Photography of Basher Bridge.

in blurt-188398 •  2 months ago  (edited)

Hello friends thank you all are well. Alhamdulillah I am also very well. I am present among you today. A few days ago with its photography. So you can see in this photograph. We have been familiar with this bamboo since many years ago. The photography I shared. People still use bamboo bridges in that place.I was very young. Many times during that period I held my father's hand. I used to cross the river but at that time with some kind of cement. And there was no good fridge. But there were bamboo bridges like this during that period. I used to cross very beautiful and very happy.Bus bridges like this are no longer seen in today's era. But the bridge of this house remains in this place till now. People of this village seem to have memories. Because these people are still happy to cross this bridge. Due to which the environment is still very beautiful. The river can still be crossed here. When the river is full of water.Whenever we visit this place. That's when you see this bridge. Memories of that childhood come to mind. How many times have we crossed such a bridge. But such a bridge is no longer available. But I say another thing a few years ago. When I was studying I used to go to school through such a bridge.

হ্যালো বন্ধুরা শুকরিয়া আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কয়েকদিন আগে এর ফটোগ্রাফি নিয়ে। তো আপনারা এই ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন। অনেক আগের বছর থেকে কিন্তু আমরা এই বাঁশের সঙ্গে কিন্তু পরিচয়। আমি যে ফটোগ্রাফিটি শেয়ার করেছি। সেই জায়গাটিতে এখন পর্যন্ত মানুষ বাঁশের সেতু ব্যবহার করে।আমি অনেক ছোট ছিলাম। সেই সময়কালে অনেকবার আমি আমার বাবার হাত ধরে। নদী পারাপার হতাম কিন্তু সেই সময় কোন রকমের সিমেন্টের দ্বারা। এবং ভালো কোনো ফ্রিজ ছিল না। সেই সময়কালে কিন্তু এইরকম বাঁশের সেতু ছিল। অনেক সুন্দর এবং অনেক আনন্দ করে পারাপার হতাম।এখনকার যুগে এই রকম বাসের সেতু আর দেখাই যায় না। কিন্তু এই জায়গাটিতে এখন পর্যন্ত এ বাশের সেতু রয়ে গিয়েছে। এই গ্রামের মানুষের কাছে মনে হচ্ছে স্মৃতি হিসেবে রয়েছে। কারণ এই মানুষেরা এখনো খুশির মনে এই সেতু উপর দিয়ে কিন্তু পারাবার হয়ে থাকে। যার কারণে এখনো অনেক সুন্দর পরিবেশ দেখাচ্ছে। এখানে নদী পারাপার এখনো হওয়া যায়। যখন নদী অনেক ভরপুর পানি থাকে।যখনই আমরা এই স্থানের জায়গায় যাওয়া আসা করি। তখনই এই বাশের সেতু দেখলে। সেই ছোটবেলার কথা স্মৃতি মনে পড়ে যায়। আমরা এরকম সেতু দিয়ে কতবার পারাপার হয়েছি।কিন্তু আর এইরকম ব্রিজ পাওয়া যায় না। তবে আমি আরেকটি কথা বলি কয়েক বছর আগে। আমি যখন লেখাপড়া করতাম আমি এরকম সেতু দিয়ে স্কুলে যেতাম।

IMG_20250123_093702.jpg

IMG_20250123_093722.jpg

Also I did more photography here. There are many people in the river here. Planted many kinds of vegetables in this winter time as it is winter time as there is no more water in the river. Due to which they plant vegetables in this place during winter. The space has been used very nicely.But they earn a lot of money by using the place in the river. I have also done some more photography during this winter season. A very beautiful village road. And the starting road is lined with trees. This environment was also very beautiful. I love that these people think so beautifully. Using this space. Wherever they are planting such vegetables.We also have to make a big plan like this. Seeing the plans of these people. We will also move forward. See how, looking at the small place, they have chosen their place of earning very nicely here. This is exactly how we need to plan. How do we earn? The source of income should be seen from that place. Then we will go far in the future.We have a great plan for the platform. Because we are here to succeed well. Many people have come here as we are working. We believe here and are working very well here. I am doing photography with my mobile camera. Creating content very nicely. Looking at each other's post. How we work here. I can achieve better things.We have to work harder. Then this platform will be much more happy. That we are working hard here. And if you work hard, you can achieve a lot of success from this first time. But gradually more people will be seen here. Where people to achieve a lot of success.

সেই সঙ্গে আমি এখানে আরো ফটোগ্রাফি করেছি। এখানে নদীর ভিতর অনেক মানুষ। এই শীতের সময়ে অনেক রকমের সবজি রোপন করেছে যেহেতু এখন শীতের সময় যেহেতু এখন আর নদীতে ভরপুর পানি নেই। যার কারণে এই জায়গাটিতে তারা শীতের সময় সবজি লাগিয়ে। জায়গাটি ব্যবহার করেছে অনেক সুন্দর ভাবে।নদীতে জায়গা ব্যবহার করেও কিন্তু তারা অনেক টাকা উপার্জন করে থাকে। এই শীতের মৌসুমে তাছাড়াও এখানে আরো কিছু আমি ফটোগ্রাফি করেছি। খুবই সুন্দর একটি গ্রামের রাস্তা। এবং শুরুর রাস্তা রয়েছে চার-পাঁশ দিয়ে গাছপালা রয়েছে। এই পরিবেশটাও অনেক সুন্দর লাগছিল। আমার অনেক ভালো লাগলো যে এই মানুষগুলো অনেক সুন্দর ভাবে। এই জায়গাটিতে ব্যবহার করছে। যেখানেও তারা এরকম সবজি রোপণ করছে।এরকম আমাদেরও একটি বড় পরিকল্পনা করতে হবে। এই মানুষগুলোর পরিকল্পনা দেখে। আমরাও সামনে এগিয়ে যাব। কিভাবে দেখুন সামান্য জায়গাটি দেখে তারা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে নিজেদের উপার্জনের জায়গাটি বেছে নিয়েছে। ঠিক এভাবেও আমাদের এই রকম পরিকল্পনা করতে হবে। কিভাবে আমাদের ইনকাম করতে হবে। সেই জায়গাটি দেখে ইনকামের এর সোর্স করতে হবে। তাহলে ভবিষ্যতে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব।প্লাটফর্মকে নিয়ে আমাদের অনেক ভালো একটি পরিকল্পনা রয়েছে। কারণ এখানে আমরা ভালোভাবে সাফল্য অর্জন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা কাজ করে যাচ্ছি এখানে অনেক মানুষ এসেছে। আমরা এখানে বিশ্বাস করে অনেক সুন্দর ভাবে এখানে কাজ করে যাচ্ছি। নিজেদের মোবাইল ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করতেছি। অনেক সুন্দরভাবে কনটেন্ট তৈরি করতেছি। একে অপরের পোস্টটা দেখতেছি। আমরা কিভাবে এখানে কাজ করলে। আরো ভালো কিছু সাফল্য অর্জন করতে পারবো।আমাদের আরো পরিশ্রম করতে হবে। তাহলে এই প্লাটফর্মটি আরো অনেক খুশি হবে। যে আমরা এখানে অনেক পরিশ্রম করতেছি। আর পরিশ্রম করলে কিন্তু এই প্রথম থেকে অনেক সাফল্য অর্জন করা যাবে। তবে এখানে ধীরে ধীরে আরো মানুষের দেখা যাবে। যেখানে মানুষ অনেক সাফল্য অর্জন করার জন্য।

IMG_20250123_093730.jpg

IMG_20250123_093802.jpg

I like to travel during this winter. I like to travel a lot during winters. I was traveling a few days ago. I got to see this bridge. Then I thought I do photography. I work on this platform. I will show on the platform how many years ago I was. I saw this bamboo bridge that still remains. How much people like this bamboo bridge among us. This is the bamboo bridge that is still between us.

আমার এই শীতের সময়ে ভ্রমণ করতে ভালো লাগে।। আমি শীতের সময় কিন্তু ভ্রমণ করতে অনেক ভালবাসি। আমি কয়েকদিন আগে ভ্রমণ করতে গিয়ে। আমি এই সেতু আমি দেখতে পেয়েছিলাম। তারপর আমার মনে হল আমি ফটোগ্রাফি করি। আমি তো এই প্লাটফর্মে কাজ করি। আমি প্লাটফর্মে তুলে ধরব যে কত বছর আগে আমি। এই বাঁশের সেতু দেখেছিলাম এখন পর্যন্ত রয়ে গিয়েছে। আমাদের মাঝে এই বাঁশের সেতু মানুষ কতটা পছন্দ করে। এই বাঁশের সেতু যার কারণে এখন পর্যন্ত আমাদের মাঝে।

IMG_20250123_093903.jpg

IMG_20250123_093949.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!