Vaccination is being given to government goats free of charge in villages. I did a flower photography.

in blurt-188398 •  3 months ago 

Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. Today I am present among you. Once again with a nice post. Today I will present to you. We have free goat vaccinations here. I will share a beautiful flower photography.

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আবারও একটি সুন্দর পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের এখানে বিনামূল্যে ছাগলদের ভ্যাকসিন দিয়েছে। একটি সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে শেয়ার করব।

IMG_20241015_090309.jpg

Every area is in village town. People raise many things like cows, goats, poultry. And more money can be made than all this. We have been miked here today. Government free vaccine will be given.Goats will be vaccinated. I am ready for this. Since we don't have goats. But I love cows and goats very much. My uncles have goats. I take the goat to the place where the vaccine will be done. I went to that place. Many goats are seen here. Many people from the village have come here.This is why the vaccine is being given. The name of this disease is PPR APPR disease is very bad. Because the goat may die. For this reason, it is important to get PPR vaccine before this disease. This is why this appointment has been given by the government.This is why I think it is important to vaccinate before these diseases occur. A year ago I also had a goat. Goats had PPR disease. That's how bad the situation was. After suffering a lot and taking a lot of medicine. My goat was fine. I am working hard to improve that goat.

গ্রাম শহরে প্রত্যেকটাই এলাকায়। মানুষ গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছু লালন পালন করে। আর এই সব থেকে অনেক বেশি কিন্তু টাকা উপার্জন করা যায়। আজকে আমাদের এখানে মাইকিং করা হয়েছে। সরকারি বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।ছাগলের ভ্যাকসিন দেওয়া হবে। এই জন্য আমি রেডি হয়ে পড়লাম। যেহেতু আমাদের ছাগল নেই। তবে আমি গরু ছাগলকে অনেক ভালোবাসি। আমার চাচাদের ছাগল রয়েছে। আমি সেই ছাগল নিয়ে যে স্থানে ভ্যাকসিন করা হবে। আমি সেই স্থানে গেলাম। এখানে অনেকগুলো ছাগল দেখা যাচ্ছে। গ্রামের অনেক মানুষ এখানে এসেছে।এ কারণে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই রোগের নাম পিপিআর এপিপিআর রোগটা খুবই খারাপ। কারণ এমনও হতে পারে ছাগল মারা যেতে পারে। এই জন্য এই রোগের আগেই পিপিআর রোগের ভ্যাকসিন করা জরুরী। এইজন্য সরকার থেকে এই নিয়োগ দেওয়া হয়েছে।আমি এই জন্যই মনে করি এইসব রোগ হওয়ার আগেই ভ্যাকসিন করা জরুরী। এক বছর আগে আমারও একটি ছাগল ছিল যে। ছাগলের পিপিআর রোগ হয়েছিল। এমনটাই অবস্থা খারাপ হয়েছিল। অনেক কষ্ট করে এবং অনেক ঔষধ খাওয়ানোর পর। আমার সেই ছাগলটি ভালো হয়েছিল। আমি সে ছাগলকে ভালো করার জন্য অনেক কষ্ট করছি।

IMG_20241015_090409.jpg

IMG_20241015_090544.jpg

Maybe someone has a big firm. Where goats and cows are kept separately. Maybe we're taking better care of ourselves, but that's not all. Always keep an eye on them. It is important to see what kind of state they are in when.Because these animals can never speak. Because you own it. You will understand well what kind of condition he is in. For that we have to keep an eye on them. They should never be allowed to get sick. Because if cows and goats get sick, then from one disease to another disease. Can and as many cows and goats as you have at home. The reason will pass in them too. This contagious disease can never be prevented.

হয়তোবা কোন ব্যক্তির বড় একটি ফার্ম রয়েছে। যেখানে ছাগল গরু আলাদা আলাদাভাবে রাখা রয়েছে। হয়তো বা আমরা অনেক ভালোভাবে খেয়াল রাখছেন কিন্তু শুধু এটা করলেই হবে না। সব সময় তাদের উপর নজর রাখতে হবে। কখন কি রকম তারা অবস্থায় আছে আমাদের এইটা দেখা জরুরী।কারণ এইসব প্রাণীরা কখনো কথা বলতে পারবে না। কারণ আপনি মালিক তার। আপনি ভালো বুঝবেন সে কি রকম অবস্থায় আছে। তার জন্য আমাদের তাদের উপর লক্ষ্য রাখতে হবে। তাদেরকে কখনো অসুস্থ হওয়া দেওয়া যাবে না। কারণ যদি গরু ছাগল অসুস্থ হয়ে পড়ে তবে এক অসুখ থেকে অন্য অসুক হতে। পারে এবং যতগুলো আপনার বাড়িতে যে গরু ছাগল থাকবে। সেগুলোতেও পার হয়ে যাবে কারণ। এইটা ছোঁয়াচ্ছ রোগ কখনো আটকাতে পারবেন না।

IMG_20241015_114850.jpg

IMG_20241015_114858.jpg
I also wanted to tell you about flower photography. Many of you may have seen this flower. But this flower can never grow in a dry place. However, this flower is found wherever there is water and water. A very beautiful flower color. The blue color matches the sky.But really, the color of this flower matches with the sky. When you might be upset. When taking a picture with such a beautiful flower in hand. And smell its fragrance. Then your mind will be much better. Maybe when I look sad like this. Then I saw a flower like this. At that time, my mind became very good.Flowers are one such thing that really makes people's mind happy. Because maybe you have gone on a trip somewhere. There you suddenly became upset. While you were walking around, you saw a beautiful flower. Only at that time flowers make your mind smile from sadness.

আমি আপনাদের মাঝে ফুলের ফটোগ্রাফি সম্পর্কেও বলতে চেয়েছি। এই ফুলটি হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন। কিন্তু এই ফুলটি কখনো শুকনো জায়গায় জন্মাতে পারে না। তবে যেখানে জলাচ্ছোস এবং পানি দেখা যায় সেখানে এই ফুল দেখা যায়। অনেক সুন্দর একটি ফুলের কালার। নীল রঙের যেন আকাশের সঙ্গে মিলে যাচ্ছে।সত্যিই কিন্তু আকাশের সঙ্গে এই ফুলের রং মিলে যাচ্ছে। যখন হয়তো আপনার মন খারাপ হবে। এরকম কোন সুন্দর ফুল হাতে নিয়ে যখন ছবি উঠাবেন। এবং এর সুবাস গন্ধ পাবেন। তখন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। আমার হয়তো যখন এরকম মন খারাপ দেখায়। তখন আমি এইরকম ফুল দেখলে। সেই সময় আমার এই মনটা অনেক ভালো হয়ে যায়।ফুল এমনই একটা জিনিস মানুষের মনটাকে সত্যিই উদাস উদার করে দেয়। কারণ হয়তো আপনি কোথাও ভ্রমন করতে গিয়েছেন। সেখানে হঠাৎ করে আপনার মন খারাপ হয়ে গেল। আপনি ঘোরাফেরা করতেছেন সেই সময়ে খুব সুন্দর একটি ফুল চোখে পড়ল। একমাত্র সেই সময়ে আপনার মনকে ফুল হাসায় মন খারাপ থেকে।

IMG_20241015_114904.jpg

Let us all create a peaceful environment together. Plant trees in every place because trees are our true friends. You will be well and be healthy. If you like it after today, please comment. Take my love Ariful Islam.
আসুন আমরা সবাই মিলে একটি শান্তির পরিবেশ তৈরি করি।প্রত্যেকটা জায়গায় একে একে গাছপালা লাগায় কারণ গাছ আমাদের প্রকৃত বন্ধু। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজকের পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভালোবাসা নিন আরিফুল ইসলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!