শুভ শীতের সন্ধ্যা
সবাইকে এই শীত সন্ধায় বসন্ত কালের অনুভূতি বিতরন করছি। এই কমিউনিটিতে আমার প্রথম পোস্ট। লেখার মত পুঁজিও আমার নাই। ধারাবাহিকতা বজায় রাখতে পোস্ট করা দরকার। জানিনা,পুঁজি হীন অবস্থায় পোস্টের ধারাবাহিকতা কতটুকু বজায় রাখতে পারব। দেখতে দেখতে শীতকালের প্রথম অংশ প্রায় শেষের দিকে। সামনে আসছে দ্বিতীয় মাস মাঘ।
আমার নিয়মিত পোস্ট চালু রাখতে আগ্রহীদের সহযোগিতা কামনা করে,আজ এখানেই।
ছবি মোবাইল ফোনে ধারণ করা।