Night city travel photography.||14|01|2025||

in blurt-188398 •  7 days ago  (edited)

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে।ছি রাতের ফটোগ্রাফি ভ্রমণ নিয়ে। তো আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে অনেক ভালো ভাবে। আমার দিনটি কেটে গিয়েছে। যেহেতু আমি অনেক ভাবে ভালোভাবে আমার বাড়িতেও কাজ করি এবং বাইরে অনেক কাজের ভিতর দিয়েই আমার দিনটি কেটে যায়। তো অনেক ব্যস্ত সময়ের ভিতর দিয়ে কিন্তু আমি দিনটি। আমি পার করে দিয়েছিলাম।আমার হঠাৎই একটা কাজ পড় গিয়েছিল। যার কারণে আমি এই রাতের সময়ে আমাদের শহরে গিয়েছিলাম। তো আমাদের শহরের পৌঁছানোর জন্য। মাত্র ১০ টাকা এই অটো ভাড়া। তাহলে খুব তাড়াতাড়ি আমরা আমাদের এই শহরে পৌঁছাতে পারি। আর যে কোন জায়গাতে গেলে অবশ্যই কিন্তু গাড়িতে উঠতে হবে। না হলে সে জায়গাতে কখনও খুব তাড়াতাড়ি করে পৌঁছানো যাবে না। তো আমি তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম। তো বেশি দূরে না অল্পটুকু সময় লাগে আমাদের শহরে পৌঁছানোর জন্য। তো কিছুদিন আগে আমাদের শহরটিতে লাইটিং করা হয়েছে। যার কারণে খুব সুন্দর দেখাচ্ছে ।খুব তাড়াতাড়ি করে তো আমাদের শহরে পৌঁছে গেলাম। তো তারপরে হঠাৎ করে আমার চোখে পরলো। একজন মানুষ এখানে জিলাপি তৈরি করতেছে। মনে হচ্ছে এই মানুষের বয়স অনেক হয়ে গিয়েছে। এই মানুষের মাথার চুলটি উঠে গিয়েছে দেখতে অবশ্য ভালই লাগতেছে। আমার খুব সুন্দর ভাবে লাইটিং করা রয়েছে । সুন্দরভাবে মনোযোগ সহকারে এখানে জিলাপি তৈরি করতেছে।জিলাপি তৈরি করা কিন্তু আগুন এর কাজ। আর যার কারণে অন্য মনোযোগ কখনোই করা যাবে না। করলে নিজেরই অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। আর যার কারণে এই মানুষটি অনেক সুন্দর ভাবে তিনি কিন্তু জিলিপি তৈরি করতেছেন। তো এই মানুষের এখানে খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করলাম। এরপর আমাদের শহরে একটু ঘোরাফেরা করলাম।

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I come to you with a night photography tour. So Alhamdulillah, I feel much better since this morning. My day is over. As I do a lot of work at home as well and my day is filled with a lot of outside work. So through a very busy time but I the day. I passed.I suddenly had a job. Because of which I went to our city at this night time. So to reach our city. This auto rental is only 10 taka. Then very soon we can reach our city. And if you go anywhere, you must get in the car. Otherwise that place can never be reached very quickly. So I reached quickly. So it takes a little time to reach our city. A few days ago, lighting was done in our city. Because of which it looks very beautiful.I reached our city very quickly. Then suddenly it caught my eye. A man is making jelly here. This man seems to be very old. It's nice to see the hair on this man's head. I have very nice lighting. Beautifully carefully crafted jillapi here.Making Jillapi is the work of fire. And because of which other attention can never be paid. If you do, you may face many problems. And because of which this man is very beautiful but he is making jilipi. So I photographed this person very nicely here. After that I wandered a little in our city.

IMG_20250112_184856.jpg

IMG_20250112_185217.jpg

IMG_20250112_184250.jpg

IMG_20250112_184436.jpg

আমাদের শহরের সন্ধ্যার সময় এসে। অনেক ভালোভাবে তো ঘোরাফেরা করা হলো।। যদি ঘোরাফেরাও করতে এসে যদি কিছু না খায়।। তাহলে এটা নিজেকে কেমন দেখায়। তো এক কাপ লাল চা খেলাম। কারণ এখন শীতের সময় যদি লাল চা খাওয়া হয়। তাহলে আমাদের শরীরের জন্য অনেক উপকার। এবং যদি ঠান্ডা লাগে আর যদি সর্দি কাশি হয়। তাহলে এর জন্য আরো বেশি উপকার রয়েছে। এই চায়ের সঙ্গে যদি আদা লং দেওয়া হয়।তাহলে আপনার সবচেয়ে বড় উপকার হবে। এবং খুব দ্রুত আপনার শরীর থেকে কাশ ভালো হবে। এবং সুস্থ শরীর থাকবে।

Come evening in our city. It was very well traveled. If you come to roam around, if you don't eat anything. So what does it look like? So I drank a cup of red tea. Because now if red tea is consumed during winter. So many benefits for our body. And if cold and cough. Then there are more benefits to it. If ginger long is given with this tea, then you will get the greatest benefit. And very soon your body will feel better. and will have a healthy body.

IMG_20250112_184601.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!