ্বাস অর্জন করে আমি এখানে কাজ করে যাচ্ছি। এখানে যত মানুষকে আমি দেখতেছি। তারা কিন্তু বিশ্বাসের সঙ্গে আপনাদের মাঝে এখানে কাজ করতেছে। ভবিষ্যতে এখান থেকে আমাদের ভালো কিছু হবে। আর আমরা এভাবে আপনাদের মাঝে আমরা কাজ করে যাব।একটা সময় আসবে আমাদের মাঝে। এখানে হাজার হাজার মানুষকে দেখব। এবং তাদের সঙ্গে আমরা কাজ করে যাব। এবং আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। একটা জায়গায় পৌঁছাতে গেলে কঠোর পরিশ্রম। এবং ঘাম ঝড়াতে হয়। তারপর সেখানে আমরা পা রাখতে পারব। যদি আমরা পড়াশোনা করি সেই পড়াশোনা যদি ভালো করতে হয়। তাহলেও কিন্তু সেখানে অনেক পরিশ্রম করতে হয়। ঠিক তেমনি একটা কাজ প্রথম থেকে শুরু করলে শেষ পর্যন্ত করতে গেলে। সেই কার সম্পন্ন করার জন্য অবশ্যই তাকে কষ্ট করতে হয়।আর এই সময় ধরে আমাদের এখানে কাজ করতে হবে। আপনাদের মাঝে আমাদের অনুপ্রেরণা আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের ভালবাসা পেলে। আমরা অবশ্যই একদিন সফলতা অর্জন করব।আজ আমাদের ৫৩ তম বিজয় দিবস। আর এই বিজয় দিবস উপলক্ষে আপনাদেরকে সকলের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের দেশের জন্য দোয়া করবেন। যেন আমাদের দেশটা আরো সুন্দরভাবে আমার গড়ে ওঠে। আর ভবিষ্যতে যেন আমরা আরো ভালো কিছু দেখতে পাই। সকল দেশের মানুষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিটা দেশ যেন খুব সুন্দর ভাবে যেন থাকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!