এইটা আমার সরিষার ক্ষেত আজ আমি গ্রামের রবি শস্যের কিছু গল্প আপনাদের বলব। আমি এলাহী হোসেন। গ্রামের মার জুড়ে যত চোখ যায় শুধু সরিষা ক্ষেত আর সরিষার ক্ষেত দেখতে অনেক সুন্দর লাগে এখন কৃষকের মনে অনেক হাসি সরিষার ক্ষেত আর আকাশ দুইটা একাকার হয়ে গেছে। দেখলে মন জুড়ে যায় মাঠের পর মার শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত। আজ থেকে ঠিক দেড় মাস পর আমাদের সরিষা উঠানো হবে যে সরিষা থেকে আমরা খাঁটি তেল এবং কোয়েল পাব যা আমরা পরিবারের চাহিদা মিটিয়ে বাকিটা বিক্রি করে অনেক টাকা আয় করব এখন কৃষকের মনে শুধু হাসি আর হাসি। এই সরিষার মৌসুমে মৌমাছিদের অনেক আনাগোনা। মৌমাছিরা সরিষার মুকুল থেকে অনেক মধু সংগ্রহ করে এবং কৃত্রিমভাবে অনেক মৌচাক ব্যবসায়ী সরিষার ক্ষেতের পাশে মৌদের চাক রেখে তা থেকে মৌচাক থেকে মধু সংগ্রহ করে তারা বাণিজ্যিকভাবে এই সরিসার খেত থেকে অনেক মধু সংগ্রহ করে এইভাবে আমরা খাঁটি মধু সংগ্রহ করে থাকি।
সরিষার ক্ষেত থেকে দুই ধরনের শরীরের আমরা দেখতে পাচ্ছি একটা হলুদ বর্ণের সরিষার ক্ষেত আর একটা হালকা সাদা। এই দুই সরিষার মুকুল থেকেই সুস্বাদু খাঁটি মধু তৈরি হয
![Uploading image #Na
সরিষার ক্ষেত আর নীল আকাশ একাকার হয়ে গেছে দেখতে অসাধারণ লাগছে।আজ এই পর্যন্তই। আগামীতে অন্য কিছু নিয়ে কথা হবে আমাকে ভোট দিয়ে সাপোর্ট করেন।
introduction blurtbooster blurtpower bangladesh