হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুর সম্পর্ক নিয়ে একটি গল্প বলবো। এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে কিন্তু একটা প্রিয় বন্ধু থাকে। আর সেই প্রিয় বন্ধুকে ছাড়া সেই মানুষ কখনো কিন্তু কোথাও ঘুরতে যায় না। কারণ সেই মানুষটিকে খুব ভালোবাসে। এবং বিশ্বাস করে তাকে বন্ধু বানিয়েছে।বন্ধুত্ব কোথা থেকে শুরু হয় যখন আপনি ছোট্ট থেকে বড় হয়েছেন। এবং পড়াশোনার বয়স হয়েছে এরপর যখন আপনি ক্লাস ওয়ানে ভর্তি হয়েছেন। এরপর ধীরে ধীরে আপনি বড় হতে শুরু করছেন। শুরু করছেন তারপর বন্ধুত্ব কাকে বলে সেই সম্পর্কে জেনেছেন।একজনকে আপনি বেছে নিয়েছেন। যে আপনি তাকে বন্ধু বানাবেন। তারপর প্রতিদিন তাকে নিয়ে আপনি স্কুলে যাতায়াত করতেন। এরপর আপনি যখন ক্লাসে বসতেন। সে বন্ধুকে পাশে ছাড়া কখনো আপনি অন্য টেবিলে বসতেন না।এরপর সেই বন্ধুর হাত ধরে ক্লাস ফাইভ পর্যন্ত। প্রায় পাঁচ বছর ধরে অনেক সুন্দর ভাবে সময় কেটে গেল। এবং প্রতিটা মুহূর্ত তাকে নিয়ে ঘোরাফেরা করা হতো। এবং পড়ার সময় পড়াশোনা সময়। স্কুলে পড়াশোনা করতাম। এবং যেকোনো সময় কোন খাবার খেলে সে বন্ধুকে ছাড়া কখনোই খাবার খাইতাম না সেই সময় অনেক সুন্দর ছিল। সেই সময়ের কানে কথা মনে পড়ে গেলে। সেই দিনের কথা ফিরে যেতে ইচ্ছা করে।সেই সময় একটা বন্ধুকে পেয়েছিলাম। কিন্তু সেই সময় কিন্তু কোন মোবাইলে যোগাযোগের মাধ্যম ছিল। তবে কম ছিল তবে আমাদের হাতে কোন মোটো ফোন ছিল না। সেই ফোন দিয়ে তাদের তার সঙ্গে আমি যোগাযোগ করব। এরপর সেই বন্ধুকে হারিয়ে ফেললাম। তবে অন্য একটি স্কুলে ভর্তি হলাম। এরপর সেই স্কুলে কিন্তু আরো একটি বন্ধুকে পেলাম।
Hello friends hope you all are well. Alhamdulillah I am very well. Today I am present among you. I will tell a story about the relationship of a dear friend. Every person in this world has one dear friend in their life. And that person never goes anywhere without that dear friend. Because he loves that person very much. And trusting made him a friend.Where does friendship start when you grow up from childhood. And the schooling age is after you are enrolled in class one. Then slowly you start growing up. Starting then learning about what friendship is.You have chosen one. That you will make him a friend. Then every day you used to travel to school with him. Then when you sit in class. You would never sit at another table without that friend next to you.Then hold that friend's hand till class five. Time passed very well for almost five years. And every moment was occupied with him. And reading time is study time. I studied in school. And whenever I eat any food I never eat without my friend that time was very beautiful. If you remember the words of that time. I want to go back to that day.At that time I got a friend. But at that time there was no mobile communication. But there was less but we didn't have any Moto phone. I will contact them with that phone. Then I lost that friend. But I joined another school. Then I found another friend in that school.
Then think very nicely about these friends. I studied very well in this school for a few years. And with those friends there was a very good means of communication during this time. Due to some accident I quit my studies. And lost those friends too. But not lost that way but still in touch.I still keep track of those friends. Because once that friend was very dear to me. But sometimes seen. And these occasional meetings are considered dear friends of life because of the friends with whom I studied. But those friends were dear friends in my life.Due to family problems I got down to work. For a few years doing hard work here and there. I came back to my house. And next to my house is the brick kiln after working for two to three years. Suddenly someone of my age came to work here. And got to know him.After that, a friendship was gradually formed with him. Where does it go next? I take him because he is always with me. And every day but met with him. Because of this I developed a good friendship with him. And if you make friendship, you can share anything with him. And the mind is good and friendship is being made. The closest person who is always trusted.Make love with someone. Surely your friendship will succeed. And I think my friendship will last forever. And trust me a lot. We work together and honor this trust. I will never say no to this friend. Because I have found friends through many hardships.Every person in the world wants a good friend. Because that friend should stand by him. If friendship can stand in any danger and in this danger. Later that friend will stand next to him. In this way, if there is a benefit, then the friend is a true friend. And if you live in this world you need a friend.Whom I have made a dear friend. But he grew up in a very difficult family. And one day he will bring the success of that suffering. And that's why he's working so hard, I think he'll be successful. Because he grew up very hard. He understands the dignity of suffering. One who earns a living by working hard. Must do something in his life.He grew up in such a difficult family. But he could not study well. Then you can understand. Did he grow up in a family like that? He does not have a father but his mother suffers a lot. Works in a biscuit factory.No human being in the world stops without this livelihood. Because every human being has to survive. Have to make a living. So even if it is difficult, something must be done in life. This is how I move forward. And this dear friend of mine is moving forward with me. Because I tried so hard. But not for further studies.I left my words. But I have made friends with whom I trust a lot. May he do something good in life. Because he lost his father. And he has been working hard since he was so young. He is accumulating money little by little. He has to do something in the future. He has a younger brother who is studying him.
এরপর এই বন্ধুদেরকে নিয়ে অনেক সুন্দর ভাবে। কয়েক বছর এই স্কুলে অনেক ভালোভাবে পড়াশোনা করলাম। এবং সেই বন্ধুদের সঙ্গে এই সময় গিয়ে অনেক ভালোভাবে যোগাযোগের মাধ্যম ছিল। কোন এক কারণে দুর্ঘটনা আমি পড়াশোনা ছেড়ে দিলাম। এবং সেই বন্ধুদেরকেও হারিয়ে ফেললাম। তবে সেই ভাবে হারানো হয়নি তবে এখনো পর্যন্ত যোগাযোগ রয়েছে।আমি এখনো সেই বন্ধুদের কিন্তু খোঁজখবর রাখি। কারণ একসময় সেই বন্ধুও কিন্তু আমার অনেক প্রিয় ছিল। তবে মাঝেমধ্যে দেখা হয়। আর এই মাঝেমধ্যে দেখা হয় হচ্ছে প্রাণের প্রিয় বন্ধু বলে মনে করি কারণ যে বন্ধুগুলো সঙ্গে আমি পড়াশুনা করেছি। সেই বন্ধুগুলো কিন্তু আমার প্রাণেও প্রিয় বন্ধু ছিল।পরিবারের সমস্যার কারণে আমি কাজে নেমে পড়ি। কয়েক বছর এখানে ওখানে অনেক কষ্টের কাজ করতে করতে। আমি আমার বাড়িতে ফিরে আসলাম। এবং আমার বাড়ির পাশে রয়েছে ইট ভাটা দুই থেকে তিন বছর কাজ করার পর। হঠাৎ আমার বয়সের একজন এখানে কাজ করতে আসলো। এবং তার সঙ্গে পরিচয় হয়ে গেল।এরপর তার সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। এরপর যেখানে যায়। আমি তাকে নিয়ে যায় কারণ সে সবসময় আমার সঙ্গে থাকে। এবং প্রতিদিন কিন্তু তার সঙ্গে দেখা হয়। এই কারণে তার সঙ্গে ভালোভাবে একটি বন্ধুত্ব তৈরি করেছি। আর বন্ধুত্ব তৈরি করলে যে কোন কথা তার সঙ্গে শেয়ার করা যায়। আর মনও ভালো থাকে আর বন্ধুত্ব হচ্ছে। সবচেয়ে কাছের মানুষ যাকে সব সময় বিশ্বাস করা হয়।একজনের সঙ্গে ভালোবাসা তৈরি করুন। অবশ্যই আপনার বন্ধুত্ব সফলতা আসবে। আর আমি মনে করি আমার এই বন্ধুত্ব অটল থাকবে। আর আমাকে অনেক বিশ্বাস করে। আমরা একসঙ্গে কাজ করি আর এই বিশ্বাসের মর্যাদা রাখবে। আমি কখনো এই বন্ধুকে ছাড়া কখনো বলবো না। কারণ আমি অনেক কষ্টের মাধ্যমে বন্ধু পেয়েছি।পৃথিবীর প্রতিটা মানুষের চায় সে একটা মানুষের ভালো একজন বন্ধুত্ব। কারণ সেই বন্ধুর যেন তার পাশে দাঁড়ায়। যে কোন একটা বিপদে আর এই বিপদে সেই বন্ধুত্ব যদি দাঁড়াতে পারে। পরবর্তীতে সেই বন্ধু তার পাশে দাঁড়াবে। এইভাবে যদি উপকার হয় সেই হচ্ছে বন্ধু প্রকৃত বন্ধু পরিচয়। আর এই পৃথিবীতে বেঁচে থাকলে একটা বন্ধুর প্রয়োজন।আমি যাকে প্রিয় বন্ধু বা বানিয়েছি। সে কিন্তু অনেক কষ্টে একটা পরিবারে বড় হয়েছে। আর সেই কষ্টের সফলতা সে একদিন আনবে। আর এই জন্যই কিন্তু সে খুব কষ্ট করে কাজ করতেছে আমি মনে করি সে সফলতা আনবে। কারণ সে অনেক কষ্ট করে বড় হয়েছে। সে কষ্টের মর্যাদা বুঝতে পারে। যে কষ্ট করে কাজ করে জীবিকা নির্বাহ করে। এর জীবনে অবশ্যই কিছু একটা করবে।এত কষ্ট করে সে পরিবারে বড় হয়েছে। সে কিন্তু কোন ভালোভাবে পড়াশোনা করতে পারেনি। তাহলে বুঝতে পারতেছেন। সে কি ওটা একটা পরিবারে বড় হয়েছে। তার কিন্তু বাবা নেই তার মা কিন্তু অনেক কষ্ট করে। একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করে।পৃথিবীর কোন মানুষ এই কিন্তু জীবিকা ছাড়া থেমে নেই। কারণ প্রতিটা মানুষকে বেঁচে থাকতে হলে। জীবিকা নির্বাহ করতে হবে। তাই কষ্ট করে হলেও কিছু জীবনে করতে হবে। ঠিক এই ভাবেই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমার সাথে আমার এই প্রিয় বন্ধু কিন্তু এগিয়ে যাচ্ছে। কারণ আমি অনেক চেষ্টা করেছি। আরো কিছু দুর পড়াশোনা করার জন্য কিন্তু হয়নি।আমার কথা বাদে দিলাম। কিন্তু আমি যাকে অনেক বিশ্বাস করে বন্ধুত্ব বানিয়েছি। সে যেন জীবনে ভালো কিছু করতে পারে। কারণ সে বাবাকে হারিয়েছে। আর সে কিন্তু এত ছোট থেকে কষ্ট করে পরিশ্রম করতেছে। সে অল্প অল্প করে কিন্তু টাকা জমাইতেছে। তাকে ভবিষ্যতে কিছু করতে হবে।ছোট একটা ভাই আছে তাকে পড়াশোনা করাচ্ছে।
Alhamdulillah I am among you. Presenting a post about a dear friend. Every person in this world has friends in their life. And every person loves that friend. I love my friend so much. I have many friends. Whom I miss so much. Because that's when I made friends. There was no good means of communication at that time. I miss those friends because of me. And when I have started some hard work.Through the wear and tear of that work. I met someone. And from there became friends with him. May all of you pray for this friendship to remain strong. And I always want to be with him. Hey friendship we will work here now and I will meet him all the time. Because I want such a friendship. Why always get along and have a good talk.There are many people in the world like that, just as I have lost many friends. The friends I made from the beginning. Maybe there is a person like this. He made such friendships from the first. Suddenly the man lost that friend. Maybe he tried hard to find a friend. But maybe I didn't get that time. But suddenly after a few years that person may have found that friend.At that time, he chatted with friends. And he said to his friend. I have been looking for you a lot. But I did not find you because I have no means of communication with you. If there was, of course I would have found you through mobile. Because I miss you so much. Because from that beginning I have considered you as a dear friend.For the second time and making friends. I have never found a friend like you. Then you have the contented life inside your mind. I have not found any such friend. I have always considered you my dear friend. I want to be by your side all the time. I never want to lose you again. Because you have many minds inside you. And have a much more contented life. The life that you have made so many people so much better. Always stood by people.It is very difficult to find people like you in this world. Because I have believed in you since the beginning. Just like that you have come to trust me like this. But people like you will never be found again. So I think you'll be by my side.That's what a true friend is who believes in a friend all the time. And says with everything wasted. That you trust me a lot. I also trust you very much friend, you do this work for me, I trust you very much. I leave this job with this trust in you. I hope you earn my trust.So far today I have been among you. A story of friendship has been beautifully presented. Please forgive me if I have made any mistakes. And on this platform I am working with my faith I will never resort to my crime. That my faith is broken. I am working here as a community moderator.To do something on the platform from start to finish. If you have to work hard then success can be achieved from here like when you plant a tree this tree has to grow slowly with water then from there you will get harvest. Moreover, you will never get a crop. That's how it works here.I will try my best to give good advice to all the youths here. And I will try to move them forward. Because it is my responsibility to move forward. This platform will go a long way. We have gone through a lot of hard work and effort to make our community number one. And to get to this number one goal is the one thing that we have worked so hard for. Which is why we stay this far.
আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে। প্রিয় বন্ধুর সম্পর্কে একটি পোস্ট উপস্থাপন করে তুলে ধরেছি। এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে বন্ধু রয়েছে। আর সেই বন্ধুকে কিন্তু প্রতিটা মানুষই ভালোবাসে ঠিক। আমিও সেই রকমই আমার বন্ধুকে আমি অনেক ভালবাসি। আমার অনেক বন্ধুরা রয়েছে। যাদেরকে আমি খুব মিস করি। কারণ যে সময় আমি বন্ধুত্ব তৈরি করেছিলাম। সেই সময়ের কোনো ভালোভাবে যোগাযোগের মাধ্যম ছিল না। আমার কাছে যার কারণে সে বন্ধুদেরকে আমি খুব মিস করি। আর যখন আমি কোন একটা পরিশ্রমের কাজ শুরু করে দিয়েছি।সেই কাজের পরিধানের মধ্য দিয়ে। একজনের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল। এবং সেখান থেকে তার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। আপনারা আপনাদের সকলের দোয়ায় যেন এই বন্ধুত্ব যেন অটল থাকে। এবং তার সঙ্গে আমি সবসময় থাকতে চাই। আরে বন্ধুত্ব নিয়ে আমরা এখন এখানে কাজ করব এবং তার সঙ্গে সব সময় আমার দেখা হবে। কারণ এই রকম একটা বন্ধুত্ব চাই। কেন সব সময় মিলেমিশে থাকলে এবং ভালো কথা হবে।এরকম পৃথিবীতে অনেক মানুষ রয়েছে।, ঠিক যেমন আমি অনেক বন্ধুদেরকে হারিয়েছি । শুরু থেকে যে বন্ধুদেরকে আমি পেয়েছিলাম। ঠিক এইরকমও হয়তো কোন এক মানুষ রয়েছে। সে প্রথমে হতে এরকম বন্ধুত্ব তৈরি করেছে। হঠাৎ করে সেই বন্ধুকে সেই মানুষটি হারিয়ে ফেলেছে। হয়তো সে বন্ধুকে খোঁজার অনেক চেষ্টা করেছে। কিন্তু সেই সময় হয়তো পাইনি। কিন্তু হঠাৎ করে কয়েক বছর পর সেই বন্ধুকে সে মানুষ হয়তো খুজে পেল।সেই সময়ে সে বন্ধুত্ব মিলে কোলাকুলি করলো। এবং সে বন্ধুকে বলল। আমি তোমাকে অনেক খুজেছি। কিন্তু আমি তোমাকে পেলাম না কারণ তোমার সাথে যোগাযোগের মাধ্যম আমার কাছে নেই। যদি থাকতো অবশ্যই তোমাকে আমি মোবাইলের মাধ্যমে খুঁজে নিতাম। কারণ আমি তোমাকে অনেক মিস করি। কারন সেই শুরু থেকে আপনাকে আমি প্রিয় বন্ধুত্ব মনে করে এসেছি।দ্বিতীয়বারের মতো ও বন্ধুত্ব বানালে।ও কখনো আপনার মত আমি কোন বন্ধুই পাইনি। তখন আপনার মনের ভিতর যে সন্তুষ্ট জীবন রয়েছে। সেই রকম কোন বন্ধুই আমি পাইনি। আমি চিরকাল আমি আপনাকে আমার প্রিয় বন্ধু মনে করে এসেছি। আমি আপনার পাশে সব সময় থাকতে চাই। আমি আপনাকে কখনো আর হারাতে চাই না। কারণ আপনার ভিতরে অনেক মন হয়েছে। এবং অনেক সন্তুষ্ট জীবন রয়েছে। যে জীবনকে আপনি অনেক মানুষকে অনেক ভালো পথ চেয়েছেন। সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন।আপনার মত মানুষ পাওয়া এই পৃথিবীতে খুবই কঠিন। কারণ শুরু থেকে আপনাকে আমি যেভাবে বিশ্বাস করে এসেছি। ঠিক তেমন আপনিও আমাকে এভাবে বিশ্বাস করে এসেছেন। কিন্তু আপনার মত এরকম মানুষ পাওয়া কখনোই আর পাওয়া যাবে না। তাই আমি মনে করি আপনি আমার পাশে থাকবেন।একেই বলে প্রকৃত বন্ধু যে বন্ধুকে সব সময় বিশ্বাস করে। এবং সবকিছু দিয়ে উজাড় করে দিয়ে বলে। যে আপনি আমাকে অনেক বিশ্বাস করেন। আমিও তোমায় অনেক বিশ্বাস করি বন্ধু তুমি আমার এই কাজটাই করে দাও আমি আপনাকে অনেক বিশ্বাস করি। আমি তোমার উপর এই ভরসা করে এই কাজটি ছেড়ে দিলাম। আমি আশা করি আপনি আমার এই বিশ্বাসটুকু অর্জন করবেন।আজকে এ পর্যন্তই ছিল আমি আপনাদের মাঝে অনেক। সুন্দর ভাবে একটি বন্ধুত্বের গল্প তুলে ধরেছি। যদি আমার কোন ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর এই প্লাটফর্মে আমি আমার বিশ্বাসের সঙ্গে কাজ করে যাচ্ছি আমি কখনোই আমার অপরাধ অবলম্বন করবো না । যে আমার এই বিশ্বাসটি ভঙ্গ হয়ে যায়। আমি এখানে একটা কমিউনিটির মডারেটর কাজ করতেছি। প্লাটফর্মে কিছু করতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত। কষ্ট পরিশ্রম করতে হবে তাহলে এখান থেকে সফলতা অর্জন করা যায় যেমন আপনি যখন একটা গাছ রোপন করেছেন এই গাছকে পানি দিয়ে ধীরে ধীরে বড় করতে হবে তারপর সেখান থেকে কিন্তু আপনি ফসল পাবেন। তাছাড়া কিন্তু কখনোই ফসল পাবেন না। ঠিক তেমন এখানে কাজ করতে হবে।আমি নিজের চেষ্টায় এখানে সকল ইউবাদের ভালো পরামর্শ দিয়ে যাবে। এবং তাদেরকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ আমার এটা দায়িত্ব যে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলে। এই প্লাটফর্মটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। আমরা অনেক কষ্ট এবং অনেক পরিশ্রমের ফলে আমাদের কমিউনিটি এক নম্বরে গিয়েছে। আর এই এক নম্বরে নিয়ে যাওয়ার একটাই লক্ষ্য যে আমরা অনেক কষ্ট এবং পরিশ্রম করেছি। যার কারণে আমরা এতদূর পর্যন্ত থাকবো।