হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমিও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বিকেলে এই সুন্দর ফটোগ্রাফি নিয়ে। এখন কিন্তু আধুনিক যুগ আর যে কোন মানুষের হাতে। স্মার্টফোন থাকলে সেই মানুষটি কিন্তু ফটোগ্রাফি করতে পছন্দ করে। ঠিক সেই রকম আমিও কিন্তু ফটোগ্রাফি করতে খুব পছন্দ করি। এই ফটোগ্রাফার পিছনে একটি কাহিনী। দিনটি ছিল শনিবার অনেক সুন্দর ভাবে কেটে দিলাম। বাড়িতে অনেক কাজ ছিল। সেই কাজগুলো করলাম আর এখন রমজান চলছে। এইমাত্র আমাদের খুবই গুরুত্বপূর্ণ মাস।সারাদিন অনেক সুন্দর ভাবে সময় কাটিয়ে দিলাম। বুঝতে পারলাম না আজকে কিভাবে আমি রোজা পালন করলাম। দুপুরের ঘুম ভেঙ্গে গেলে হাত মুখ ধুয়ে নিলাম। এরপর মসজিদে গিয়ে নামাজ আদায় করছি। এরপর বাড়িতে ফিরে আসলাম।এরপর আবার স্মার্টফোন হাতে দিয়ে বাহিরে গেলাম। আকাশের রং সত্যিই অসাধারণ ছিল। আমি মুগ্ধ হয়েছি যে আজকে আকাশ এত সুন্দর। আমার মোবাইল ক্যামেরা দিয়া আমি ফটোগ্রাফি করতে শুরু করলাম। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আকাশের চেহারাটা অনেক সুন্দর লাগছিল। আমার হাতে একটি ফুল দেখতে পাচ্ছেন।আপনাদের হয়তো অনেক ভালো লাগবে। এই আমার হাতে থাকা খুব সুন্দর একটি ফুল এই ফুল। ফটকা দিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলাধুলা করতাম। আমরা আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আসলে প্রতিটা মানুষের জীবনে সেই ছোটবেলার স্মৃতি থেকে যায়। যে কোন কোন কিছু কথাগুলো। যদি মানুষ সে ছোটবেলায় ফিরে পাইতো তাহলে কেমন হতো। হয়তো সেই মানুষগুলো আবারও সেই ছোটবেলায়। যেভাবে খেলাধুলা করত ঠিক সেই ভাবে খেলাধুলা করতো। কিভাবে খেলাধুলা করতাম আপনারা নাকি জানেন। যে বড় বড় গাড়ির চাকা। কিংবা সাইকেলের চাকা টায়ার দিয়ে আমরা খেলাধুলা করতাম। আগের দিনে কিন্তু মাটির রাস্তা ছিল। কখনোই কিন্তু এরকম পাকা রাস্তা ছিল না গ্রামে সেই সময়কালে সেই মাটির রাস্তা আমাদের জন্য অনেক প্রাণপ্রিয় ছিল। সে সময় কালের মধুর ময় দিন ছিল। কিন্তু এখন আর সেইরকম দিন আর দেখা যায় না।এখন আর সেই স্মৃতিময়ী দিনগুলো দেখা যায় না তার একটাই কারণ হচ্ছে এখন আধুনিক যুগ আর সবার হাতে হাতে এখন স্মার্টফোন আর যার কারণে সেই দিনগুলোর মত আর কেউ তেমন খেলাধুলা করে না আর কেমন দেখা যায় না আসলেই সত্যি সেই দিনগুলো প্রতিটা মানুষের জীবনে স্মৃতিময় হয়েই থাকবে।আমার জীবন থেকেও কখনো মুছে যাবে না। সেই দিনগুলোর কথা মনে পড়েছিল। এই ফুলের ফটোগ্রাফি করতে গিয়ে। এখানে কিন্তু নদী দেখতে পাচ্ছেন। আমাদের গ্রামে আমার বাড়ির পাশে দিয়ে। বয়ে গিয়েছে নাগর নদী। এই নাগর নদীতে ছোটবেলায় অনেক গোসল করেছি। এখন আর তেমন গোসল করা যায় না। যার কারণ হচ্ছে অনেক কলকারখানা দূষিত পানি এসে ভরপুর। এ কারণে আমরা এই নদীতে আর গোসল করি না। আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে। আমার এই পোস্টে উপস্থাপন করার চেষ্টা করেছি।আমার হয়তো ভুল থাকতেই পারে। আমার এই পোস্টের ভিতর আমি অনেক সুন্দর ভাবে। আমার ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনাদের অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ এখানে আপনারা সবাই ভালো ভাবে কাজ করার চেষ্টা করছি। আমিও কাজ করার চেষ্টা করতেছি ।আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে এখানে কাজ করতেছি। আর এই প্ল্যাটফর্মকে সামনের দিকে নিয়ে যাব। আমাদের ধৈর্যের প্রয়োজন একটা জায়গায় ধৈর্য ধরলে অবশ্যই আমি সফল হবো। আপনিও সফল হবেন এখানকার সকল ইউজাররা সফল হবে। একটা সময় ছিল এই প্লাটফর্মে কেউ ছিলনা। তেমন কোন ইউজার ছিল না কাজ করার মতো। তবে অল্প কিছু মানুষ ছিল যেখানে অনেক মানুষই কাজ করতো। কিন্তু এই এখন ধীরে ধীরে অনেক মানুষের সংখ্যা দেখতে পাচ্ছি। এই মানুষদের হাত ধরে আমরা সামনে ভালো কিছু করব। যেমন কোনো মানুষ একটা চাকরিতে প্রথম ঢুকলো। সেই মানুষ কিন্তু কঠোর পরিশ্রম করতে হয় সেই চাকরিতে। সেই মানুষকে কিন্তু দীর্ঘদিন সেই চাকরিতে পরিশ্রম করার পর। সেই কিন্তু ও সফলতা অর্জন করতে পারে। ঠিক সেই ভাবেও আমরা এখানে ভালো কিছু করতে পারবো।আমরা কিন্তু কখনোই এই প্ল্যাটফর্ম থেকে পিছন দিকে ফিরে যাব না। কারণ পিছন দিকে ফিরে গেলে। আর কখনো সামনে যেতে পারবো না। কিন্তু আমি আর একটা বিষয় এখানে বলতে চাই। আমি কখনো পরিকল্পনা করতে পারিনি। যে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পাবো।এ প্লাটফর্মের খোঁজ পেয়ে আমি অনেক খুশি। এবং এখানে কাজ করে আমি অনেক আনন্দিত। যে এইরকমই পারফরম আমি পেয়েছি ।
Hello friends, I hope you are all well. Alhamdulillah, I am very well. I am also present among you. This afternoon with this beautiful photography. But now it is the modern era and in the hands of any person. If there is a smartphone, that person likes to take photographs. Just like that, I also like to take photographs very much. There is a story behind this photographer. The day was Saturday, I spent it very beautifully. There was a lot of work at home. I did those works and now Ramadan is going on. This is a very important month for us.I spent the whole day in a very pleasant way. I don't understand how I managed to fast today. When I woke up in the afternoon, I washed my hands and face. Then I went to the mosque to pray. Then I returned home.Then I went outside again with my smartphone in hand. The color of the sky was really amazing. I was amazed that the sky was so beautiful today. I started taking photographs with my mobile camera. The photographs turned out very beautiful. The appearance of the sky looked very beautiful. You can see a flower in my hand.You might like it a lot. This is a very beautiful flower in my hand. We used to play a lot with the flower when we were children. We remembered our childhood. Actually, every person has memories of that childhood. Some of those words. If people could go back to their childhood, what would it be like? Maybe those people would play the same way they used to play in that childhood. You know how we used to play. We used to play with the big car wheels. Or bicycle wheels and tires. In the past, there were dirt roads. There were never paved roads like this in the village. Those dirt roads were very dear to us at that time. Those were the sweet days of the past. But now, we don't see those days anymore.The only reason why those memorable days are no longer seen is that now is the modern era and everyone has smartphones in their hands and because of that, no one plays sports like those days and how can they be seen? Those days will truly be memorable in every person's life. They will never be erased from my life either. I remembered those days. While taking photographs of these flowers. Here you can see the river. In our village, the Nagar River flows by my house. I used to bathe a lot in this Nagar River as a child. Now you can't bathe much. The reason is that many factories are full of polluted water. That's why we don't bathe in this river anymore. Alhamdulillah, I have tried to present it very beautifully in this post of mine. I may be wrong. In this post of mine, I have presented my photography to you very beautifully. You will like it very much. Alhamdulillah, all of you are trying to work well here. I am also trying to work.We are working here with our best efforts. And we will take this platform forward. We need patience. If we are patient in one place, we will definitely succeed. You will also succeed. All the users here will be successful. There was a time when there was no one on this platform. There were no users to work with. However, there were a few people where many people worked. But now we are gradually seeing the number of people. We will do something good in the future by holding the hands of these people. Like when a person first enters a job. That person has to work hard in that job. That person can achieve success after working in that job for a long time. In the same way, we can do something good here.But we will never go back from this platform. Because if we go back. We will never be able to go forward. But I want to say one more thing here. I could never have planned. That I would get such a beautiful platform. I am very happy to have found this platform. And I am very happy to work here. That I have got such a performance.