A few words to advance the village's beautiful photography platform.

in blurt-188398 •  3 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. I have a very nice post. Amidst the beautiful nature of our village, I spent some time. I will tell you about that.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার খুব সুন্দর একটি পোস্ট নিয়ে। আমাদের গ্রামের সুন্দর প্রকৃতির মাঝে, আমি কিছু সময় কাটিয়েছি। সেই সম্পর্কে আমি আপনাদের মাঝে তুলে ধরব।

IMG_20241027_103731.jpg

I didn't like anything. So I woke up in the morning and washed my hands. After a long time, I passed. I went out for a walk. I went for this walk in a big field. There is a brick kiln near our house. There is a big field here. On arrival I saw how beautiful a horse. The horse that is tied here is eating grass.But people like to keep horses. Besides, here I see some other animals and birds. Swans also love to eat grass. Their food is grass. I thoroughly enjoyed my time here. Because there are only plants around. Some animals are seen here in natural environment.

আমার কিছুতেই ভালো লাগছিল না। তাই সকালে ঘুম থেকে উঠে আমি হাতমুখ ধুয়ে নিলাম। তারপর অনেকটা সময় হয়ে পার করে দিলাম।আমি বাহিরে ঘুরতে গেলাম। আমি বড় একটি মাঠে এই ঘুরতে গিয়েছিলাম। আমাদের বাড়ির কাছেই ইটভাটা রয়েছে। এখানে অনেক বড় একটি মাঠ সেখানে। পৌঁছাতেই দেখলাম কত সুন্দর একটি ঘোড়া। এখানে বেধে রাখছেন সেই ঘোড়া ঘাস খাচ্ছে।ঘোড়া কিন্তু মানুষ শখ করে লালন পালন করে থাকে। তাছাড়াও এখানে আমি আরো কিছু পশু পাখি দেখতেছি। রাজহাঁস তারাও ঘাস খেতে খুবই পছন্দ করে। তাদের খাবারই ঘাস। আমি আমার এই সময়টা অনেক সুন্দরভাবে এখানে উপভোগ করলাম। কারণ চারপাশে শুধুই গাছপালা। প্রাকৃতিকের পরিবেশে এখানে কিছু প্রাণীগুলোকে দেখা যাচ্ছে।

IMG_20241027_103804.jpg

IMG_20241027_103840.jpg
Seeing such a beautiful natural environment filled my heart. Because even though it is a village, the surrounding environment is not always so beautiful. At that time there was little sunshine. So I liked the surrounding environment very much. Then I saw the brick kiln and went up. Then I did a very nice photography. And in a few days will start cutting bricks. Will try to share our here and there times.
I have been working in the brickyard for a long time. No matter how much I suffer. I like working in brick kiln very much. But I hope to give the shop. Although I get a good amount. But I will do my bit like this, I will work and take care of the house. Because it is my responsibility to take care of the family.
এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে আমার মন ভরে গেল। কারণ গ্রাম হলেও সব সময় এত সুন্দর চারপাশে পরিবেশটা আর দেখা যায় না। সে সেই সময়টুকু রোদ অল্প ছিল। তাই চারপাশের পরিবেশ আমার অনেক ভালো লাগছিল। তারপর আমি ইটের ভাটা দেখি ওপরে উঠলাম। তারপর খুব সুন্দর ভাবে একটি ফটোগ্রাফি করলাম। আর কিছুদিনের মধ্যে ইট কাটা শুরু করবে। আমাদের এখানে এবং সেই সময় গুলো শেয়ার করার চেষ্টা করবো।আমি অনেকদিন যাবত ধরে আমি ইটভাটাতে কাজ করি। আমার যতই কষ্ট হোক না কেন। আমার ইট ভাটাতে কাজ করতে অনেকটাই ভালো লাগে। তবে আমার আশা রয়েছে দোকান দিব। যদিও আমার কাছে ভালো কোন এমাউন্ট আসে। তবে আমি এইভাবেই আমার টুকটাক করে আমি কাজ করে যাবোএবং বাড়িতে অনেক খেয়াল রাখব। কারণ পরিবারের খেয়াল রাখা আমার দায়িত্ব।

IMG_20241027_103908.jpg

IMG_20241027_104053.jpg
I will try to move forward by working on the platform. And I hope to try to bring some better people here. But this website will move forward in a much better way. And many people can earn money from here. Because I think you will support us very well. Then we can do something good with this platform.The more people there are for the platform. Their interest in us will increase. Because you will support us. Because to move this platform to a better speed. We will work hard only you will be by our side.

প্লাটফর্মে আমি কাজ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর আমি আশা করব আরো ভালো কিছু মানুষ এখানে আনার চেষ্টা করব। তবে এই ওয়েবসাইটটি আরো অনেক সুন্দর ভাবে এগিয়ে যাবে। এবং অনেক মানুষ এখান থেকে টাকা উপার্জন করতে পারবে। কারণ আমি মনে করি বা আপনারা অনেক ভাল আমাদের সমর্থন করবেন। তাহলে আমরা ভালো কিছু করতে পারবো এই প্লাটফর্ম নিয়ে।প্ল্যাটফর্মের জন্য যত বেশি মানুষ হবে। তত তাদের আমাদের আগ্রহ বেড়ে উঠবে। কারণ আপনারা আমাদের সমর্থন করবেন। কারণ এই প্লাটফর্মকে আরও সুন্দর গতিতে নিয়ে যাওয়ার জন্য। আমরা অনেক পরিশ্রম করে যাব শুধু আপনারা আমাদের পাশে থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Very beautiful field The scene is shared between us brother