My story of a busy day.

in blurt-188398 •  last month 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. I am here again today. About a nice post of mine. Today's post has been busy all day today. I will present to you with the story of this day I hope my story of this day. You will like it very much.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার একটি সুন্দর পোস্ট নিয়ে। আজকের পোস্ট আজকের সারাদিন ব্যস্ত মাধ্যমে আমার দিনটি গিয়েছে। এই দিনের গল্প নিয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরবো আমি আশা করব আমার এই দিনের গল্প। আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20241119_091857.jpg

Alhamdulillah I also woke up in the morning like every day. Then I washed my hands and face. Then I ate. So I had cut rice in my land a few days ago. Since drying in the sun will bring many benefits. For which I joined work today. But before that I got some time.I went for a little walk outside. So the paddy has already been harvested in a field next to the road. And here a field is being ploughed. Potatoes are planted in this land every year. For him, the paddy of this land has been harvested long ago.I do not spend much time on this side. I returned home to carry the rice of my land. I took the bank and went to my land. So it took me a long time. Till noon I carried only paddy. But I was busy and couldn't collect this picture. I am very sorry for that. I finished my work with great difficulty.

আলহামদুলিল্লাহ আমিও প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠেছি। এরপর হাত মুখ ধুয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া করেছি। তো আমি কয়েকদিন আগেই আমার জমি ধান কেটে রেখে এসেছিলাম। যেহেতু রোদে শুকিয়ে গেলে আনতে অনেক সুবিধা হবে। যার জন্য আজকে আমি কাজে যুক্ত হয়েছিলাম। কিন্তু তার আগে একটু সময় পেয়েছিলাম।আমি একটু বাহিরে ঘোরাফেরা করতে গিয়েছিলাম। তো রাস্তার পাশে একটি জমিতে ধান আগেই কাটা রয়েছে। এবং এখানে একটি জমিতে হাল চাষ করা হচ্ছে। এই জমিতে প্রতি বছরে আলু রোপন করা হয়। তার জন্য অনেক আগেই এই জমির ধান কাটা হয়ে গেছে।আমি এই দিকে বেশি সময় ব্যয় না করে। আমার জমির ধান বহন করার জন্য আমি বাড়িতে ফিরে। এসে ব্যাঙ্ক কাধে নিয়ে আমার জমিতে গিয়েছিলাম। তো আমার অনেকটা সময় লাগছিল। দুপুর পর্যন্ত আমি শুধু ধান বহন করেছি। কিন্তু আমি ব্যস্ততার মধ্যে এই ছবিটি সংগ্রহ করতে পারিনি। তার জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে। খুব কষ্ট করে আমি আমার এই কাজ কর্মগুলো শেষ করেছি।

IMG_20241119_162929.jpg

I finished my work. At noon I took a bath and ate. Then to give clothes to my elder brother. I went to Sundarban Courier Service. As my elder brother lives in Dhaka Manikganj. And my elder brother did not take clothes. And a lot of winter has fallen. For which clothes should be sent to him. I packed clothes in bags.

আমার কাজ সম্পন্ন করা শেষ হয়ে গেল। দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করলাম। এরপর আমার বড় ভাইকে কাপড় দেওয়ার জন্য। আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিস গিয়েছিলাম। যেহেতু আমার বড় ভাই ঢাকা মানিকগঞ্জ থাকে। এবং আমার বড় ভাই কাপড় নিয়ে যায়নি। এবং অনেক শীত পড়ে গিয়েছে। যার জন্য তার কাছে কাপড় পাঠাতে হবে। আমি ব্যাগে করে কাপড় প্যাকেট করেছি।

IMG_20241119_163216.jpg

IMG_20241119_163642.jpg

IMG_20241119_163655.jpg

IMG_20241119_163712.jpg

The courier service process went well for me. Then I felt that I had come to my hometown. I wandered around the beautiful surroundings this afternoon. So I thought if I walk a little then my body will exercise. So I walked slowly. And took some photography of the afternoon atmosphere. In fact, it looked very beautiful in our city.This beautiful atmosphere of the afternoon feels wonderful to me. These fillings are not always available. Because suddenly a time comes. The time when happiness will arise in your mind. Just like that, such joy arose in my heart. Here you can see how many shops are sitting. A variety of food is displayed in a beautiful environment.Such a beautiful environment that will blow your mind. From inside so many shops in such a beautiful environment. I am gathering something to eat. for my family Because I love my family very much. So when my shopping is done. I left for home. This is how I enjoyed my busy day. And that day I have mentioned to you. You will be well and healthy.

কুরিয়ার সার্ভিসের কার্যক্রমটি আমার সম্পূর্ণ ভালো ভাবে শেষ হয়ে গেল। তারপর আমার মনে হল আমি তো আমার শহরে এসেছি। এই বিকেলে সুন্দর পরিবেশটা আমি ঘুরে বেড়ায়। তো আমি ভাবলাম একটু হাটা চলা করি তাহলে আমার শরীরের ব্যায়াম হবে। তো আমি ধীরে ধীরে হাঁটাচলা করলাম। এবং কিছু ফটোগ্রাফি করলাম বিকেলের পরিবেশটা। আসলে অনেক সুন্দর লাগছিল আমাদের শহরে।বিকেলের এই সুন্দর পরিবেশটা আমার কাছে অসাধারণ লাগছে। এই ফিলিংসটা সবসময় পাওয়া যাবে না। কারণ হঠাৎ একটা সময় আসে। যে সময়টা আপনার মনের ভেতর আনন্দ জেগে উঠবে। ঠিক তেমন আমার মনের ভেতরে এরকম আনন্দ জেগে উঠেছে। এখানে দেখা যাচ্ছে কত দোকানপাট বসেছে। সুন্দর পরিবেশে বিভিন্ন ধরনের খাবার দেখা যাচ্ছে।এত সুন্দর একটি পরিবেশ যা আপনার মন ছুয়ে যাবে। এত সুন্দর একটি পরিবেশে এতগুলো দোকানের ভিতর থেকে। আমি কিছু খাওয়ার সংগ্রহ করছি। আমার পরিবারের জন্য। যেহেতু আমার পরিবারকে আমি খুব ভালোবাসি। তো আমার কেনাকাটা হয়ে গেলে। আমি বাড়িতে রওনা দিলাম। এইভাবে আমার একটি ব্যস্ত দিন আমি উপভোগ করেছি। আর সেই দিনটি আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনারা ভালো থাকবেন সুস্থ।

IMG_20241119_164625.jpg

I am working with this platform with the belief of love and you will give me love. And I want to move forward with love. If you love the platform. We can definitely achieve success from here. And here's to all the users we keep moving forward. I will encourage them. Because if you work in one place. Of course success can be achieved from there.

আমি এই প্লাটফর্মের সঙ্গে ভালবাসার বিশ্বাসের সঙ্গে কাজ করতেছি আপনারা আমাকে ভালোবাসা দিবেন। আর আমি ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। প্ল্যাটফর্মকে আপনারা ভালোবাসা দিলে। আমরা অবশ্যই এখান থেকে সফলতা অর্জন করতে পারব। এবং এখানে সমস্ত ইউজারকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাদের উৎসাহিত করব। কারণ একটা জায়গায় পরিশ্রম করলে। অবশ্যই সেখান থেকে সফলতা অর্জন করা যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!