I took photographs of vegetables from the garden.|07|01|2025

in blurt-188398 •  14 days ago 

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত বাগানের ফটোগ্রাফি নিয়ে। আমি যেহেতু গ্রামে বসবাস করি। আর তার কারণে আমি কিন্তু অনেকটা জায়গায় ঘোরাফেরা করি। বাগানে ঘোরাফেরা করি তারা কিভাবে সবজি গাছ রোপণ করেছে।আমি একটা বাগানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম এখানে বেগুনের গাছ টমেটোর গাছ। কত সুন্দর ভাবে এখানে টমেটো ধরছে। এখানে কিন্তু খুব সুন্দর এবং খুব যত্ন সহকারে এই গাছগুলো রোপন করা হয়েছিল। আর এইসব কাজ রোপন করার পর থেকে। কিন্তু এখানে খুব যত্ন নেওয়া হয়েছে। যখনই গাছে পানি প্রয়োজন হয়েছে তখনই দেওয়া হয়েছে।আমাদের গ্রামটি সত্যিই অসাধারণ। আমাদের গ্রামের কত কৃষক রয়েছে। তাদের সঙ্গে হয়তো আমি কখনো ভালোভাবে পরিচয় হতেই পারিনি। কারণ তারা কিন্তু অনেক ভালোভাবে ফসল ফলাতে পারে। তারা কিন্তু সব সময় এই শীতের সময়ে কিন্তু তারা কৃষি কাজ করার জন্য। জমিতে সব সময় কাজে লেগে থাকে। কারণ এই শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণ সবজি চাষ করা হচ্ছে।

Hello friends hope how are you all. Alhamdulillah I am very well. I am here with you about garden photography. As I live in the village. And because of that I move around a lot. Walk around the garden to see how they have planted vegetable plants.I went to a garden. I went there and saw that there are eggplant plants and tomato plants. How beautifully the tomatoes are growing here. Here, however, these trees were planted very beautifully and with great care. And since planting these works. But great care has been taken here. Water is given whenever the plants need it.Our village is really amazing. How many farmers are there in our village? Maybe I never got to know them well. Because they can grow crops very well. But they are always in this winter time but they are for agricultural work. Always working on land. Because during this winter but a lot of vegetables are being cultivated.

IMG_20250105_153314.jpg

টমেটো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারীতা। এখানে অনেক বড় রকমের ভিটামিন রয়েছে। টমেটো কিন্তু শুধু রান্না করে খাওয়া যায় না। টমেটো কিন্তু সস করেও খাওয়া যায়। আর সস কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় খাবার। এবং অনেক স্পেশাল একটি খাবার। এমন কোন মানুষ নেই যে এই খাবারটি পছন্দ করে না।বাড়িতে কিংবা কোথাও দূরে কোথাও ভ্রমন করতে। কিংবা নিজেদের শহরে যখনই আমরা গিয়ে থাকি। তখনই কিন্তু আমরা অনেক রকমের ভাজাপোড়া পছন্দ করে থাকি। আর এখনকার খাবারই হচ্ছে। এইসব আর যার কারণে এই খাবারের সঙ্গে। কিন্তু আমরা সব ব্যবহার করে থাকি। কিন্তু পাকা টমেটো দিয়ে তৈরি করা হয়।বড় বড় ব্যবসায়ীরা কিন্তু এইসব টমেটো নিয়ে শহরে নিয়ে যায়। এবং যে বড় বড় ফ্যাক্টরি রয়েছে। সেইসব ফ্যাক্টরিতে দিয়ে টাকা উপার্জন করে থাকে। আর এই সব থেকে এইসব ফ্যাক্টরিতে কিন্তু খুব সুন্দর যত্ন সহকারে কিন্তু সস তৈরি করা হয়। আর সেই সব কিন্তু আমরা কিনে খেয়ে থাকি। আর এইসব কিন্তু কৃষকের ভাই। কিন্তু অনেক সুন্দর ভাবে তারা। নিজেদের জমিতে টমেটো চাষ করে থাকেন। তারা কিন্তু অনেক দূর পর্যন্ত ব্যাবসা করে আসছেন।ভবিষ্যতে আমাদের এই গ্রামটি আরো সুন্দর সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। এবং অনেক কিছু জ্ঞান নিজেদের জমিতে। এরকম সবজি চাষ চাষ করবে। আমরাও কিন্তু সেখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারব।

Tomatoes have many benefits for our body. There is a wide variety of vitamins. Tomatoes are not only cooked and eaten. Tomatoes can be eaten with sauce. And sauce is our very necessary food. And a very special meal. There is no person who does not like this dish.To travel at home or somewhere far away. Or whenever we visit our own city. But then we like many types of fried food. And now the food is happening. All these and other reasons with this food. But we use everything. But made with ripe tomatoes.Big businessmen take these tomatoes to the city. And there are big factories. He earns money in those factories. And from all these in these factories but very carefully but the sauce is made. And all that we buy and eat. And these are the farmers' brothers. But they are very beautiful. They grow tomatoes in their own land. But they have been doing business for a long time.In the future, this village of ours will grow more and more beautiful. And much knowledge in their own land. Such vegetable cultivation will cultivate. We can also collect from there.

IMG_20250105_153316.jpg

IMG_20250105_153347.jpg

IMG_20250105_153349.jpg

IMG_20250105_153454.jpg

Here, I am also showing you a picture of a gourd. Gourd is our delicious food. This food is especially my favorite. Because of this I buy from the market at least once every week. People have a lot of needs.This is why people think of themselves very well. This sweet gourd is cultivated like all other crops in the land. Anyway, I am very nice to you today. I posted a post. Always try my nice post. To present to you. Since I am your love on the platform.

এখানে কিন্তু আপনাদের মাঝে আমি লাউ ছবিও কিন্তু তুলে ধরছি। লাউ কিন্তু আমাদের সুস্বাদু খাদ্য। এই খাদ্য বিশেষ করে আমারও অনেক পছন্দের যার। কারণে আমি প্রতি সপ্তাহে একবার করে হলেও বাজার থেকে কিনে আনি। মানুষের প্রচুর চাহিদা রয়েছে।এই কারণে মানুষ কিন্তু খুব সুন্দর ভাবে নিজেদের। জমিতে দিয়ে সব সব ফসলের মতোই এই মিষ্টি লাউ চাষ করে থাকেন। তো যাই হোক আমি আপনাদের মাঝে আজকে অনেক সুন্দর ভাবে। একটি পোস্ট তুলে ধরেছি। সব সময় চেষ্টা করব আমার সুন্দর একটি পোস্ট। আপনাদের মাঝে তুলে ধরার। যেহেতু আমি প্লাটফর্মে আপনাদের ভালোবাসা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  14 days ago  ·  

টমেটোর ছবিগুলো দেখে খেতে মন চাচ্ছিল।।ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।