Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am present among you. Again with a beautiful travel story. Today's travel story is the Nabanna fish fair I went on a trip to.
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আবারও একটি সুন্দর ভ্রমণ গল্প নিয়ে। আজকের ভ্রমন গল্প হল নবান্ন মাছের মেলায় আমি ভ্রমণ করতে গিয়েছিলাম।
I prepared to see the fish fair. 17th November Fish Fair I woke up in the morning. After eating and drinking, I got ready to see the fish fair. I arrived too soon to leave.I reached our city very early. As it is very near from our village. So upon arrival I was surprised. How many big fish are here. So there is a lot of crowd here. To buy fish.In this Navanna fish fair, there are more katal fish here. Besides, there are many other fish like silver.In this city of ours. But the day before the Navanna fish fair. This place is very nicely decorated. And this fish fair starts with a huge area. And a very beautiful festival is celebrated.
মাছের মেলা দেখার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ১৭ই নভেম্বর মাছের মেলা আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম। মাছের মেলা দেখার জন্য তো খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে পড়লাম। যাওয়ার জন্য খুব শীঘ্রই আমি পৌঁছে গিয়েছিলাম।আমি খুব তাড়াতাড়ি আমাদের শহরে পৌঁছে গিয়েছিলাম। যেহেতু আমাদের গ্রাম থেকে খুব কাছে। তো পৌঁছানোর পরে আমি অবাক হয়ে গেলাম। কত বড় বড় মাছ এখানে রয়েছে। তো এখানে অনেক মানুষের ভিড়ও রয়েছে। মাছ কেনাকাটা করার জন্য।এই নবান্ন মাছের মেলায় কিন্তু এখানে কাতল মাছ বেশি এসেছে। তাছাড়াও আরো অনেক মাছ রয়েছে সিলভার।আমাদের এই দুপচাচিয়া শহরে। কিন্তু নবান্ন মাছের মেলার আগের দিন। খুব সুন্দরভাবে এই জায়গাটি সাজানো হয়। এবং বিশাল বড় এরিয়া নিয়ে এ মাছের মেলাতেই শুরু হয়। এবং খুবই সুন্দর উৎসব পালন করা হয়।
I forgot to tell you something. I try to go every year but never manage to go. No way because of busy work. I was already free this year. That I will visit the Navanna Fish Fair this year.My journey to the Navanna fish fair was successful. And my attempt was successful. For which I am very happy. That I have come today to visit Mother Navanna after many efforts. And I am very happy to see many fish. Moreover, I have met many people here. That they also come here to travel to the fish fair. Someone is coming to buy fish.17th November but in every district and every city. Such Navanna festival has been celebrated. Such big fishes have come in every place. Festivals were celebrated in every place. And many people have gone there. Just as people came to our city to see the big fish. Similarly, people came to other areas as well.
আমি আপনাদের কাছে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমি প্রত্যেক বছরে যাওয়ার চেষ্টা করি কিন্তু কোন ভাবে যাওয়া সম্ভব হয় না। কোনভাবেই না কাজের ব্যাবস্ততা কারণে। এই বছরে আমি ফ্রি হয়ে আগে থেকেই ছিলাম। যে আমি এ বছরে নবান্ন মাছের মেলা ঘুরতে যাবো।নবান্ন মাছের মেলায় আমার ভ্রমণ যাত্রা শুভ হয়েছে। এবং আমার চেষ্টা সফল হয়েছে। যার জন্য আমি অনেক খুশি। যে আমি অনেক চেষ্টার পরে আজকে এরকম সময় আমি মাকে নবান্ন ভ্রমন করতে এসেছি। এবং অনেক মাছ দেখে আমার অনেক ভালো লাগছে। তাছাড়া এখানে অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। যে তারাও এখানে মাছের মেলায় ভ্রমণ করতে এসেছে। কেউ মাছ কেনার জন্য আসছে।১৭ ই নভেম্বর কিন্তু প্রতিটা জেলা এবং প্রত্যেকটা শহরেই। এরকম নবান্ন উৎসব পালন হয়েছে। প্রতিটা জায়গায় এরকম বড় বড় মাছ এসেছে। প্রত্যেকটা জায়গায় উৎসব পালন হয়েছে। এবং অনেক মানুষ সেখানে গিয়েছে। ঠিক যেমন আমাদের এই শহরে ঠিক বড় বড় মাছ দেখার জন্য এসেছিল মানুষ। ঠিক সেই রকম অন্যান্য এলাকায়ও মানুষ এসেছিল।
But many people go to Navanna fair. But not all people have the ability. To buy big fish. Even so, those people only go to see the fish. They can only see how big fish have arrived. But poor people cannot buy. There is no money to buy such a big fish.Maybe this day maybe there is no support. But surely one day he will be able to. To buy a big fish. That's why he never learned to give up. His wish will come true one day. If he can achieve success in his own strength. That man will never be lost. If you can't buy it on this day, you will buy it on another day.I'm talking about myself. I just went to visit this fish fair. Because I don't have money. If I could afford it, I would definitely buy a bigger fish for the family. So what happened today I could not. So what happened another day I will definitely be able to. And I will buy fish and make my family smile.How hard our parents are raising us when we want what they want. By not eating and keeping that money earned. Trying to get that food for us. We should do the same for them.Then that family is always happy. And parents should do all kinds of hardships to be happy. Because they cannot be hurt in any way. When you want what you want, you have to fulfill that desire.I talk about many things well in this travel story. I have presented it to you. Although there is a mistake in my words. Then forgive me. You will be well and be healthy. Work with confidence with this platform. Surely we will succeed one day. And be well with family and love.
নবান্ন মেলায় কিন্তু অনেক মানুষই যায়। কিন্তু সব মানুষের কিন্তু সামর্থ্য থাকে না। বড় মাছ কেনার জন্য। এমনিতেও সেই মানুষগুলো কিন্তু মাছ দেখার জন্যই শুধু গিয়ে থাকে। যে কত বড় মাছ এসেছে এই বলে তারা শুধু দেখেই যায়। কিন্তু গরিব মানুষেরা কিনতে পারেনা। এত বড় মাছ কিনার টাকা থাকেনা।হয়তো এই দিন হয়তো সামর্থন নেই। তবে অবশ্যই একদিন তার সামর্থ্য হবে। একটি বড় মাছ কেনার জন্য। তাই বলে সে কখনো হার মানতে শিখিনি। তার ইচ্ছে একদিন সত্যিই পূরণ হবে। সে যদি তার নিজের ভেতর শক্তি সফলতা অর্জন করতে পারে। সেই মানুষ কখনো হারিয়ে যাবেনা। এই দিনে কিনতে না পারলে অন্যদিনে কিনবে।আমি নিজের কথাই বলতেছি। আমি শুধু এই মাছের মেলায় ভ্রমণ করতেই গিয়েছিলাম। কারণ আমার কাছে টাকা নাই। যদি আমার সামর্থ্য থাকতো তবে অবশ্যই আমি পরিবারের জন্য একটি বড় মাছ কিনতাম। তো কি হয়েছে আজকে পারিনি। তো কি হয়েছে অন্য একদিন তো অবশ্যই আমার সামর্থ্য হবে। এবং আমি মাছ কিনব এবং আমার পরিবার মুখে হাসি ফুটাবো।আমাদের বাবা-মা কত কষ্ট করে আমাদের লালন পালন করছে আমরা যখন যা চেয়েছি তারা খুব কষ্ট করে। না খেয়ে না খেয়ে সেই টাকা উপার্জন করা জমা রেখে। আমাদের জন্য সেই খাবারটি এনে দেওয়া চেষ্টা করছে। ঠিক তেমনি আমাদেরও তাদের জন্য এইভাবে সবকিছু করা উচিত।তাহলে সেই পরিবার সব সময় হাসিখুশিতে থাকে। আর হাসি খুশি থাকার জন্য বাপ মায়েদের জন্য সব রকমের কষ্ট করা উচিত। কারণ তাদেরকে কোনভাবে কষ্ট দেওয়া যাবে না। যখন যা চাইবে তখন সেই ইচ্ছে শক্তি পুরন করতে হবে।আমি এই ভ্রমণ গল্পের ভিতর অনেক কিছু ভালোভাবে কথা। আপনাদের মাঝে তুলে ধরেছি। যদিও আমার এই কথার ভিতরে কোন ভুল হয়ে থাকে। তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। এই প্লাটফর্মের সঙ্গেই বিশ্বাসের সঙ্গে কাজ করে যান। অবশ্যই আমরা একদিন সফলতা অর্জন করতে পারব। এবং পরিবারের সঙ্গে ভালোবাসা নিয়ে ভালো থাকবেন।
beautiful fish Photo shared thank you