কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।/Farmers are being deprived of fair price for their produce.

in blurt-188398 •  4 days ago 

সন্ধ্যার শুভেচ্ছা

CM250112-123916030~2.jpg

সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি। এইমাত্র মাগরিবের আজান কোথাও কোথাও থেকে কানে ভেসে আসছে। জানিনা আযানের এমন নিয়মকানুন কোথা থেকে আসছে। কেউ পাঁচ মিনিট আগেই আজান দিচ্ছে। কেউবা আবার ৫ মিনিট পরে। এসব শুধু উপলব্ধি করি ।কোথা থেকে কিভাবে এসেছে তা আমার ক্ষুদ্র মস্তিষ্কে ধরে না।
যাক সেসব কথা, শীতকালে শীত নাই এটাই আজকের তাজা খবর। মানে আমার কাছে এটা তাজা খবর।
শীতকালের শীতের সবজি পর্যাপ্ত সরবরাহ থাকায় তা পানির দামে বেচাকেনা হচ্ছে। কৃষক তার উৎপাদিত ফসলের মূল্য পাচ্ছে না। সার, কীটনাশক, তেল ও শ্রমিক খরচ অনেক বেশি। কৃষকের মাথায় হাত। আনন্দে আছেন ভোক্তা সাধারন। নাম কুড়াচ্ছেন সরকার। তারা জনগণকে সস্তা খাওয়াতে পারছেন।
এভাবে চলতে থাকলে সমস্ত মধ্যবিত্ত কৃষকগুলো ভূমিহীনে পরিণত হবে।
আলু ক্ষেতের ফটোগ্রাফি। কৃষকের শ্রমের ঘাম দিয়ে তরতাজা হয়ে বেড়ে উঠছে। গাছ দেখে আশা করা হচ্ছে, মহান আল্লাহ এবার বাম্পার ফলন দিবেন।
কিন্তু তাতে কি স্বস্তি?
কৃষকের ঘামে উৎপাদিত এই আলু যাদের জন্য ফালানো হচ্ছে, তারা কি এর সঠিক মূল্য দিয়ে মূল্যায়ন করবেন?
এই প্রশ্ন রেখে আজ এখানেই।

CM250112-123918037.jpg

CM250112-123916031.jpg

CM250112-123914026.jpg

CM250112-123914025.jpg

CM250112-123917035.jpg

CM250112-123916030.jpg

CM250112-123915029.jpg

CM250112-123917034.jpg

CM250112-123915028.jpg

CM250112-123914027.jpg

CM250112-123916032.jpg

CM250112-123916031.jpg

CM250112-123914026.jpg

CM250112-123917035.jpg

CM250112-123917036.jpg

CM250112-123916030.jpg

CM250112-123915029.jpg

CM250112-123917034.jpg

CM250112-123917033.jpg

CM250112-123915028.jpg

Evening greetings

I wish everyone a good evening. Just now, the Maghrib call to prayer is coming from somewhere. I don't know where such rules and regulations for the call to prayer come from. Some are calling five minutes earlier. Some are calling five minutes later. I just understand all this. My small brain doesn't understand where it came from.
Let's say that there is no winter in winter. This is today's breaking news. I mean, it is breaking news for me.
Since there is an adequate supply of winter vegetables, they are being sold at the price of water. Farmers are not getting the price of their produce. The cost of fertilizers, pesticides, oil and labor is very high. Hands on the farmers' heads. The common consumer is happy. The government is making a name for itself. They are able to feed the people cheaply.
If this continues, all the middle-class farmers will become landless.
Photography of potato fields. They are growing fresh with the sweat of the farmers' labor. Looking at the trees, it is hoped that Allah Almighty will give a bumper harvest this time.
But is that a relief?
Will the people for whom these potatoes, produced by the sweat of the farmers, are being sold, value them at their true value?
This question remains here today.

Photography by @aminunruna

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!