introduce myself || সংক্ষিপ্ত আকারে আমার পরিচিতি।

in blurt-188398 •  3 months ago 

আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা।
সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন।
আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

ভাই বন্ধুরা এই প্লাটফর্মে আমার এটি প্রথম পোস্ট। এই পোষ্টের মাধ্যমে আপনাদের কাছে আমার পরিচয় তুলে ধরব আজ।

আমি আরিফা পারভীর, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্রী। আমি বিবাহিত এবং আমার একটি সুন্দর ছেলে সন্তান আছে, যার নাম রাকাত বাবু।

IMG_20241012_122800.jpg

IMG_20241012_122838.jpg

পড়াশোনার পাশাপাশি আমি বিভিন্ন শখের মধ্যে অন্যতম বাগান করা। প্রকৃতির সান্নিধ্যে থাকার জন্য এবং মনকে প্রশান্তি দিতে বাগান করা আমার কাছে একটি বিশেষ আনন্দের বিষয়। আমি বিভিন্ন ফুল ও সবজি চাষ করি, যা আমার জীবনকে রঙিন করে তোলে।

আমি একজন গৃহিণী বাসার কাজ করতে অনেক ভালবাসি। গৃহিণী হলেন সেই মহিলা যিনি পরিবারের গৃহস্থালী ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন। তিনি পরিবারের সদস্যদের দৈনন্দিন প্রয়োজনীয়তা, খাবার তৈরি, পরিচ্ছন্নতা, এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করেন। গৃহিণী হিসেবে তার ভূমিকা শুধু শারীরিক কাজের মধ্যে সীমাবদ্ধ নয়; তিনি পরিবারে স্নেহ, সমর্থন ও স্থিতিশীলতা আনেন। সন্তানদের শিক্ষা ও মূল্যবোধ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গৃহিণীরা সমাজের অগ্রগতিতে অবদান রাখেন, যদিও অনেক সময় তাদের কাজকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। আধুনিক যুগে গৃহিণীরা তাদের দক্ষতা ও প্রতিভা নিয়ে স্বাবলম্বী হয়ে ওঠার প্রচেষ্টা করছেন, যা তাদের সামাজিক অবস্থানকে শক্তিশালী করছে।

IMG_20241003_150719.jpg

IMG_20241012_123030.jpg

আমি বিভিন্ন বাগান করতে অনেক ভালোবাসি আমার বাগানে বিভিন্ন রকমের ফুল এবং সবজি রয়েছে আমি সবজি বাগানে পরিচর্যা করি।

IMG_20241011_123358.jpg

IMG_20241011_123342.jpg

আজ আর কিছু লিখলাম না আমার এটি প্রথম ব্লক ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার জন্য সকলে দোয়া করবেন ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 months ago  ·  

Welcome to Blurt! 🙂

I invite you to take part in our survey to tell us how did you find a blurt:

https://blurt.blog/blurt/@khrom/how-did-you-come-across-blurt-take-part-in-the-survey-and-get-strong-upvotes-1719947984376

  ·  3 months ago  ·  

Welcome to our blurtspace community.

Welcome to our community ✍️

  ·  3 months ago  ·  

আমাদের কমিউনিটিতে আপনি যুক্ত হয়েছেন এটা দেখে খুবই ভালো লাগলো আপু। প্রতিনিয়ত পোস্ট শেয়ার করবেন আশা করি ভালো কিছু হবে।